"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৫৩৯ [ তারিখ : ০৮.০১.২০২৫ ]

গত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়েছে। ৫৩৮ তম রাউন্ড শেষে আজ ৮ জানুয়ারি ২০২৫, ৫৩৯ তম রাউন্ড এর আর্টিকেল পাবলিশ করা হবে। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।

"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।



"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার-@emon42



অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

অথরের নামঃ ইমন হোসেন। জাতীয়তাঃ বাংলাদেশী। পেশাঃ ছাত্র। শখঃ লেখালেখি করতে এবং ফুটবল খেলতে বেশ পছন্দ করেন। তার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। তিনি, একটা বিষয় সবসময় বিশ্বাস করেন, মানিয়ে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর। স্টিমিট ক্যারিয়ারঃ ২০২০ সালের আগস্ট মাসে তিনি স্টিমিটে যুক্ত হন।



এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি:



"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল:

ছবিটি নেওয়া হয়েছে-@emon42-র পোস্ট থেকে

রিয়াল মাদ্রিদের বড় জয়!! ( Publish: 07.01.2025 )


রিয়াল মাদ্রিদ এর খেলা মানে অন্য কিছু। ফুটবল খেলার ভিতরে আসলে আমি দুটি দল খুব পছন্দ করি, এক বার্সেলোনা এবং আরেক রিয়াল মাদ্রিদ। তবে আমি বেশি সাপোর্ট করি বার্সেলোনাকে ব্যক্তিগত ভাবে। আমার খেলাধুলার মধ্যে বরাবরই ক্রিকেটটাই বেশি পছন্দ, তাই বেশিরভাগ সময়ে ক্রিকেট দেখা হয়ে থাকে। কিন্তু ফুটবল আর আগের মতো দেখা হয় না, কারণ এমনিতেই কম দেখি আর তার উপর এই খেলা অনেক রাতের দিকে হয়ে থাকে আমাদের টাইম অনুযায়ী। তবে যাইহোক, রিয়াল মাদ্রিদ আর স্প‍্যানিস ক্লাব দেপোর্তিভা মিনেইরা খুবই শক্তিশালী প্রতিদ্বন্দ্বী।

মাঠে নামলে যেনো একটা আলাদা আকর্ষণ কাজ করে তাদের খেলার মধ্যে। বিশেষ করে ফুটবল প্রেমিদের জন্য অনেক কিছু। আর সব থেকে বড়ো বিষয় এইসব ক্লাব পর্যায়ের খেলাগুলোতে যখন রিয়াল মাদ্রিদ বা এইরকম বেস্ট কিছু টিম যখন মাঠে নামে, তখন বিশেষ করে তাদের কাছ থেকে দর্শকদের প্রত্যাশা থাকে আকাশচুম্বি। খেলার কৌশলগত দিক সব থেকে বেশি মুগ্ধ করে। ফুটবল খেলায় পাসিং এর বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, তবে এক্ষেত্রে যদি দুই টিমই সমান ভারী থাকে দুই দিকেই, তাহলে প্রতিযোগিতা আর আকর্ষণ আরো দ্বিগুণ হয়ে যায়। টানটান উত্তেজনা না থাকলে খেলা জমে না, তবে এইসব টিমের খেলাগুলোতে সেই উত্তেজনাটা বজায় থাকে।

এই দুই দলের ম্যাচে যদি স্প‍্যানিস ক্লাব দেপোর্তিভা মিনেইরা যদি রিয়াল মাদ্রিদকে কাউন্টার অ্যাটাক এর মাধ্যমে চ্যালেঞ্জ ছুড়ে দেয়, তাহলে একদিক থেকে যেমন এটি দুর্দান্ত প্রতিদ্বন্দ্বিতায় রূপ নেয়। তেমনি আবার যদি এর প্রতি উত্তরে রিয়াল মাদ্রিদ তাদের সেরা ফর্ম দিয়ে খেলতে পারে, তাহলে সেটা আবার একটা ট্যাকটিক্যাল মাস্টারক্লাস হয়ে দাঁড়ায়। ফলে দুই দলের খেলা মানে একটা অন্যরকম আকর্ষনীয় বিষয়।


ধন্যবাদ সবাইকে।

Banner New.png

Sort:  
 2 months ago 

এই পোস্টটা আজকের এই ফিচারড আর্টিকেলে দেখে আমার কাছে অনেক ভালো লাগলো। এই পোস্টটা সত্যি অনেক বেশি সুন্দর ছিল। খেলাধুলা না দেখা হলেও খেলাধুলা বিষয়ক পোস্ট আমার অনেক ভালো লাগে। এই পোস্টটা ফিচার্ডে দেখে অনেক ভালো লেগেছে।

 2 months ago 

অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট টাকে ফিচারড পোস্ট হিসেবে সিলেক্ট করার জন্য।

 2 months ago 

আজকের এই ফিচার্ড আর্টিকেলে ইমন ভাইয়ের পোস্ট দেখে আমার কাছে অনেক ভালো লাগলো। আর তিনি আরো অনেক উৎসাহিত হবেন উনার পোস্ট ফিচারড আর্টিকেলে দেখলে। ধন্যবাদ এই পোস্টটা ফিচারড হিসেবে মনোনীত করার জন্য।

 2 months ago 

আজকের ফিচারড আর্টিকেল পোস্ট দেখে অনেক ভালো লাগলো। যদিও খেলা দেখা হয় না। তবে খেলাধুলা বিষয়ক পোস্ট গুলো ভালোই লাগে। ইমন ভাইয়ার জন্য শুভকামনা রইলো।