এবিবি ফান প্রশ্ন- ৪৮৬ || ২০২৫ সাল কে কোন কাজ দিয়ে শুরু করবেন !
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
২০২৫ সাল কে কোন কাজ দিয়ে শুরু করবেন !
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
কে কোন কাজ করবেন, তা জানতে চাই।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
এটা নিশ্চিত এমন কোন কাজ করব যেটা মনের প্রশান্তি। বছরের শুরুতে কোন হতদরিদ্র মানুষের পাশে দাঁড়াতে পারলে সেটা সবচেয়ে বেশি ভালো লাগবে। এমনটা চিন্তাভাবনা আছে দেখা যাক সৃষ্টিকর্তা কতটুকু সেই কাজটা সফল হতে সাহায্য করেন।
একটু ঘুমবো। এতো পরিশ্রম হচ্ছে উফফ, যদিও নতুন দিনের শুরুতেই আমি ট্রেনে থাকব৷
বছরের প্রথম দিনটা যেহেতু বুধবার এবিবি চ্যারিটিতে দান করার একটি দিন তাই আমি সেখানে কিছু স্টিম দান করে নতুন বছর শুরু করতে চাই।
বাহ আপনি বেশ চমৎকার উত্তর দিয়েছেন ভাই।
অসংখ্য ধন্যবাদ ভাই।
নিয়ে চরিএ নিজের ব্যক্তিত্ব নিজের অস্তিত্ব কে পরিশুদ্ধ এবং অনন্য করে তুলতে কাজ শুরু করব। অন্যরা যেন সেই পুরাতন আমি টার জন্য আফসোস করে।
আমি তো ১০০% শিওর ২০২৫ সাল আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সাথে ডিস্কোর্ড এ একসাথে শুরু করবো! 😍😍
আর এটাও ১০০% শিওর যে আতশবাজি ফাঁটাবোও না, আগের বছর দেখতে ছাদে গিয়েছিলাম, এবার সেটাও করবো না! সবদিক থেকে আতশবাজি, ফানুশ, শব্দদূষণ করে নিউ ইয়ার সেলিব্রেশন ডিসকারেজ করবো।
এটা যেন হয়ে গিয়েছে আমাদের প্রত্যেকদিনের সকালের রুটিন। আমাদের যেন সকালটা শুরু হয় ডিস্কোর্ড সার্ভারে।
যে আনন্দে অন্য মানুষের বা অন্য পশু, পাখির ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে সে আনন্দ না করাই ভালো। অনেক সুন্দর সিদ্ধান্ত নিয়েছেন দিদি।
জ্বী আপু। কারণ এগুলোর কারনে অনেক কিছুই হয়।
২০২৫ সাল শুরু করব, প্রথমে নতুন বছরের রেজোলিউশন বানিয়ে তার পরেই তার দিকে তাকিয়ে ভাবব, "এটা আবার কী?" তারপর মজা করে সেই রেজোলিউশন ভুলে গিয়ে পুরানো অভ্যাসেই ফিরে যাব।😁😁
পুরনো অভ্যাস তাহলে বাদ দিবেন না। আবার ফিরে যাবেন।
২০২৫ সাল শুরু করবো কেক খাওয়ার মধ্যে দিয়ে,তারপর পরিকল্পনা অনুযায়ী একটি লম্বা লিস্টের রুটিন তৈরি করার কাজ দিয়ে শুরু করবো।☺️☺️
খুবই সিম্পল! ঘুম থেকে জাগার মধ্যে দিয়েই নতুন বছর শুরু করবো 😂
নিজেকে সম্পূর্ণ রূপে প্রিয় কমিউনিটি "আমার বাংলা ব্লগে" নিয়োজিত করবো।আর কোটিপতি হওয়ার ট্রায় করবো আরকি🤭🤭।যাতে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পারি।আর ব্যাচেলর ছেলেদের যেন চারটা করে বউ হয় সেই দোয়া করবো🤭🤣🤣।
আপনার দোয়াটা যেন সত্যি হয় ভাই ব্যাচেলর ছেলেদের চারটা করে বউ হোক।
অবশ্যই ভাই আমাদের সবার উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো।
আমার বাংলা ব্লগ কমিউনিটিতে সুন্দর একটি পোস্ট দিয়ে নতুন বছরের কাজ আরম্ভ করবো💙💜💞। যাতে সারা বছর সুন্দর ভাবে সকলের সাথে মিলেমিশে কাজ করতে পারি। আরেকটি কাজ হলো ঘুরতে বের হবো । যেন সারা বছর ঘুরে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারি।
ভাই আমার বাংলা ব্লগে কাজের মাধ্যমে নতুন বছর শুরু করবেন জেনে খুব ভালো লাগলো।