"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৫৪৭ [ তারিখ : ১৭.০১.২০২৫ ]
গত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়েছে। ৫৪৬ তম রাউন্ড শেষে আজ ১৭ জানুয়ারি ২০২৫, ৫৪৭ তম রাউন্ড এর আর্টিকেল পাবলিশ করা হবে। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার-@purnima14
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার-@purnima14
অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ
অথরের নামঃপূর্ণিমা বিশ্বাস। জাতীয়তাঃ বাংলাদেশী। পেশাঃ ছাত্র। বর্তমানে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে সিভিল টেকনোলজিতে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছেন । তিনি ভ্রমণ করতে, কবিতা লিখতে ও আবৃত্তি করতে, গান শুনতে, যেকোনো ধরনের রেসিপি তৈরি করতে ও প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করেন । স্টিমিট ক্যারিয়ারঃ ২০২৪ সালের জানুয়ারি মাসে তিনি স্টিমিটে যুক্ত হন।
এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি:
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল:
শীতের রাতে টাটকা খেজুরের রস খাওয়ার অনুভূতি। ( Publish: 16.01.2025 )
শীতের রাতে টাটকা খেজুর এর রস খাওয়া এক দারুণ অভিজ্ঞতা। এ যেনো সময়ের সাথে সাথে বহু বছর ধরে গ্রাম বাংলার সংস্কৃতির সাথে খেজুর এর রস খাওয়ার বিষয়টা গভীরভাবে জড়িয়ে রয়েছে, সেটা শীতের রাতে হোক বা সকালে হোক। শীতের সকালে বলুন বা রাতে বলুন, গাছের থেকে খেজুর এর রসের হাড়ি নামিয়ে টাটকা কাঁচা রস খাওয়ার মধ্যে এক আনবদ্য আনন্দ রয়েছে। আমিও এক সময়ে গ্রামের দিকে থাকার সময়ে এইরকম গাছের থেকে নামানো টাটকা রস খেয়েছি, ফলে এই দারুণ অনুভূতিটা আমি অনুভব করেছি এক সময়ে।
এখন শহরের জীবনে এই অনুভূতিটা আর ইচ্ছা থাকলেও হয়ে ওঠে না। কুয়াশাছন্ন শীতের সকালে বা রাতে খেজুর গাছ থেকে তাজা রস সংগ্রহ করার মধ্যে যেমন একটা আলাদা আনন্দ রয়েছে, তেমনি রস খাওয়ার মুহুর্তগুলো যেনো আলাদা স্মৃতি হিসেবে রয়ে যায়। তাছাড়া এই শীতে খেজুর এর রসের যে মিষ্টি স্বাদ রয়েছে তা যেনো শীতল পরিবেশের মধ্যে আরো বেশি উপভোগ্য হয়ে ওঠে। তবে রস জ্বালিয়ে খেলে এর মিষ্টতা আরো বেশি উপভোগ করা যায়, এইগুলো শীতের সকালে সব গ্রাম্য পরিবেশে রাস্তার পাশে জ্বাল দিতে দেখা যায়। তবে এই রস জ্বাল না দিয়ে কাঁচা খাওয়া উপকার।
কিন্তু একটা ভয় থেকে যায় নিপা ভাইরাস এর, এইজন্য জ্বাল দিয়ে খাওয়াও এক দিক থেকে সেফ। তবে যাইহোক, এই খেজুর এর রস শুধু পানীয় হিসেবে আমরা খেয়ে থাকি, তা কিন্তু নয়। এটা আমাদের বাঙালিদের সংস্কৃতির একটি অনবদ্য অংশ। আরো একটা বিষয় হলো, গ্রামীণ প্রাকৃতিক পরিবেশে গাছিদের গাছ কেটে তার থেকে রস সংগ্রহ করার পদ্ধতি স্বচক্ষে দেখার মধ্যেও একটা অন্যরকম অনুভূতি ছিল, আমি নিজেও এটা দেখতে অনেক আনন্দ উপভোগ করতাম। যাইহোক, এই পোস্টটা দেখে আমার সেই একসময়-এর স্মৃতির কথা মনে পড়ে গেলো। পোস্টটা ভালো লেগেছে, এইরকম একটা বিষয় তুলে ধরা হয়েছে লেখার মাধ্যমে।
ধন্যবাদ সবাইকে।
আমার পোস্ট ফিচারড আর্টিকেল হিসেবে নির্বাচিত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। শীতের সময় খেজুরের রস খাওয়ার আলাদাই অনুভূতি।গ্রামবাংলা এরকম গাছ কেটে রস বের করার প্রচলন অনেক আগে থেকেই। শীতের রাতে এরকম রস খেয়ে সত্যি অনেক ভালো লেগেছিলো। আমার পোস্টটি ফিচারড হয়েছে সেটা দেখে আরও বেশি ভালো লাগছে।এই পোস্টটি দেখার পর আমি অনেক খুশি হয়েছি।
আজকের এই ফিচারড আর্টিকেলে পূর্ণিমা আপুর পোস্ট দেখে অনেক ভালো লাগলো। শীতের রাতে অথবা সকালে খেজুরের রস খাওয়ার মজাটা আসলেই আলাদা। তিনি অনেক সুন্দর একটা অনুভূতি আমাদের মাঝে শেয়ার করেছেন। যেটা দেখে আমার অনেক ভালো লেগেছে। এই পোস্ট ফিচারড হিসেবে মনোনীত করার জন্য ধন্যবাদ।
খুবই সুন্দর একটা পোস্ট দেখেছি আজকের এই ফিচার্ড আর্টিকেলে। যা আমার কাছে অনেক ভালো লেগেছে। পূর্ণিমা আপু অনেক সুন্দর একটা অনুভূতি এই পোস্টের মাধ্যমে আমাদের মাঝে শেয়ার করেছে। পোস্টটা যদিও দেখিনি, তবে ফিচার্ডে দেখে ভালো লাগলো।
ফিচারড আর্টিকেলে পূর্ণিমা আপুর পোস্টটি দেখে অনেক ভালো লাগলো।শীতের সময় খেজুরের রস খাওয়ার মজাই আলাদা। আপু বেশ দারুন ভাবে অনুভূতি আমাদের মাঝে উপস্থাপন করেছে। ধন্যবাদ পোস্টটি ফিচারড আর্টিকেলে মনোনীত করার জন্য।
শীতকালে খেজুরের রস খাওয়া বাঙালির গ্রামীণ ঐতিহ্য এর সাথে বহুবছর থেকেই মিশে আছে! আমরা যারা শহরে থাকি, বেশ মিস করি। তবে আবার ওই যে গত কয়েকবছর ধরে ভাইরাসের ভয়টাও থাকে বৈ কি! পূর্ণিমা আপুর পোস্ট টি আজকের ফিচার্ড আর্টিকেল এ দেখে ভীষণ ভালো লাগলো।
আজকের ফিচারড আর্টিকেল পোস্ট দেখে অনেক ভালো লাগলো। শীতের সময় খেজুরের রস খেয়ে অনেক ভালো লাগে। এটা এক অন্যরকমের অনুভূতি। দারুন একটি পোস্ট আজকের ফিচারড আর্টিকেলের জন্য নির্বাচিত করা হয়েছে।