"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৫৭৬ [ তারিখ : ১৮-০২-২০২৫]


Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @nipadas


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

লেখিকা: নিপা দাস। জাতীয়তা: ভারতীয়। বর্তমানে গৃহিণী। কলা বিভাগে স্নাতক পাস করেছেন। সেই সাথে করেছেন মেকআপের কোর্স। তাই তার দুটো পরিচয়, মেকআপ আর্টিস্ট এবং গৃহিণী। উনি একা থাকতে ভালোবাসেন আবার বন্ধু, বান্ধব আত্মীয়, স্বজনের সাথে গল্প করতেও খুব ভালোবাসেন। আবেগ প্রবন হওয়ার কারণে যেকোনো পরিবেশ উপভোগ করেন। অবসর সময়ে ইউটিউবে বিভিন্ন ধরনের রহস্যময় গল্প শুনতে পছন্দ করেন। তার জীবনের আরেকটা শখ বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

1000097193.jpg


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


1000097191.jpg

প্রয়োজনের সম্পর্ক। by @nipadas (তারিখ: 18.02.2024 )

সম্পর্ক খুবই পবিত্র একটি জিনিস। কিছু কিছু সম্পর্ক আমাদের হঠাৎই তৈরি হয়ে যায় এবং দীর্ঘমেয়াদী চলতে থাকে। কিছু কিছু সম্পর্ক হঠাৎ তৈরি হয় আবার হঠাৎ নষ্ট হয়ে যায়। আবার কিছু কিছু সম্পর্ক আছে যা দীর্ঘ মেয়াদে অর্থাৎ অনেক সময় ধরে সামনে থেকে ধীরে ধীরে তৈরি হয় এবং দীর্ঘমেয়াদে চলতে থাকে বা অনেক ক্ষেত্রে অল্প সময় পরেই নষ্ট হয়ে যায়। আসলে সম্পর্ক বিভিন্নভাবে তৈরি হয় এবং বিভিন্নভাবে নষ্ট হয়ে যায় আবার থেকেও যায়। কিন্তু যেসব সম্পর্ক আমাদের জীবনে ভালো প্রভাব ফেলে বা আমাদের মনে অনেক বেশি জায়গা করে সেই সম্পর্ক গুলো অনেক বেশি সুন্দর হয়ে থাকে। এবং সে সম্পর্কের মানুষগুলো অনেক বেশি স্পেশাল হয়ে থাকে। কিন্তু এই পৃথিবীতে এমনও অনেক মানুষ আছে যারা সম্পর্ক কি জিনিস বা সম্পর্কের মান কতটা সেটা তারা বোঝেই না। কারণ তারা এ সম্পর্কে সম্মান করতে জানে না। যে সব ব্যক্তি সম্পর্কে সম্মান করতে পারে না তারা দেখা যায় সম্পর্ক বিভিন্ন স্বার্থের কারণে তৈরি করে থাকে। স্কুল জীবনে দেখা যায় কিছু কিছু বন্ধু থাকে যারা শুধুমাত্র পরীক্ষার আগে সাহায্য নিতে অথবা প্রয়োজনীয় পড়াশোনা কোনরকম সাজেশন নিতে বন্ধুত্ব করে।...


আমরা সমাজে নানান ধরনের মানুষ দেখতে পাই, কিছু ভালো আর কিছু মন্দ। তাদের মধ্যেই এক বিশেষ ধরনের মানুষ আমাদের প্রত্যেকের জীবনেই দেখতে পাই, সেটা হলো প্রয়োজনের বন্ধুত্ব করতে আসা। ওই সুখের পায়রার এক প্রজাতি আরকি। এই সমস্ত মানুষের নিজের প্রয়োজন হয় তখন ঠিক আপনার কাছে জুটে যাবে আবার যখন তাদের প্রয়োজন ফুরিয়ে যাবে সেই সময় আপনার থেকে অনেক দূরে সরে যাবে। কিছু সময় আপনার ক্ষতিসাধন করেই। এরা এমন চিন্তাভাবনা নিয়েই আসেই যে, আপনার কাছ থেকে তারা কিছু পাবে। যখন সেই পাওয়াটা মিটে যাবে, তখন পালিয়ে যাবে। সমাজের সেই সমস্ত মানুষ এবং সেই সমস্ত সম্পর্ককে নিয়েই একটি ব্লগ আজকের বেস্ট ফিচার্ড ব্লগ।

আমাদের জীবনে প্রত্যেকেই এমন অনেক সম্পর্ক পেয়েছি যেগুলোতে অপর দিকের মানুষটি নিজের সুবিধার্থেই আপনার সাথে সম্পর্ক তৈরি করেছে এবং কাজ ফুরিয়ে পরে সরে গেছে। তবে বেশিরভাগ সময়ে আপনাকে ঠকিয়ে এবং ক্ষতি করে। তাদের থেকে বাঁচার উপায় লেখিকার নিজেই দিয়েছেন। এবং তার সাথে আমি সহমত। কোনো মানুষের সাথে সম্পর্ক তৈরি করার আগেই তাকে পরখ করে নেওয়াটা আমাদের উচিত। যেহেতু ঈশ্বর মস্তিষ্ক দিয়েছেন, সেই জন্য মানুষ বিবেচনা করতে পারাটা আমাদের শেখা উচিত। তাহলে এই সমস্ত সুবিধাবাদী লোকেরা সহজে আমাদের মাঝে জায়গা করে নিতে পারবে না।


1000097191.jpg

ছবিটি @nipadas এর ব্লগ থেকে নেওয়া হয়েছে।

ধন্যবাদ সবাইকে।

Sort:  
 3 days ago 

আসলে এই ধরনের মানুষগুলো নিজেদের স্বার্থের জন্য সম্পর্ক তৈরি করে। আর স্বার্থ ফুরিয়ে গেলে তারাও চলে যায়। আর আমরাও তাদেরকে হয়তো অনেক আপন ভেবে ফেলি। কিন্তু তারা যখন স্বার্থ ফুরিয়ে গেলে চলে যায় তখন আমরা বুঝতে পারি। বর্তমান সমাজে এরকম মানুষ গুলো কিন্তু অনেক বেশি রয়েছে। আমরা আমাদের আশে পাশে তাকালেও এরকম অনেক জনকে দেখতে পাই। যাইহোক এই পোস্টটা ফিচার্ড হিসেবে মনোনীত করার জন্য ধন্যবাদ।

 3 days ago 

এই ফিচার্ড আর্টিকেলে অনেক সুন্দর একটা পোস্টে দেখেছি। আর এই পোস্ট টার মধ্যে একেবারে বাস্তবতাকে তুলে ধরা হয়েছে। সম্পর্ক নিয়ে এখন বেশিরভাগ মানুষ খেলা করে। কারণ কিছু কিছু মানুষ শুধুমাত্র স্বার্থের জন্য অর্থাৎ প্রয়োজনে সম্পর্ক করে। এই পোস্টটি ফিচারড হিসেবে সিলেক্ট করা হয়েছে দেখেই তো ভালো লেগেছে।

 yesterday 

ফিচারড পোস্টের জন্য দারুন একটি পোস্ট মনোনীত হয়েছে। প্রতিদিন ভালো ও কোয়ালিটি পোস্টগুলো থেকে একটি পোস্টফিচারড পোস্টে জায়গা করে নেয় এবং সেটি ভাল সাপোর্ট পায় এটি আসলে সবার জন্য একটি অনুপ্রেরণার বিষয়। অনেক অনেক ধন্যবাদ ।