"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড # ৬০২ [ তারিখ : ২০-০৩-২০২৫ ]
বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।
আর্ট :- পোস্টার রঙ দিয়ে আঁকা প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং by @bdwomen
অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ
অথরের নাম: আকলিমা আক্তার মুনিয়া। আর ইউজার নাম @bdwomen। তিনি বাংলাদেশে বসবাস করেন। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর তিনি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত বোধ করেন। তিনি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করেন। প্রায় সময় তিনি বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকেন। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে তার খুবই ভালো লাগে। নিজে বিভিন্ন জায়গায় ভ্রমণে গিয়ে ছবি তুলতে খুবই ভালোবাসেন। তিনি চেষ্টা করেন সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলোও করার চেষ্টা করেন। স্টিমিট ব্লগিং ক্যারিয়ার-২০২১ সালের অক্টোবর মাসে স্টিমিটে জয়েন করেছিলেন।
এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :
আর্ট :- পোস্টার রঙ দিয়ে আঁকা প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং @bdwomen (১৮/০৩/২০২৫ )
একটা কমন বিষয় রয়েছে আমাদের মাঝে আর সেটা হলো, যারা রান্না করতে ভালোবাসেন তারা দেখবেন নানা সুযোগ নানা ধরনের স্বাদের রেসিপি তৈরী করার চেষ্টা করেন। আবার যারা গান গাইতে ভালোবাসেন তারা দেখবেন সময়ে কিংবা অসময়ে আনমনে একা একা গুন গুন করে গান গাইতে শুরু করেন দেন। কারণ এটা তাদের কাছে ভালো লাগে এবং নিজেরাই সেটা বেশ উপভোগ করেন। সত্যি বলতে নিজের আনন্দতাই এখানে মুখ্য বিষয়। আমার একটা ক্লাসমেট ছিলো, তাকে দেখতার হাঁটার সময় একা একাই নিজের সাথে কথা বলতো, তবে সেটা বাংলায় না বরং ইংরেজীতে। বিষয়টি আমাকে দারুণভাবে কৌতুহল করেছিলো তখন।
ঠিক তেমনি যারা ড্রয়িং করতে পছন্দ করেন, তারা বাড়ির নানা উপকরণের মাঝে কিংবা নানা কিছুতে সেটা করার চেষ্টা করেন। এতে যেমন নিজের ভালোলাগাটা কাজ করে ঠিক তেমনি বাড়ির নানা কিছুতে রঙিন ড্রয়িং করে সেটার সৌন্দর্য বৃদ্ধি করার সুযোগ ঘটে। সুতরাং আমরা যদি সবাই নিজ নিজ অবস্থান হতে নিজেদের ভালো লাগার বিষয়গুলোকে প্রাধান্য দিতে পারি, তাহলে দেখবেন সেটার দক্ষতায় যেমন নিজেদের উন্নতি ঘটবে ঠিক তেমনি ভালো লাগার বিষয়টিও বেশ দারুণভাবে পুর্ণতা পাবে। অবশ্য আমরা সবাই একই রকম না, আমাদের মাঝে বেশ ফাঁকিবাজও আছেন। যাইহোক, সেদিকে আর গেলাম না হি হি হি।
ছবিটি @bdwomen আপুর ব্লগ থেকে নেওয়া।
আজ অবশ্য খুব বেশী ভালো মানের পোষ্ট ছিলো না, জেনারেল রাইটিং বলেন আর সৃজনশীলতামূলক পোষ্ট বলেন। অবশ্য কিছু পোষ্ট আবার ভালো লেগেছিলো, পছন্দের কিছু ইউজারদের। সব কিছু বিবেচনায় নিয়ে সৃজনশীলতাকে বেছে নেই এবং এই পোষ্টটিকে ফিচার্ড করার সিদ্ধান্ত নেই। সুতরাং আজকের ফিচারড পোষ্ট হিসেবে এই আর্ট পোষ্টটি আপনাদের কাছেও এটা ভালো লাগবে আশা করছি।
পোস্টার রং দিয়ে যে প্রাকৃতিক দৃশ্য আপু এঁকেছিলেন তা কালকেই দেখেছিলাম ব্লগের পাতায়। অসাধারণ সেই ছবি ফিচার হিসেবে নির্বাচিত হয়েছে দেখে ভালো লাগলো। একেবারে যোগ্য পোস্ট হিসেবে ফিচার নির্বাচিত হয়েছে এই ছবিটি।
আপুর পোস্টার রঙ দিয়ে আঁকা প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিংটি খুব সুন্দর হয়েছে।আর এই পোষ্টটি আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেলে দেখে ভালো লাগলো।আপুর জন্য অনেক অনেক শুভকামনা রইলো।
অনেক সুন্দর একটা পেইন্টিং পোস্ট ফিচারড হিসেবে মনোনীত করা হয়েছে। আর এই পোস্টটা ফিচারডে দেখামাত্র আমার অনেক ভালো লেগেছে। bdwomen সব সময় অনেক সুন্দর সুন্দর পেইন্টিং করে থাকে। উনার করা পেইন্টিং গুলো অনেক বেশি মনোমুগ্ধকর হয়ে থাকে। এই পোস্টটা মনোনীত করার জন্য অনেক বেশি ধন্যবাদ।
পোস্টার রং দিয়ে চমৎকার একটি প্রাকৃতিক দৃশ্য দেখে মুগ্ধ হয়ে গেলাম। আকলিমা আপু দারুন পেইন্টিং করেন। তার পেইন্টিং গুলো আমার অনেক ভালো লাগে। ফিচার্ড আর্টিকেলে দারুন একটি পেইন্টিং সিলেক্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ।