"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৪৮৬ [তারিখ : ১৩-১১-২০২৪]


Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @sabbirakib


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ
**অথরের নাম মুহাম্মদ সাব্বির আকিব। জন্মসূত্রে তিনি একজন বাংলাদেশি। জেলাঃ চাঁদপুর, থানাঃ ফরিদগঞ্জ। তিনি বর্তমানে ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া থানাধীন দক্ষিণ গাজীরচট নামক স্থানে বসবাস করেন। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে রসায়নে স্নাতক (সম্মান) সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি একটি ফার্মেসিতে ফার্মাসিস্ট হিসাবে কর্মরত রয়েছেন। তিনি বিবাহিত এবং একটি পুত্র সন্তানের জনক। তিনি স্টিমিট প্লাটর্ফমে যোগদান করেছেন ২০২৪ সালের জুন মাসে।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

sr.png


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


lklydthgvbj.png

পুশ কয়েনের বর্তমান মার্কেট পরিস্থিতি - ব্যক্তিগত পর্যবেক্ষণ by @sabbirakib (তারিখ ১৩-১১-২০২৪)

আসালামুআলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজ আমি আবার $PUSS কয়েন নিয়ে কিছু কথা বলব। মূলত পুশ কয়েন নিয়ে আমার ব্যক্তিগত এনালাইসিস আপনাদের সামনে উপস্থাপন করব। পুশের সার্বিক সাফল্য এবং কয়েনকে আরো মূল্যবান করার জন্য #PUSSfi টিমের পক্ষ থেকে বেশ কয়েকটি উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল PUSS Burn কনটেস্ট। উল্লেখযোগ্য সংখ্যক মানুষ পুষ বার্ন কন্টেস্টে অংশ নিয়েছে। এট আসলেই খুব ভালো এবং ইফেকটিভ উদ্যোগ। এবার আমি মার্কেটের সার্বিক অবস্থা নিয়ে কথা বলতে চাই। গত কয়েকদিন যাবৎ পুশের দাম $০.০০২৯ এ আটকে ছিল। কিন্তু আজ সেই অবস্থা থেকে মূল্যবৃদ্ধি শুরু হয়েছে এবং পুশের দাম উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে, প্রায় ১০ শতাংশ। গত ২৪ ঘন্টায় ২৯০০০ ডলার মূল্যের পুশ কয়েন ক্রয়-বিক্রয় হয়েছে। আশার কথা হচ্ছে, এরমধ্যে প্রায় ১৫ হাজার ডলার এর পুশ কয়েন কেনা হয়েছে, বিপরীতে ১৩০০০ ডলার মূল্যের পুশ কয়েন বিক্রি হয়েছে। ১৯ জন বায়ার ২৮৩ ধাপে পুশ কয়েন কিনেছে। বিপরীতে ১৩ জন সেলার ১৯৯ ধাপে পুশ কয়েন বিক্রি করেছে। সার্বিক মার্কেট বিবেচনায় পুশের বায়ার বেড়েছে যা আমাদের জন্য খুবই ভালো খবর। তাছাড়া ক্রিপ্টো মার্কেটে এখন ইনভেস্টমেন্টের হিড়িক লেগেছে এবং মিম কয়েনগুলোর প্রতিও মানুষের আগ্রহ বেড়েছে। খুব শীঘ্রই আমরা পুশ কয়েনের প্রতিও বড় বড় ইনভেস্টরদের আগ্রহ দেখতে পাবো।…


আজকে ফিচার্ড পোস্ট সিলেক্ট করতে গিয়ে বেশ কয়েকটি দারুন সব পোস্ট আমি দেখতে পেয়েছি। তবে এর মধ্যে $PUSS COIN সম্পর্কিত সাব্বির আকিব ভাইয়ের এই পোস্টটি আমার কাছে বেশ দারুন লেগেছে। তিনি বর্তমানে পুশ কয়েনের অবস্থা এবং এরা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও আমাদের মাঝে বিশেষ কিছু ডাটা শেয়ার করেছেন। গত কয়েক দিনে কেমন বাই সেল হয়েছে, এর সম্ভাবনা কেমন। যেগুলো আসলে এই কয়েনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সাধারণ ইউজারদেরও এই বিষয়ে জানা অত্যাবশ্যক বলে আমি মনে করি।

সাব্বির ভাই এই কমিউনিটির একজন লেভেল তিনের মেম্বার। ব্লগিং হিসেবে যাত্রা শুরু করেছেন খুব বেশি সময় হয়নি কিন্তু তারপরও তিনি অনেক একটিভলি ভাবে কাজ করে যাচ্ছেন। তিনি তার অ্যাক্টিভিটিসের মাধ্যমে তার এই নিজের অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছেন। তিনি সব সময় এই কমিউনিটিতে কোয়ালিটি ফুল পোস্ট করে থাকেন। তিনি আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়তই বিভিন্ন ধরনের পোস্ট করে যাচ্ছেন। এর মধ্যে ফটোগ্রাফি পোস্ট, ট্রাভেলিং, আর্ট পোস্ট এছাড়াও ডাই প্রজেক্ট অন্যতম। এছাড়াও তিনি বিভিন্ন ধরনের ইউনিক ইউনিক রেসিপি আমাদের মাঝে শেয়ার করেন। কমিউনিটির যে সমস্ত মেম্বার তাদের চমৎকার সব সৃজনশীলতা দিয়ে কমিউনিটিকে সমৃদ্ধ করে চলেছেন তিনি তাদের মধ্যে একজন।

যেহেতু পুশ আমাদের নিজস্ব পোজেক্ট তাই। এই কয়েনের প্রমোশন এবং বিস্তারিত বিষয়বস্তু নিয়ে আমাদের জানা দরকার। এই বিষয়গুলো নিয়ে আমাদেরকে একটু ঘাটাঘাঁটি করা দরকার, যে বিষয়টি সাব্বির ভাই করেছেন। আমি মনে করি আমাদের কমেন্টের সকলকেই এই বিষয়ে একটু সচেতন করার জন্য সবার কাছেই এই পোস্টটি পৌঁছানো দরকার। তাই এই পোস্টে আজ ফিচার্ড পোস্ট হিসেবে মনোনীত করা হলো।


sfsd.jpeg

ছবিটি @sabbirakib এর ব্লগ থেকে নেওয়া হয়েছে।

ধন্যবাদ সবাইকে।

Sort:  
 9 days ago 

সাব্বির ভাই এর পুশ সম্পর্কিত পোস্টটি ফিচার্ড আর্টিকেলে যুক্ত করা হলো।পোস্টটি পড়ে অনেক কিছু জানলাম মার্কেট সম্পর্কে,ধন্যবাদ।

 9 days ago 

সাব্বির ভাইয়ার বেশ দারুণ একটি পোস্ট ফিচারড আর্টিকেলে সিলেক্ট করা হয়েছে দেখে অনেক ভালো লাগলো।পুশ কয়েনের বর্তমান মার্কেট পরিস্থিতি সম্পর্কে ওনার পোষ্টে বেশ দারুন ভাবে লিখেছেন পড়ে অনেক কিছু জানতে পারলাম।ধন্যবাদ পোষ্টি ফিচার্ড আর্টিকেলে মনোনীত করার জন্য।

 9 days ago 

আজকের ফিচারড আর্টিকেল পোস্ট দেখে অনেক ভালো লাগলো। সাব্বির ভাইয়া অনেক সুন্দর করে Puss মার্কেট নিয়ে লিখেছেন আর এই পোস্ট খুবই গুরুত্বপূর্ণ। আমার কাছে ভীষণ ভালো লাগলো দেখে।

 9 days ago 

ফিচার্ড পোস্ট হিসাবে আমার লেখাটি প্রকাশ করায় ভীষণ ভালো লাগছে। এটিই আমার প্রথম পোস্ট যা ফিচার্ড করা হয়েছে। পুশ নিয়ে আমার আগ্রহ অনেক। যদিও আমার বেশি কয়েন হোল্ড করা নাই, কিন্তু পুশ নিয়ে এনালাইসিস করতে আমার ভালো লাগে। এটা আমার তৃতীয় এনালাইসিস পোস্ট পুশ নিয়ে। ধন্যবাদ, সিলেক্ট করার জন্য।

 9 days ago 

ভীষণ জরুরী একটি পোস্ট ফিচার হয়েছে৷ এখন পুসের যেরকম মার্কেট সেখানে এই ধরণের অ্যানালিসিস খুবই প্রয়োজনীয় পোস্ট৷ আমি পড়েছি ওনার পোস্ট৷ খুব সুন্দর করে গুছিয়ে লিখেছেন। আপনাকে ধন্যবাদ এমন একটি পোস্টকে ফিচার করার জন্য৷

 8 days ago 

আজকের এই ফিচারড আর্টিকেলে অনেক গুরুত্বপূর্ণ একটা পোস্ট দেখলাম। সাব্বির ভাইয়া অনেক সুন্দর করে এই বিষয়টা উপস্থাপন করেছেন সবার মাঝে। এগুলো সবার জন্য জানাই অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই পোস্টটা ফিচারড হিসেবে মনোনীত করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 8 days ago 

অনেক গুরুত্বপূর্ণ একটা পোস্ট ফিচারড হিসেবে মনোনীত করা হয়েছে। এটা দেখেই তো আমার কাছে অনেক ভালো লাগলো। এই পোস্টটা সত্যি খুব গুরুত্বপূর্ণ ছিল। পুশ মার্কেট নিয়ে অনেক সুন্দর করে সাব্বির ভাই এই পোস্টটা লিখেছেন। পোস্টটাতে ফিচারড আর্টিকেল হিসেবে মনোনীত করার জন্য ধন্যবাদ জানাই।