আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২৮৭
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।
এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।
আজকের অনু কবিতা
আমার হৃদয় আকাশে মেঘ জমেছে
সেখানে বৃষ্টির বড্ড বেশি অভাব,
বাঁধ ভাঙা ঢেউ কিনারায় আছড়ে পড়ছে
কোথাও আবার গাছে নতুন ফুল ফুটছে।
কিন্তু আমার মনবাগান বড্ড বেশি হাহাকারে,
অজানা এক শুন্যতায় ভাসছে।।
লেখক
লেখকের অনুভূতি:
জীবনের একটি সূত্র যখন আপনজনকে ঘিরে হয় তখন সেখানে যদি অপূর্ণতা বাসা বাঁধে।তাহলে নিজেকে খুবই একাকী লাগে।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
হৃদয়ের সীমানা আজ অন্ধকারাচ্ছন্ন
একটু জোছনা বড্ডা বেশী প্রয়োজন,
রাতের সময়গুলো খুব বেশী নিরানন্দন
ভাবনাগুলো কেমন নিস্তেজতায় বিবর্ণ,
একটু আশা, উষ্ণতার ছোয়া, কারো ভালোবাসা
হৃদয়ে ফেরাতে পারে, চঞ্চলতার সজীবতা।
0.00 SBD,
3.44 STEEM,
3.44 SP
অও,অসাধারণ লিখেছেন ভাইয়া।মনে হচ্ছে কবিতাটি এখন পূর্ণতা পেয়েছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আকাশে মেঘের ঘনঘটা,
হৃদয়ে বৃষ্টির প্রতীক্ষা,
কিন্তু বৃষ্টি আসে না,
শুধু শূন্যতা জমে থাকে।
গাছের পাতায় জমে থাকা শিশির,
যেন আমার চোখের জল,
কিন্তু কেউ দেখে না,
শুধু হাহাকার ছড়িয়ে যায় রাতের অন্ধকারে।
0.00 SBD,
3.42 STEEM,
3.42 SP
শুকনো পাতার আর্তনাদে দিন কাটে,
স্মৃতির রোদের ঝলক তাতে মিশে,
একলা বাতাস জানালায় এসে কাঁদে,
অভিমানী রাত চাঁদকে আর চেনে না।
রঙিন স্বপ্নগুলো ধূসর হয়ে গেছে,
কেউ যেন ছুঁয়ে দেখে না আজকাল,
মন খুঁজে ফেরে এক ফোঁটা আশার জল,
কিন্তু বৃষ্টি আসে না, শুধু অপেক্ষা বাড়ে।
0.00 SBD,
3.41 STEEM,
3.41 SP
মনের আকাশ মেঘে ঢেকে,
বৃষ্টি আসে না আর সেখেনে।
শুকনো পাতার আর্তনাদে,
ভেসে যায় ব্যথার স্মরণে।
ফুল ফোটে, তবু রঙহীন,
শূন্যতা বয়ে চলে দিনশেষে।
0.00 SBD,
3.40 STEEM,
3.40 SP
মনের বাগানে আজ পাতা নেই,
মনেহচ্ছে যেন মধ্য শীত চলে।
ভাবছি কবে আসবে বসন্ত?
বাগান আবার ভরবে ফুলে-ফলে।
মনের নদীতে আজ জোয়ার নেই,
ভাটা পড়ে আছে লম্বা সময় ধরে,
নদীতে আবার কবে আসবে জোয়ার?
মাছেরা কবে উৎফুল্ল হবে, খেলবে ফের।
0.00 SBD,
3.39 STEEM,
3.39 SP
নীল আকাশে যদি জমে মেঘ
হৃদয়টা ক্ষতবিক্ষত হয় যদি
রাতের এ নীরবতায়
কষ্টগুলো বেশি ভাবায়,
কোথাও নতুন ফুলের আগমন
কোথাও বা ডাকছে কোকিল,
আমার হৃদয় আজ
অজানা শূন্যতায় ভাসছে,
আবেগ অনুভূতির কি নেই কোন ভাষা ।
সুন্দর হয়েছে আপু,ধন্যবাদ।
আমার মেঘলা শহরে তুমি নীল আকাশ।
আমার থমকে যাওয়া জীবনের তুমি সুখের বাতাস।
আমার অন্ধকার জীবনের তুমি একমাত্র আলো।
তাইতো আমি তোমায় বেসেছি ভালো।
আমার হৃদয়ের পাখিরা আজ কাঁদে নীরবে,
তাদের ডানায় জড়ানো অজানা বিষাদ।
স্মৃতিরা আসে, চোখে বৃষ্টি হয়ে ঝরে,
আশার প্রদীপও আজ যেন ম্লান হয়ে বাদ।