"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৪৯৩ [ তারিখ : ২০-১১-২০২৪ ]
বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @neelamsamanta
অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ
নাম: নীলম সামন্ত। জাতীয়তা: ভারতীয়। নীলম দি আমার বাংলা ব্লগে সদ্য যুক্ত হয়েই তার লেখার মাধ্যমে বেশ সুপরিচিত হয়েছেন। আদপে তিনি কয়েক বছর ধরে লেখালেখির সাথে জড়িত। উনি মুক্তগদ্য, মুক্তপদ্য, 'কবিতার আলো' নামক ট্যাবলয়েডের সহসম্পাদনার কাজে নিজের শাখা-প্রশাখা মেলে ধরেছেন। বর্তমানে বেশ কিছু গবেষণাধর্মী প্রবন্ধেরও কাজ করছেন। পশ্চিমবঙ্গের নানান লিটিল ম্যাগাজিনে লিখে কবিতা জীবন এগিয়ে নিয়ে যাচ্ছেন৷ তাঁর প্রকাশিত একক কাব্যগ্রন্থ হল মোমবাতির কার্ণিশ ও ইক্যুয়াল টু অ্যাপল আর প্রকাশিতব্য গদ্য সিরিজ জোনাক সভ্যতা।
এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :
"আমার বাংলা ব্লগ" এর আজকের ফিচারড আর্টিকেল :
বর্তমানে বাঙালির সব চেয়ে আকর্ষনীয় বোহ আর্ট by @neelamsamanta (২০/১১/২০২৪)
ভারতের যাযাবর (জিপসি) সম্প্রদায় মধ্যযুগে কোনো এক সময়ে ভারত থেকে উঠে ইউরোপ যাওয়া শুরু করে, এরাই রোমানি সম্প্রদায় হিসেবে পরিচিত। এই সম্প্রদায়ের বিশাল অংশ তৎকালীন বোহেমিয়া যা বর্তমানে চেক রিপাবলিকে নিজেদের বসত করে। ঊনবিংশ শতাব্দীতে ধীরে ধীরে কিছু সংখ্যক মানুষ বোহেমিয়া থেকে উঠে ফ্রান্সে জায়গা নেন। বোহেমিয়া থেকে আসার জন্য ফ্রান্সে ওনাদের বলা হয়, বোহেমিয়ান। তাদের সংস্কৃতি, শিল্পী, মানুষ সবই ছিলো সাধারণ প্রচলিত জীবনধারার থেকে আলাদা। বোহেমিয়ান আর্ট এই রোমানি শিল্পীদের হাত থেকে বেরিয়ে আসে, যা গতানুগতিক ফ্রেঞ্চ শিল্পকলার থেকে ভিন্ন।
কলকাতায় বিভিন্ন প্রদর্শনীতে বা বইমেলায় এমনকি বহু মানুষের বাড়ির দেওয়ালে এই আর্ট বর্তমানে শোভা পায়। বিশেষ কঠিন কারুকাজ ছাড়াই যে এতো সুন্দর আর্ট ফুটিয়ে তোলা যায়, সেটা চোখের সামনে না দেখলে বোঝা সম্ভব নয়। লেখিকার ভাষায়, "বোহেমিয়ান শিল্প শৈলীর প্রধান দিক হল এই শিল্প শক্তিশালী ও প্রাণবন্ত। এর শৈলীতে নিদর্শন, টেক্সচার, এবং বেশ কয়েকটি রঙের ব্যবহার দেখা যায়৷ এর ফলে যে কোন সাধারণ অংকনই রঙিন হয়ে অভুতপূর্ব দেখায়।"
তবে যে কোন সাধারণ অংকন শুধুমাত্র রঙিন হয়ে অভুতপূর্ব হয়ে যায় না। অংকন সুন্দর হয় শিল্পীর হাতের টানে আর কৌশিক দার থেকে উপহার পাওয়া ব্রাশপেন দিয়ে 😁। আমার বাংলা ব্লগ অল্প স্ক্রল করতেই ওনার অংকন চোখ টেনে নিলো। আহা! সকালের শুরুটা দারুন ভাবে হলো। তারপর পুরো পোস্ট পড়ে আজকের ফিচার্ড পোস্ট বাছাই করে নিলাম। আশা করি আপনাদেরও ভালো লাগবে।
তবে সবাইকেই কৌশিকদা একটা করে ব্রাশ পেন গিফট করবে৷ 🤣🤣
সকাল সকাল সারপ্রাইজের মতো এলো৷ Thank you sooooooo much. অনেকটা সময় লেগেছে কাজটা দাঁড় করাতে। রাত হয়ে গেছিল। আপনার ভালো লেগেছে দেখে আনন্দিত হলাম৷ পরিশ্রম সার্থক৷ 💐💐🙏🙏
উল্লাস!!!
