এবিবি ফান প্রশ্ন- ২২১ | গালে মশা বসলে মানুষকে জোরে থাপ্পড় দিলে মানুষ কিছু বলে না কেন ?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
গালে মশা বসলে মানুষকে জোরে থাপ্পড় দিলে মানুষ কিছু বলে না কেন ?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
বিশেষ করে আমার এই অনুভূতি সৃষ্টি হয়েছে একটি কৌতুক দেখে। বউ অনেক বদমেজাজী হবার কারণে জামাই মাঝে মাঝেই তার হাতে একটি মশা মেরে আনে এবং তার বউকে জোরে চড় মারে এবং সেই মরা মশা তার বউকে দেখিয়ে বলে এই যে তোমাকে একটি মশা মেরে দিলাম।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
বলবে কেন ভাই 😂। প্রমাণস্বরূপ মশা তো আছেই! ঝগড়ার উসুলও তোলা হয়ে গেল সাথে মশাও মারা হলো 😁
বিনা পয়সার কাজের লোক পাওয়া তো আজকাল মুশকিল। মশা মারা কিন্তু বেশ কঠিন একটি কাজ। বিনা পয়সায় কেউ উপকার করে দিচ্ছে এতে রাগ হওয়ার কি আছে। 😅😅
মশা তো মানুষের রক্ত খায় তারপর আবার ডেঙ্গু ছড়ায়।এজন্য মশা তো মানুষের এক প্রকার শত্রু বলা যায়।শত্রুকে কেউ শাস্তি দিলে ভালোই লাগে সবার।তাই কিছু বলেনা থাপ্পড় দিলেও।
প্রত্যেকটা মানুষ জন্মের পর থেকে মশার এত অত্যাচার সহ্য করেছে সেইখানে সামান্য একটা থাপ্পড় কোন ব্যাপারই না । মশার এই গুনগুন গান শুনতে শুনতে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে । এই কারণে কেউ যদি জোরে গালে একটা থাপ্পড় মেরে একটা মশা মেরে ফেলে দেখাতে পারে তাহলে সেই থাপ্পড় প্রশংসায় পরিণত হয়ে যায়। থাপ্পড় খাওয়া লোকটির মুখ থেকেই শোনা যায়, বাহ! বেশ দারুন কাজ করেছিস তো।
আপনার কাজ যদি ইচ্ছা করে, বিনা পয়সায় অন্যকেউ করে দেয় তাইলে আপনি কি রাগ হবেন? হবেন না তো? তেমনি একজন স্ব-ইচ্ছায়,বিনা পয়সায় আমার কাজ করে দিচ্ছে,তাতে না হয় একটু ব্যাথা পেলাম,কিন্তু তাই বলে তো আর রাগ হওয়া যায় না।মানবতা বলেও তো একটা কথা আছে নাকি?
সত্যি ভাইয়া কেউ কারো কাজ করে দিতে চায় না। আর যদি মশা মারার কারণে কাউকে দিয়ে কাজ করানো যায় তাহলে তো ভালোই হয়।
একদম ঠিক আপু।হাহাহা
ভাই মৃত্যুর ভয় সবারই আছে। যে মশা গালে বসে ওই মশা যদি ডেঙ্গু মশা হয়, এ ভয়ে গালে থাপ্পর মারলেও কিছু বলে না।
বর্তমানে ডেঙ্গুর সমস্যা বেশ ভয়াবহ আকার ধারণ করেছে ভাই। ডেঙ্গুর ভয় তাই সবার মাঝে রয়েছে এখন।
মশার ভালোবাসা কেউ দেখতে পারেনা, যার কারণে মশার চুমু খাওয়া দেখলে থাপ্পড় দেয়, তাও কেউ কিছু বলে না।
কারণ মানুষ হলো কিপ্টা।তারা মশার জন্য থাপ্পড় খেতে রাজি কিন্তু এক বিন্দু রক্ত মশাকে উপহার দিতে রাজি নয়।তাছাড়া তাদের মানুষের আদর ভালো না লাগলেও মশার আদর ভালো লাগে।তবে যখন মশার আদর বেশি হয়ে যায় তখনই সেই মানুষের গালে জোরে থাপ্পড় দিলে মানুষ কিছু বলে না।🤣🤣
কে বলেছে কিছু বলে না,ব্যথা পেলে মনে মনে গালাগালি করে চরমভাবে। তাইতো আমার চোখের সামনে কারো শরীরে মশা বসে থাকলেও আমি থাপ্পড় দেই না। কারণ মনে মনে গালাগালি করুক আর যেভাবেই করুক, বকা খেতে আমি রাজি না 🤣🤣।
আরে ভাই গালে কি আর সবাই চমু খেতে পারে। সেটা তো শুধু প্রিয় মানুষের সম্পত্তি। আর মশা বসে বসে গালে চমু খাবে কোন প্রিয় মানুষই মেনে নিতে পারে না। আর প্রিয় মানুষ যখন থাপ্পর মারে তখন তো আর কিছুই বলা যায় না।
আপু আপনি কিন্তু দারুণ বলেছেন। মশা মাঝে মাঝে বিরক্ত করতে চলে আসে। আর শেষ পর্যন্ত থাপ্পড় খেয়ে চলে যায়। 😅😅