এবিবি ফান প্রশ্ন- ৩২১ || অন্যের সুখে এত জ্বলে কেন সবার?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
অন্যের সুখে এত জ্বলে কেন সবার?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
পাবনা থেকে পালিয়ে এসেছে বলেই জ্বলে।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
সুখ জিনিসটাই বড়ই অদ্ভুত। কেউ সুখে থাকলে অন্য জনের জ্বলে। এমনকি ঘরের বউও তার স্বামী বেশি সুখ দেখতে পারে না,বেশি সুখে থাকলে সেও জ্বালে ওঠে।
অন্যের সুখে সবার জ্বলে না।অন্যের সুখ দেখলে তাদেরই জ্বলে সুখকে ধরে রাখার ক্ষমতা যারা জানে না।আর বাকিরা সুখ দেখলে এপ্রিসিয়েট করে।
যাদের সুখে থাকতে ভূতে কিলায় তাদের অন্যের সুখ ভালো লাগে নাহ সেই জন্য জ্বলে। 🤩🤩
আসলেই বন্ধু তুমি একদম সত্যি বলেছো বেশ ভালো লাগলো তোমার উত্তর দেখে।
কুত্তার পেটে যেমন ঘি হজম হয়না ঠিক তেমনে কিছু মানুষেরও অন্যের সুখ তাদের হজম হয়না। এটা অনেকেরই মূদ্রা দোষ। যারা অন্যের সুখে জলে তারা কখনো প্রকৃত সুখী হতে পারেনা।
মানুষ নিজেকে নিয়ে যখন সন্তুষ্ট থাকে না, তখনই কিছু কিছু মানুষ অন্যের সুখে জ্বলে। তবে অনেকে বার আনন্দও পায়। অপ্রাপ্তিই মানুষকে অন্যের সুখে জ্বালায়।
সত্যি আপু মানুষ নিজেকে নিয়ে সন্তুষ্ট থাকে না। তাইতো অন্যের সুখ দেখে জ্বলে যায়। দারুন বলেছেন আপনি।
অন্যের সুখ মনে হয় গ্রামীণফোনের ফোরজি নেটওয়ার্ক! এজন্য আপন শক্তিতে জ্বলে ওঠে।হিহি😂😂 তাছাড়া অন্যের সুখ দেখলে হঠাৎ করেই নিজের বউয়ের মুখটা চোখের সামনে ভেসে ওঠে, এই জন্য আরো বেশি জ্বলে ওঠে।
আসলেই দাদা আপন শক্তিতে জ্বলে ওঠে পরের সুখ দেখলেই।
কারণ বর্তমানে মানুষের চাহিদা উর্ধমুখী। তাই আধুনিক যুগে নিজের সুখে না জ্বললেও অন্যের সুখে ঠিক হ্যারিকেন জ্বালাতে চায় মানুষেরা।ফলে কেরোসিন কেনার টাকাও বেঁচে যায়।☺️☺️
নিজের সুখ ছাড়া অন্যের সুখ কারোরই সহ্য হয় না। কারণ একজন মানুষ চায়না তার থেকে বেশি সুখী কেউ হোক। আর যখনই একজনের থেকে আরেকজন বেশি সুখী হয় তখন সেই মানুষটা জ্বলতে থাকে🔥। মানুষ অন্যের দুঃখে হাসে বেশি, আর অন্যের সুখে জ্বলে বেশি।
মানুষের স্বভাব হচ্ছে, অন্য কারো সাথে নিজেকে তুলনা করা। প্রতিনিয়ত বিভিন্ন জিনিস নিয়ে তুলনা করতেই থাকে। যখন দেখা যায় তুলনামূলক অপর মানুষটি একটু ভালো রয়েছে তখন তার খারাপ লাগতে শুরু করে। কিন্তু এটা একদমই উচিত নয়। প্রতিটি মানুষের রিজিকসহ সবকিছু উপর ওয়ালা প্রদত্ত। তাই সবকিছু নিয়ে সন্তুষ্ট থাকা উচিত এবং অন্যের ভালো থাকায় আনন্দিত হওয়া উচিত।
একদম সত্য কথা বলেছেন ভাইয়া।
এই বিষয় সম্পর্কে আমার জানা নেই। কারণ কেউ যদি ভালো থাকে, তাহলে আমার অনেক ভালো লাগে।
তাইতো কেউ যদি ভালো থেকে থাকুক। আমার তাতে সমস্যা কোথায়?