এবিবি-ফান প্রশ্ন- ২৩ || প্রেমের মরা জলে ডুবে না কেন?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
প্রেমের মরা জলে ডুবে না কেন?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
আমার মতে, প্রেম করা মানেই মেয়েদের হাতে অকাল মৃত্যুবরণ করা, আর মরা জিনিস জলে ডুবে না। আর জলে ডুবে গেলে এতো সুন্দর লাইন তো আমরা পেতাম না।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- উত্তর বা কমেন্টটি এডিট করা যাবে না।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই মজার হতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
নদীও তো মেয়ে,এক মেয়ের থেকে ছ্যাকা খেয়ে নদীর জলে ডুবতে যাবেন নদী তা মেনে নেবে কেন? তাই ছ্যাকা খেয়ে ডুবে মরতে গেলে নদীও রিজেক্ট করে দেয়। তাই প্রেমের মরা জলে ডোবে না।
হাহাহা, দারুন যুক্তি তো।।
ধন্যবাদ ভাইয়া।
প্রেম অমর চিরন্তন সত্য। তাই প্রেম কে বাঁচিয়ে রাখার জন্যই প্রেমের মরা জলে ডুবে না।♥♥
সত্য বলেছেন।
প্রেমে পড়া মানে তো হাবুডুবু খাওয়া। প্রেমে পড়লে অনেক ধরনের জল খাইতে হয় এত জল খাই যে নদীর পানি তাহারে দেখলে ভয় পাই।তাই নদীর পানি প্রেমের মরা মানুষকে জল ডুবাইয়া লোকাই রাখতে চাই না
নদীর পানির অনেক মায়া আছে দেখছি।
প্রম জীবিত থাকা অবস্থায় নদীর পাড়ে, পার্কে ঘোরাঘুরি করে বিশুদ্ধ বাতাস সঞ্চয় করে। যখন প্রেম মরে যায় তখন সব আদান প্রদান বন্ধ হয়ে যায়।সঞ্চয়কৃত বাতাস গুলো তখন প্রমের মরাকে ডুবতে দেয় না।
হাহাহাহা, এটা বেশ মজার ছিলো।
ধন্যবাদ ভাইয়া।
ধন্যবাদ ভাইয়া।
যে ছ্যাকা খেয়ে আক্ষরিক অর্থে মৃত, তাকে জলে ডুবিয়ে কি লাভ? তাই জল প্রেমিকের প্রতি সম্মান প্রদর্শন করে তাকে ডুবতে দেয় না।
হাহাহা, প্রেমে এতো দুঃখ। ১ মি নিরাবতা পালন করছি প্রেমিক দের জন্য।
হায় হায়, বলেন কি!
কথা সত্যি ভাই। আমি নিজে সাক্ষী।
খুবই দুঃখজনক একটি ঘটনা।
এটাও ঠিক কথা। 😌
প্রেমতো কোনদিন মরেই না, মরলে কাশেম চাচার ৮০ বছর বয়সেও মনে প্রেমের বাতাস বইতো নাহ।
আসলে প্রেমে মরলে হৃদয়টা ভেঙ্গে খানখান হয়ে যায় তাই মনটা মরে যাওয়ার সাথে তুলনা করা হয়। দেহ সত্তা ও প্রাণ সত্তা দুটোই ঠিক থাকে তাই কেউ প্রেমে মরলেও জলে ডুবে না।
বাবাগো প্রেম তো মারাত্বক জিনিস।
বাস্তবিক কিন্তু প্রেমে মরার কথা এটা ভাই।
ও প্রেন বেঁচে থাকতেও জ্বালিয়েছে। মরে গিয়েও আমাদের শান্তিতে থাকতে দিবে না। 🙄
হাহাহাহাহা,
প্রেম অমর তাই জলে ডুবে না।
প্রেম আবার অমর হয় না কি?
হয়না বুঝি!!
লায়লি -মজনু,শিরি-ফরহাদ,রাধা--কৃষ্ণ এরকম কত অমর প্রেমগাথা আমাদের আছে!