আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৩০৮


Poem Cover-second.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।

এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।

আজকের অণু কবিতা:

স্বপ্ন গুলো জানে শুধু
চোখের পাতায় অচেনা যুদ্ধ,
হতাশা দূরত্বের মাঝেও
জেগে থাকে আঁখি নীরব সখ্যতায়।

লেখক:

@ah-agim

লেখকের অনুভূতি:

চোখের পাতায় হাজারো স্বপ্ন। এই স্বপ্ন পূরণে অচেনা যুদ্ধ তবু আঁখি জেগে থাক নীরবতার মাঝে স্বপ্নের সখ্যতায়।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

Banner_3_years-1.png

break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 last month 

স্বপ্নেরা ডানা মেলে উড়ে যায় আকাশে,
পাখি হয়ে ফিরবে একদিন,
চেনা সেই আপননীড়ে!
বিষাদের মাঝেও হৃদয়ে জাগে,
স্বপ্ন পূরণের আকাঙ্খা!
সুপ্ত অনুভূতি নিয়ে এ মন বলে,
পাবো ঠিকই একদিন সাফল্যের দেখা।

 last month (edited)

আপনার অণু কবিতা পড়ে ভালো লাগলো ভাই।

 last month 

😍😍

 last month 

স্বপ্ন গুলো জানে শুধু
চোখের পাতায় অচেনা যুদ্ধ,
হতাশা দূরত্বের মাঝেও
জেগে থাকে আঁখি নীরব সখ্যতায়।

নীরব রাতে হারায় ভাষা,
চোখে জমে ব্যথার আশা।
স্বপ্ন ভাঙে নরম শব্দে,
তবু মন চায় পাশে বসতে।

 last month 

সময়ের প্রতিটা সেকেন্ড জানে
সফলতা পেতে করি কতটা পরিশ্রম
পাওয়া না পাওয়ার মাঝেও
সফলতার খোঁজে থাকি সক্রিয় ।
নিষ্ঠার সাথে করি কাজ মনে আছে বল
বিশ্বাস করি আমিও একদিন হবো সফল ।

 last month 

আপনার প্রতিটি ছন্দ হৃদয় ছুঁয়ে গেলো 💗।

 last month 

স্বপ্ন গুলো জানে শুধু
চোখের পাতায় অচেনা যুদ্ধ,
হতাশা দূরত্বের মাঝেও
জেগে থাকে আঁখি নীরব সখ্যতায়।

নীরবতাই কথা বলে রাতে,
আলোছায়ার ভিড়ে হারায় প্রাতে।
ভাঙা মনেও বাজে এক সুর,
আশার নামেই ফিরে আসে ভোর।

 last month 

চোখের পাতায় হাজার স্বপ্ন,
নীরব চোখে লুকায় গল্প।
অচেনা যুদ্ধ রাতের সাথী,
হতাশা গায় নিঃশব্দ ছন্দ।

দূরত্ব ছুঁয়ে চায় যে ছোঁয়া,
ভাঙা মনেও বাজে আশা।
আঁখি জেগে রাখে নিরালায়,
স্বপ্ন গড়ে নীরব ভাষায়।

 last month 

কিছু নীরবতা অস্ত্র হয়ে বেঁচে থাকে
চোখের কিনারা জুড়ে,
কিছু নীরবতা শান্ত হয়ে পথ খোঁজে
হতাশাকে রেখে দূরে।
কিছু নীরবতা ধূসর স্বপ্ন আঁকে
মনের চতুরঙ্গ দাবানলে।।

@abb-fun, what a fantastic initiative! I'm thrilled to see "Amar Bangla Blog" launching this " অনু কবিতা" (micro-poem) contest. The idea of expressing creativity in such a concise and rhythmic way is truly captivating. The poem by @ah-agim is thought-provoking. I'm sure this will spark some wonderful and heartfelt poetic responses from the community. I love how you're encouraging simplicity and genuine expression. Offering a daily reward is a great incentive too! This is exactly the kind of engagement that makes Steemit special. ইশ্বরের আশীর্বাদ সবসময় আপনার সাথে আছে। (God is always with you!) I'm excited to see the creativity that unfolds!

 last month 

আমার বাংলা ব্লগ কমিউনিটি ইস্টিমিট প্ল্যাটফর্ম উন্নয়নে এবং সাধারণ ইউজারদের কথা চিন্তা করে অনেকগুলো প্রজেক্ট হাতে নিয়েছে। তার মধ্যে এবিবি-ফান অন্যতম। ধন্যবাদ আপনাকে অনুভূতি শেয়ার করার জন্য । ভালো থাকবেন সৃষ্টিকর্তা আপনার মঙ্গল করুক।

 last month 

স্বপ্নগুলো ভেসে বেড়ায়,
হৃদয়ের কোন এক কোণে।
হতাশার মাঝে বিলীন হয়ে,
হারাতে ইচ্ছে করে গহীন বনে।

স্বপ্নগুলো চিরসত্য হয়ে থাকে,
ঘুরে বেড়ায় জীবনের চারপাশে।
উড়াল দিতে ইচ্ছে হলেও,
নীরবে বসে শুধুই কান্না আসে।

 last month 

আপনার অণু কবিতা বেশ দারুন হয়েছে।

 last month 

স্বপ্নেরা কাঁদে নীরবে,
অন্ধকারে আলোর গল্প শুনে,
ব্যথা জমে থাকে বুকে,
তবুও হাসি ফোটে মুখে অজানা ভুলে।

অন্ধকারে ডানা মেলে ভয়,
আকাশ ছোঁয়ার সাধ জেগে রয়,
হৃদয়ের কোণে লুকানো আগুন,
নিভে না, নিভে না, জ্বলে চিরদিন।

 last month 

অসাধারণ লিখেছেন ভাই, ধন্যবাদ আপনাকে।