আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২৬৭
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।
এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।
আজকের অনু কবিতা:
সময়ের সাথে পাল্টে যায়
হৃদয়ের যত অনুভূতি,
জীবনের সাথে পাল্টে যায়
সম্পর্কের যত আকুতি।
সময়ের সাথে পাল্টে যায়
প্রকৃতির যত সজীবতা,
আবেগের সাথে পাল্টে যায়
ভালোবাসার যত আকাংখা।
লেখক:
লেখক এর অনুভূতি:
জীবনের নিয়তিই এমন ধীরে ধীরে সব কিছু শুধু হালকা নয় বরং আলগা হতে থাকে।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
সময়ের সঙ্গে বদলে যায়
মনের সব ভাবনারা,
জীবনের সঙ্গে বদলে যায়
অভিযোগের সব সীমানা।
সময়ের সঙ্গে বদলে যায়
মনের সব চঞ্চলতা,
জীবনের সঙ্গে মিশে যায়
অভ্যাসের সঙ্গী সব যন্ত্রণা।
সময়ের সঙ্গে বদলে যায়
প্রকৃতির শান্ত ও স্নিগ্ধতা,
বিশ্বাসের সঙ্গে বদলে যায়
সমস্ত বাসনার ঝুলিকথা।।
0.00 SBD,
2.92 STEEM,
2.92 SP
সময়ের সাথে পাল্টে যায়
ভালোবাসার শত অনুভূতি,
বাস্তবতার সাথে পাল্টে যায়
রঙিন যত স্বপ্নীল অনুভূতি।
সময়ের সাথে পাল্টে যায়
সম্পর্কের যত গভীরতা
চাহিদার সাথে পাল্টে যায়
চোখের মোহনীয় শীতলতা।
0.00 SBD,
2.91 STEEM,
2.91 SP
সময় যত গড়াবে
জীবন তত বদলাবে,
সময়ের সাথে জীবনের বড্ড মিল
সাথে জীবনের স্বপ্ন গুলো হয় মলিন।
সময় যত যায়
আপনজন দূরে চলে যায়,
সময়ের সাথে আবেগ কমে
সাথে জীবনের রং পাল্টায়।
0.00 SBD,
2.90 STEEM,
2.90 SP
যুগের বিবর্তনে হারিয়ে যায়
মনের যত গীতি কথা,
জ্ঞানের পরিপক্বতায় মলিন হয়
হৃদয়ে বাঁধা অজস্র আশা।
ঘড়িতে দেখা সময় সে তো পরিবর্তনশীল
প্রকৃতির রূপ ও তাই হয় বিলীন,
কালের বিবর্তনে পাল্টে যায় মনের চাওয়া
সেকারনেই আজ প্রেমের অপর নাম ব্যর্থতা।
0.00 SBD,
2.89 STEEM,
2.89 SP
দারুন লিখেছেন ভাই।
সময়ের সাথে পাল্টে যায়,
কাছের মানুষের সম্পর্ক।
অনেক দূরে হারিয়ে যায়,
মুখের সেই চেনা তর্ক বিতর্ক।
সময়ের সাথে পাল্টে যায়,
চিরচেনা মুখের হাসি।
অনুভূতির সাথে মিশে যায়,
অতীতের কত স্মৃতি।
সময়ের সাথে পাল্টে যায়,
সবুজ প্রকৃতির স্নিগ্ধতা।
রংয়ের বিবর্তনে হারিয়ে যায়,
চেনা মানুষের সকল মুগ্ধতা।
0.00 SBD,
2.88 STEEM,
2.88 SP
এটা অবশ্য ঠিক বলেছেন আপু সময়ের সাথে সাথে কাছের মানুষগুলো বদলে যায়। চিরচেনা মানুষগুলো অচেনা হয়ে যায়।
পাল্টে যায় মানুষ আর,
পাল্টে যায় মন,
তারই সাথে পাল্টে যায়,
ভালোবাসার রং।।
রঙিন মনে বাসা বাধে,
কত রকম কথা,
পান্টে যাওয়া মনের কথা,
ভাবে কতজনা?
বছরের সাথে পাল্টে যায়
ঋতুর যত বৈচিত্র্য,
মনের সাথে পাল্টে যায়
স্বপ্নের যত গতি।
দিনের সাথে পাল্টে যায়
আকাশের যত রং,
চোখের সাথে পাল্টে যায়
স্মৃতির যত ধ্বনি।
সময় বদলায় আর
রং বদলায় ভালোবাসা
অপূর্ণতায় ভাসে হৃদয়
বুঝে নিও চোখের ভাষা
জীবন জুড়ে আজ অপূর্ণতা
ভালোবাসা জুড়ে ধোঁয়াশা
স্বপ্নরা খুঁজে ফিরে আজও
অপূর্ণতায় আশা।
স্বপ্ন হাসায়, স্বপ্ন কাদায়,
স্বপ্ন সুখের ভেলা
জীবন মানেই বেঁচে থাকা
ভাঙ্গা গড়ার খেলা।
সময়ের সাথে সাথে পরিবর্তন
হয়ে যায় জীবনের গতিপথ ।
পরিবেশ পরিস্থিতির সাথে সাথে
পরিবর্তন হয় হৃদয়ের মতামত।
সময়ের সাথে সাথে পরিবর্তন হয়ে যায়
প্রকৃতির বৈচিত্র রূপরেখা।
আবেগ অনুভূতির সাথে পরিবর্তন হয়
মনের চঞ্চলতা আবেশে স্বপ্নের কথা।
থাকি শুধু ভয়ে
সময়ের পরিবর্তনে,
জীবনের যত রং পাল্টে যায়
সময়ের ক্ষনে ক্ষনে।
আবেগের বশে
জীবনের যত চাওয়া,
কষ্ট না করিলে
যাবে নাতো পাওয়া।
সময়ের সাথে পৃথিবীও বদলায়
বদলায় মানুষের মন,
প্রকৃতির যত সজীবতা
বদলাতে কতক্ষণ।