"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৫৯১ [ তারিখ : ০৭ - ০৩ - ২০২৫ ]
বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @kazi-raihan
অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ
আমি কাজী রায়হান। আমি একজন ছাত্র। আমি বাংলাদেশে বাস করি। আমি কুষ্টিয়া সরকারি কলেজে লেখাপড়া করছি। আমি ফটোগ্রাফি করতে, গল্প লিখতে ও বাইক নিয়ে ঘুরতে খুবই ভালোবাসি। মনের অনুভূতির ডাকে সাড়া দিয়ে কবিতা লিখতে পছন্দ করি। সেই সাথে যে কোনো নতুন বিষয় সম্পর্কে জানতে পছন্দ করি। আমি ভালোবাসি স্টিমিট প্লাটফর্মে কাজ করতে। স্টিমিটে যুক্ত হই ২০২১ সালের আগস্ট মাসে।
এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :
কিছু মানুষ কৃতজ্ঞতা স্বীকার করে না। || by @kazi-raihan ( date 06.03 .2025 )
বাস্তববাদী যৌক্তিক চিন্তাধারা পোস্ট গুলো আমার সর্বদাই পছন্দ । কেননা তাতে অপ্রিয় সত্য লেখা থাকে। আজকে যে পোস্টটি নির্বাচিত করেছি, এটাও ঠিক বাস্তববাদী পোস্ট । তাই হয়তো, অনেক পোস্টের মাঝে এই পোস্টকেই বেছে নিয়েছি ফিচার্ড পোস্টের জন্য।
পৃথিবীর সবচেয়ে অপ্রিয় সত্য কথা যেন, অথর বেশ সাবলীল ভাবে নিজের লেখায় তুলে ধরেছে এবং চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে, অকৃতজ্ঞ মানুষের আচরণবিধি। স্বার্থপর অকৃতজ্ঞ মানুষের আচরণবিধি আসলে খুব ভালোভাবে প্রকাশ ঘটে টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে।
যদি আশেপাশের সব মানুষকে আপনার ভালো-ভদ্র এবং সুন্দর মনে হয়, তাহলে শুধু বলবো একটি বার টাকা ধার দিয়ে দেখুন, বাকি ঘটনা পানির মত পরিষ্কার হয়ে যাবে। এমন ঘটনা শুধু অথরের জীবনেই ঘটেনি, কম বেশি আমার আপনার সকলের জীবনেই ঘটেছে এবং সবাই এই ঘটনার ভুক্তভোগী বলা যায়।
যদিও স্বার্থপর ও অকৃতজ্ঞ মানুষ আমাদের সমাজের খুব বড় অংশ, তারপরেও এদেরকে মানিয়ে নিয়েই নিরাপদ দূরত্ব থেকেই স্বাভাবিক গতিতে জীবন অতিবাহিত করাই বুদ্ধিমানের কাজ।
কাজি রায়হান ভাইয়ের পোস্টটি পড়েছিলাম। একদম বাস্তব কিছু কথা তুলে ধরেছে এই পোষ্ট এ। বর্তমানে সমাজে আসলে এরকম মানুষের অভাব নেই। যাইহোক এই পোস্টটি আজকের ফিচারড পোষ্টের জন্য মনোনীত হয়েছে দেখে অনেক খুশি হয়েছি।
কাজী রায়হান ভাইয়া অনেক সুন্দর একটা টপিক নিয়ে এই পোস্টটা লিখেছিল। ভাইয়ার এই পোস্ট ফিচার্ড হিসেবে মনোনীত করা হয়েছে দেখে ভালো লাগলো। আসলে আমরা বর্তমানে এমন সমাজে রয়েছি, যেখানে এই ধরনের মানুষ গুলোর অভাব নেই বললেই চলে। ধন্যবাদ পোস্টটি সিলেক্ট করার জন্য।
ফিচার্ড আর্টিকেলে বেশ দারুন একটি পোস্ট সিলেক্ট করা হয়েছে। কাজী রায়হান ভাই বাস্তব কিছু কথা আমাদের মাঝে তুলে ধরেছেন। সুন্দর একটি টপিক নিয়ে লিখেছেন ধন্যবাদ পোস্টটি ফিচার্ড আর্টিকেলে মনোনীত করার জন্য।
পোস্টে কিছু বাস্তববাদী কথা উল্লেখ করার চেষ্টা করেছিলাম। তবে আমার এই পোস্ট রিচার্ড আর্টিকেলে যুক্ত হবে সেটা কখনো কল্পনাই করতে পারিনি। সত্যি অনেক ভালো লেগেছে।