তাহলে তো কৌশিক দাদার থেকে সুন্দর পেন গুলো উপহার হিসেবে আমাদেরকেও নেওয়া লাগবে। তাহলে আমরাও পারবো এরকম সুন্দর আর্ট করতে। নীলম দিদি দারুণভাবে এই আর্টটি করেছে। সবকিছু হয়েছে এই পেন এর জন্য। যাই হোক এই পোস্টটা ফিচারড হিসেবে মনোনীত করেছেন এজন্য ধন্যবাদ।
হা হা হা। ও দারুণ আঁকে আপু। আমার দেওয়া পেনের কোনো কৃতিত্বই নেই।
একদম আপু। কৌশিকদা দিলেই হবে৷ হাল ছাড়বেন না। 😜🤣🤣
আমিও কিন্তু কৌশিকদার কাছ থেকে এরকম একটা ব্রাশ পেন চাই। যেটার সাহায্যে নীলম দিদি আকর্ষণীয় একটা আর্ট করেছে। পুরোটা এতো সুন্দর লাগছে যে আমি তো মুগ্ধ হলাম দেখে। জাস্ট চমৎকার ছিল নীলম দিদির এই আর্টটি। পোস্টটা ফিচারড হিসেবে সিলেক্ট করার জন্য ধন্যবাদ।
হা হা হা। আসুন ভাই। কিনে দেব।
একদম দাদা৷ ওই পেনেই জাদু আছে৷
হাহাহা। আমার দেওয়া ব্রাশ পেনটি একটি উপলক্ষ মাত্র। আসলে ও ভীষণ সুন্দর ছবি আঁকে। আর ওর ছবি আঁকার উপহার হিসেবে আমি ওকে ব্রাশপেন দিয়েছিলাম। আজ সেই পেন দিয়ে এত সুন্দর ছবি একে এই পোস্ট ফিচার হওয়ায় আমি আনন্দিত। যোগ্য পোস্ট হিসেবে ফিচার সিলেক্ট হলো।
সবাইকে ব্রাশ পেন কিনে দিতে হবে বলে এমন বলছ! ইস কী কিপটে গো তুমি?
হা হা হা৷ এবার আমি হোলসেল বাজার থেকে ব্রাশ পেন তুলব। 🤣🤣
বেশ ভালো লাগলো আজকের ফিচারড আর্টিকেল হিসেবে নীলম সামন্ত আপুর পোস্টটি দেখে। সব সময় যদি এভাবে প্রত্যেককে সুযোগ করে দেওয়া হয় তাহলে কিন্তু সবাই আরো ভালো কাজ করার চেষ্টা করবে। আজকে আপু আসলে বেশ সুন্দর আর্ট করলেন। আপনাকেও অনেক ধন্যবাদ আপুর পোস্টটি বাছাই করার জন্য।
আজকের ফিচারড আর্টিকেল পোস্ট দেখে অনেক ভালো লাগলো। এই ধরনের আর্ট গুলো কখনো করা হয়নি। তবে এই আর্ট গুলো দেখতে সত্যি অনেক ভালো লাগে। নিলাম আপুর আর্ট দেখে অনেক ভালো লেগেছে।
নীলাম আপু কৌশিক দাদার পেনে কি জাদু আছে? যদি থাকে তাহলে তো আমাদেরও সেই পেন খুব প্রয়োজন মনে হচ্ছে। কৌশিক দাদা তাহলে খুব তাড়াতাড়ি আপনি সবার জন্য সেই জাদুর পেন পাঠানোর চেষ্টা করুন। যাই হোক আজকের ফিচারড আর্টিকেলের সেরা পোস্ট হিসেবে @neelamsamanta আপুর এত সুন্দর আর্ট পোস্ট সিলেক্ট করা হয়েছে দেখে খুব ভালো লাগলো। উনার এই আর্ট সত্যিই খুব সুন্দর হয়েছে। সবমিলিয়ে দারুন একটি আর্ট করেছেন।
হা হা হা৷ জাদুই বটে। কৌশিকদাকে বলুন সবাইকে মন্ত্রপুত করে এক সেট ব্রাশ পেন দেবে। 😀😀
ফিচার্ড আর্টিকেলে নিলাম আপুর পোস্টি দেখে অনেক ভালো লাগলো।আপুর আর্ট অনেক ইউনিক ছিল যা মুগ্ধ করার মত। অনেক সুন্দর ভাবে এঁকেছে আপু ধন্যবাদ পোস্টটি ফিচারড আর্টিকেলে মনোনীত করার জন্য।