"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড # ৬০৫ [ তারিখ : ২৪ - ০৩ - ২০২৫ ]

Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @shapladatta


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

অথরের নামঃ হৈমন্তী দত্ত । জাতীয়তাঃ বাংলাদেশী। শখঃ বাগান করাও নিরবে গান শোনা,শপিং করা। তাঁহার ভালো লাগে নীল দিগন্তে কিংবা জোস্না স্নাত খোলা আকাশের নিচে বসে থাকতে। বৈবাহিক অবস্থান- বিবাহিত। স্টিমেট ব্লগিং ক্যারিয়ার শুরু- ২০২৩ সালের এপ্রিল মাসে।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

image.png


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


শাহী টুকরা রেসিপি। by @shapladatta( date 22.03.2025 )

রোজার মাসে সবচেয়ে ভালো কাজ কি যদি আমাকে জিজ্ঞেস করা হয়। তাহলে আমার কাছে মনে হয় যে অন্য মানুষদেরকে ইফতার করানো সবচেয়ে ভালো এবং পুণ্যের কাজের মধ্যে অন্যতম। তো আজকে তেমন একটি লেখা চোখের সামনে আসাতে ভাবলাম যে এটাকে ফিচার্ড আর্টিকেল হিসেবে মনোনীত করা যাক। আর এতে করে এটা অনেকেই দেখার সুযোগ পাবে অর্থাৎ এই লেখাটি। তো সে কারণেই আসলে এই লেখাটিকে আজকে মনোনীত করা। রোজা মানে শুধুই মাত্র উপোস থাকা নয়। আমাদের অনেকের মধ্যেই একটা ভুল ধারণা রয়েছে যে রোজা মানে হলো শুধুমাত্র না খেয়ে থাকা কিংবা একটা সময় পর্যন্ত না খাওয়ার বাধ্যবাধকতা। কিন্তু এটা মোটেও এমন নয়। রোজা মানে হলো গরিব দুঃখীদের কষ্ট বোঝা। আমরা না খেয়ে থাকতে পারি কিনা সেটা ফিল করা অর্থাৎ আমাদের চারপাশের গরিব মানুষেরা কি করে দিনের পর দিন না খেয়ে থাকতে পারে ,তাদের কষ্ট ফিল করা এবং শুধু তাই নয় নিজেকে সংযত রাখা।কারণ খাবার আমাদের অনেক বড় একটি চাহিদা বলা চলে। আমরা যদি খাবারের কাছ থেকে আসলে নিজেদের একটু দূরে রাখতে পারি কিংবা নিজেদের আটকে রাখতে পারি। তাহলে কিন্তু আমরা আমাদের অন্যান্য চাহিদার কাছ থেকেও নিজেকে কিছুটা হলেও সংযত রাখতে পারবো। শুধুমাত্র যে খাওয়া থেকেই নিজেকে সংযত করে রাখার মানে রোজা ব্যাপারটি তেমন নয়। রোজা মানে হলো সকল খারাপ কাজ, সকল অন্যায় থেকে নিজেকে দূরে রাখা।কারণ এই মাসটিতে সৃষ্টিকর্তা শয়তানকে বেঁধে রাখেন। তো সে ক্ষেত্রে আসলে আমরা যদি নিজেদের মন পবিত্র রাখতে পারি। সে ক্ষেত্রে অবশ্যই রোজার মহিমা আমরা বুঝতে পারবো এবং রোজার যে মাহাত্ম্য সেটা বুঝতে পারবো । রোজার মাসে অন্যদের খাওয়ানো অনেক মহৎ একটি কাজ এবং আমি এটাই মনে করি যে ,রোজার সময় আসলে আমাদের চারপাশের মানুষদের কিংবা আমাদের আত্মীয়-স্বজন সকলকেই আমাদের যতটুকু সামর্থ্য ততটুকু অনুযায়ী খাবার পাঠানো উচিত কিংবা খাওয়ানো উচিত।এতে মনের তৃপ্তিও আসে প্রচন্ড।--


আমাদের কমিউনিটিতে প্রতিনিয়ত প্রচুর পরিমাণ রেসিপি পোস্ট করা হয় । বেশ ভালো ভালো কিছু রেসিপি পোস্ট আজকেও হয়েছে । তার মধ্যে হৈমন্তী আপুর রেসিপি আমার অনেক ভালো লেগেছে । ব্যক্তিগতভাবে ওনার সকল পোস্টটি বেশ ভালো লাগে তবে , আজকে যে রেসিপিটি উনি তৈরি করেছেন সেটি অনেক ভালো ছিল । উনার রেসিপিটির নাম শাহী টুকরা রেসিপি । খুব সহজেই আপুর স্টেপ গুলো অনুসরণ করে, তৈরি করতে পারবেন । এই রেসিপি টি , অনেক মজা ও হবে আশা করি।

সবদিকে বিবেচনা করে তাই এ পোস্টটি কে আজকের ফিচারড আর্টিকেল হিসেবে নির্বাচন করা হলো ।


ছবিটি হৈমন্তী আপুর ব্লগ থেকে নেওয়া হয়েছে।

ধন্যবাদ সবাইকে।

Sort:  
 4 days ago 

ঘুম থেকে চোখ খুলেই যখন দেখতে পেলাম আমার শাহী টুকরা রেসিপিটি ফিচারড আর্টিকেল হয়েছে তখন মনটা আনন্দে নেচে উঠলো।ভীষণ সুস্বাদু এই শাহী টুকরা রেসিপিটি। ধন্যবাদ আমার বাংলা ব্লগের প্রতিটি ফাউন্ডার মডারেটর এডমিন ও সদস্যকে।

 4 days ago 

আজকের এই ফিচার্ড আর্টিকেলে অনেক সুন্দর একটা পোস্ট দেখলাম। এরকম মজার মজার রেসিপি গুলো দেখলে সত্যি খুব ভালো লাগে। দেখে তো মনে হচ্ছে এই রেসিপিটা অনেক বেশি সুস্বাদু ছিল। অনেক ধন্যবাদ এই পোস্টটা ফিচারড আর্টিকেল হিসেবে সিলেক্ট করার জন্য।

 2 days ago 

বেশ লোভনীয় একটি পোস্ট ফিচারড আর্টিকেলে সিলেক্ট করা হয়েছে। রেসিপিটি দেখতে যেমন লোভনীয় লাগছে খেতেও নিশ্চয়ই খুব সুস্বাদু ছিল। অনেক ধন্যবাদ লোভনীয় একটি রেসিপি ফিচার্ড আর্টিকেলে সিলেক্ট করার জন্য।