"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৪৯০ [ তারিখ : ১৭-১১-২০২৪ ]

Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @tasonya


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

পুরো নাম - তাসলিমা আক্তার সনিয়া। জাতীয়তা - বাংলাদেশী। শিক্ষাগত যোগ্যতা - গ্রেজুয়েশন কমপ্লিট করেছেন।উনি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোনো ধরনের পেইন্টিং করতে পছন্দ করেন । যখনই অবসর সময় পান ছবি আঁকতে বসে পরেন। এছাড়াও তিনি ভ্রমণ করতে পছন্দ করেন। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করা উনার পছন্দের। এছাড়াও বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করেন,রান্না করতেও ভালোবাসেন। স্টিমিট প্লাটফর্ম এ যুক্ত হয়েছেন ২০২১ সালের ফেব্রুয়ারী মাসে।বর্তমানে স্টিমিট জার্নির বয়স প্রায় ৩ বছর চলমান।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

image.png
image.png


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


Pink Green Organic Don't Waste Your Energy Quote Instagram Post_20241109_205127_0000.jpg

জেনারেল রাইটিং:- "স্বার্থ শেষ তো সম্পর্ক ও শেষ" । by @tasonya(date 107-11-2024)

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আমি সব সময় চেষ্টা আমি কিছু বিষয়ে আপনাদের মাঝে তুলে ধরার। তেমনি আজকেও আপনাদের সামনে অনেক সুন্দর একটি বিষয়ের উপস্থাপন করার চেষ্টা করব। আসলে এসব বিষয়গুলো থেকে আমরা অনেক কিছু জানতে পারি এবং শিখতে পারি। যেগুলা হয়তোবা বাস্তব জীবনে আমাদের কাজে লাগবে। আশা করি আপনাদের ভালো লাগবে পোস্টটা পড়ে। স্বার্থ এমন একটা জিনিস যেটা নিয়ে এখন প্রত্যেকটা মানুষ চিন্তা করে। এখন কোনো সম্পর্কই আর আগের মত নেই। কারণ এখন প্রত্যেকটা সম্পর্ক হয় শুধুমাত্র নিজের স্বার্থের জন্য। স্বার্থ ছাড়া আর কেউ কারো খোঁজ নেয় না এখন। প্রত্যেকটা মানুষ এখন নিজের স্বার্থের বেড়াজালে আটকে গিয়েছে। অন্য কাউকে নিয়ে চিন্তাভাবনা করার মত এখন আর কারোরই সময় নেই। সবাই শুধুমাত্র নিজের স্বার্থকে নিয়েই চিন্তা করে। স্বার্থ যেখানে মানুষ সেখানে। এখন সব কিছুর পেছনে রয়েছে স্বার্থ। স্বার্থ শেষ হয়ে গেলে একটা সম্পর্ক শেষ। স্বার্থ শেষ হয়ে গেলে একটা বন্ধুত্ব শেষ। স্বার্থ শেষ হলে আত্মীয়-স্বজনের সম্পর্ক ও শেষ। সবকিছুর মাঝে এখন শুধু স্বার্থ।। …


আজকে যখন আমার বাংলা ব্লগের পোস্টগুলো পড়ছিলাম । তখন বেশ কিছু জেনেরাল রাইটিং পোস্ট দেখতেছিলাম আমার বাংলা ব্লগে । সত্যি বলতে আমার বাংলা ব্লগে বেশ ভালো কিছু মোটিভেশনাল জেনারেল রাইটিং পোস্ট করা হয় । সেগুলো পড়লে আসলেই সত্যি অনেক কিছু বুঝা যায় এবং বাস্তবতা সম্পর্কে জানা যায়। সানিয়া আপুর তেমন একটি লেখা হচ্ছে " স্বার্থ শেষ তোর সম্পর্কেও শেষ " ,
এই পোস্টটিতে উনি লিখেছেন মানুষের স্বার্থ যতক্ষণ থাকে ততক্ষণ ই সম্পর্ক থাকে এরপর স্বার্থ শেষ হয়ে গেলে মানুষ সম্পর্ক ভাঙ্গতে দুই মিনিটও চিন্তা করেনা
এছাড়া ওনার পোস্টে এটা উঠে এসেছে যে , স্বার্থপর এই পৃথিবীতে কেউ কারো আপন নয় স্বার্থ একটা মানুষকে অনেক নিছে নামিয়ে ফেলতেছে বর্তমানে । এটা আসলে বর্তমান সময়ের সাথে সামঞ্জসিক একটি বিষয় । সবদিক বিবেচনা করে তাই এ পোস্টটি কে আজকের বিষয়টা আর্টিকেল হিসেবে নির্বাচন করা হলো।


Pink Green Organic Don't Waste Your Energy Quote Instagram Post_20241109_205127_0000.jpg

ছবিটি সনিয়া আপুর ব্লগ থেকে নেওয়া হয়েছে।

ধন্যবাদ সবাইকে।

Sort:  
 9 days ago 

আজকের ফিচারড আর্টিকেল পোস্ট দেখে অনেক ভালো লাগলো। আসলে স্বার্থ ফুরিয়ে গেলে সবাই নিজেদের রূপ বদলে ফেলে। এরকম স্বার্থপর মানুষগুলো আমাদের চারপাশে অনেক রয়েছে।

 9 days ago 

গতকালই পড়েছিলাম এই পোস্টটা। খুব ভালো লিখেছেন উনি। বিষয়বস্তু অপ্রিয় হলেই সত্যি৷ খানিকটা উচ্ছের মতো। সুন্দর একটি পোস্ট ফিচার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 9 days ago 

আমি চেষ্টা করেছি বাস্তবতাকে তুলে ধরে এই পোস্টটা লেখার জন্য। আসলে বর্তমান পরিস্থিতিটাই এরকম হয়ে গিয়েছে। এখন সবকিছুর পেছনে রয়েছে স্বার্থ। স্বার্থ ছাড়া কোনো কিছুই কেউ চিন্তা করে না এখন। স্বার্থ মানুষকে অনেক নিচে নামিয়ে ফেলেছে এটা একেবারে সত্য। আমার এই পোস্টটা ফিচারড হিসেবে মনোনীত করা হয়েছে দেখে অনেক ভালো লাগলো। অনেক অনেক ধন্যবাদ এই পোস্ট ফিচারড আর্টিকেল হিসেবে মনোনীত করার জন্য।

 9 days ago 

ফিচার্ড আর্টিকেলে সোনিয়া আপুর জেনারেল রাইটিং এর বেশ দারুন একটি পোস্ট সিলেক্ট করা হয়েছে। বাস্তবসম্মত একটি টপিক নিয়ে লিখেছেন আপু।স্বার্থের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে।কারন স্বার্থ ফুরিয়ে গেলে কেউ কারো আর খোঁজ রাখে না। অনেক ধন্যবাদ পোস্টি ফিচারড আর্টিকেলে মনোনীত করার জন্য।

 9 days ago 

অনেক সুন্দর একটা পোস্ট আজকের ফিচারড আর্টিকেল হিসেবে সিলেক্ট করা হয়েছে। এটা দেখে আমার কাছে অনেক ভালো লেগেছে। স্বার্থ এমন একটা জিনিস যেটা নিয়ে সবাই চিন্তা করে। এক পা ও কেউ স্বার্থ ছাড়া বাড়ায় না। সবকিছুর পেছনে এখন শুধু স্বার্থের হাত আছে। অনেক সুন্দর একটা পোস্ট এটি। এই পোস্টটা ফিচারড আর্টিকেল হিসেবে সিলেক্ট করেছেন এজন্য ধন্যবাদ।