"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৪০২ [ তারিখ : ২১.০৮.২০২৪ ]


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @razuan12


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

অথরের নাম - রেজুওয়ান আহমেদ।স্টিমিট আইডি - razuan12। শিক্ষাগত যোগ্যতা - অনার্স ফার্স্ট ইয়ার এ পড়াশোনা করছেন।বাসস্থান - মেহেরপুর জেলার গাংনী থানার বামুন্দীতে।বৈবাহিক অবস্থা - বিবাহিত ।পছন্দ করেন ঘুরোঘুরি,খাওয়া দাওয়া,ফটোগ্রাফী সহ ইত্যাদি।স্টিমিট এ জয়েন করেছেন ২০২১ সালের ফেব্রুয়ারী মাস এ।বর্তমানে উনার স্টিমিট জার্নির বয়স প্রায় সাড়ে তিন বছর প্লাস চলমান।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

Screenshot_2024-08-21-00-18-26-202-edit_com.android.chrome.jpg


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7ymc2jTXtYmUJC4rXdADMgTExqRqbgPP13NDTPfEXsG17CMW4gNBXwMVBwPdyS9pD2yR59EQZTHr1AGT2h6FgyxwCsfcVt.jpeg

লাইফস্টাইল পোস্ট ||তার জন্মদিন উপলক্ষে বিকেলে একটু ঘুরতে যাওয়া... @razuan12 (20/08/2024 )

আপনারা সকলে কেমন আছেন?আশা করি ভাল আছেন। আমিও ভাল আছি। তো আজকে আমি আপনাদের মাঝে আজকে দৈনন্দিন জীবনের মুহূর্ত নিয়ে হাজির হয়েছি।সময় যখন খারাপ যায় চারিদিক দিয়ে খারাপ যায়। একটা জব করতাম ওটাতে আবার জয়েন করেছিলাম অতঃপর ওটা থেকেও বিতাড়িত করে দিল। খুবই খারাপ লাগতেছে এখন।যাই হোক সৃষ্টিকর্তার প্রতি ভরসা রাখছি অবশ্যই সামনে ভালো কিছু হবে প্রিয় মানুষটির জন্মদিন উপলক্ষে..


আজকে এবিবি ফিচার্ড পোস্ট বাছাই করার সময় উনার এই পোস্টটি নজরে আসাতে ভাবলাম, এই পোস্টটিকে আজকের এবিবি ফিচার্ড হিসেবে নির্বাচন করা যাক। তবে এই পোস্টটিকে এবিবি ফিচার্ড করার একটা কারণ রয়েছে এবং কারণটি হলো, দেখলাম উনি উনার প্রিয়তমার জন্যেই পোস্টটি করেছেন। অর্থাৎ উনার প্রিয়তমাকে ঘিরেই। তো আমরা ভাবলাম যে আমাদের পক্ষ থেকে এটা না হয় উনার প্রিয়তমার জন্য একটা গিফট হোক।

সম্পর্ক বেঁচে থাকে মূলত ভালো থাকায়।আর ভালো থাকাটা বেশিরভাগ সময় আমরা দেখি স্বামী স্ত্রীর মধ্যে আর থাকে না। কারণ বিভিন্ন পারিপার্শ্বিক সমস্যা,সংসারের অশান্তি, টানাপোড়েন ইত্যাদি ইত্যাদিতে আসলে দুজন মানুষ আর ভালো থাকতে পারে না, সেটা চাইলেও পারেনা। সেই জায়গা থেকে যদি তারা কিছুটা সময় নিজেদের জন্য বের করে একটু নিজেদেরকে সময় দেয়। তাহলে আমি মনে করি এতে সম্পর্কের অনেক বেশি উন্নতি হয়।

সে সাথে উনার ওয়াইফ কে জানাই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি দুজনে মিলে আজীবন খুব ভালো থাকবে এবং ফটোগ্রাফি গুলো বেশ ভালো ছিলো। তবে খাবারের মানটা ভালো হলে বোধহয় দিনটি আরো ভালো হতো। তবে আমি এই ব্যাপারটি অনেক জায়গাতেই খেয়াল করেছি। সেটা হলো, ইন্টেরিয়র খুব সুন্দর থাকলে কেনো যেনো তারা খাবারের দিকটাতে একেবারেই অবহেলা করে।কিন্তু তারা এটা বুঝে না যে, যদি খাবারের দিকে আরেকটু গুরুত্ব দিতো।তাহলে সেই রেস্টুরেন্ট কিংবা জায়গাগুলোতে মানুষ আরো বেশি যেতো। যাই হোক সবমিলিয়ে তাও উনারা বেশ ভালো একটি সময় কাটিয়েছেন এবং উনাদের পরবর্তী জীবনের জন্যও শুভকামনা রইলো।


JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7ymc2jTXtYmUJC4rXdADMgTExqRqbgPP13NDTPfEXsG17CMW4gNBXwMVBwPdyS9pD2yR59EQZTHr1AGT2h6FgyxwCsfcVt.jpeg

ছবি গুলো @razuan12 ভাইয়ের ব্লগ থেকে নেওয়া


উনার ফটোগ্রাফি, লেখার ধরন, মার্কডাউন সবকিছুই মোটামুটি ঠিক ছিলো। শুধুমাত্র বানানের দিকে আরেকটু বিশেষ নজর দিতে হবে। আশা করছি ভবিষ্যতেও তিনি আমার বাংলা ব্লগের সাথে এভাবেই যুক্ত থাকবেন।

ধন্যবাদ সবাইকে।

Banner New.png

Sort:  
 5 months ago 

রেজুওয়ান ভাইয়ার স্ত্রীকে আমার পক্ষ থেকেও জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। অনেক সুন্দর একটা পোস্ট তিনি আমাদের মাঝে শেয়ার করেছেন। উনাদের কাটানো এত সুন্দর একটা মুহূর্তের পোস্ট ফিচারড আর্টিকেল হিসেবে বাছাই করা হয়েছে দেখে খুব ভালো লাগলো। এটা কিন্তু বেশ ভালোই একটা গিফট উনার প্রিয় তমার জন্য। আশা করছি দুজনেই অনেক বেশি খুশি হবে দেখলে। ধন্যবাদ পোস্টটা বাছাই করার জন্য।

 5 months ago 

রেজওয়ান ভাই উনার স্ত্রীকে নিয়ে অনেক সুন্দর সময় কাটিয়েছেন। জন্মদিনে প্রিয় মানুষটিকে নিয়ে কাটানো সুন্দর মুহূর্ত গুলো সত্যিই অনেক দারুন। আজকের ফিচারড আর্টিকেল পোস্ট দেখে খুবই ভালো লেগেছে।

 5 months ago 

আজকের এই ফিচারড আর্টিকেলে রেজুওয়ান ভাইয়ের নামটা দেখেই অনেক বেশি ভালো লেগেছে। নিজের প্রিয় মানুষের সাথে অনেক সুন্দর একটা মুহূর্ত তিনি কাটিয়েছেন, তাও আবার প্রিয় মানুষের জন্মদিনের সময়। আর একদিক থেকে এটার মাধ্যমে জন্মদিনের গিফট দিলেন দেখে ভালো লাগলো। উনারা দুইজন যেন সব সময় এভাবেই থাকতে পারে এটাই কামনা করি। ধন্যবাদ এই পোস্টটা বাছাই করার জন্য।

 5 months ago 

আজকের ফিচারড আর্টিকেল পোস্ট দেখে খুবই ভালো লাগলো। সাদিয়া আপুর জন্মদিন ছিল জেনে অনেক ভালো লাগলো। জন্মদিনে যদি প্রিয় মানুষ এরকম ভাবে সারপ্রাইজ দেয় এবং সুন্দর সময় কাটায় তাহলে সত্যিই অনেক ভালো লাগে।

 5 months ago 

প্রথমেই জানাই রেজুওয়ান ভাইয়ের ওয়াইফ কে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। তারা দুজন যেন এভাবেই হাসিখুশি ভাবে জীবন যাপন করে। ভাইয়ার পোস্টটি ফিচারড আর্টিকেল হিসেবে বাছাই করেছেন দেখে আরো ভালো লাগলো। কারণ তাদের সুন্দর মুহূর্তটা আমাদের মাঝে বেশ ভালোভাবে শেয়ার করেছে। তাতে আমরাও তাদের সুন্দর মুহূর্ত টার মাধ্যমে উপভোগ করতে পারলাম। যাই হোক ভাইয়ার পোস্টটি সিলেক্ট করার জন্য ধন্যবাদ