"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৪৯৪ [ তারিখ : ২১-১১-২০২৪ ]


Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @tasonya


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

পুরো নাম - তাসলিমা আক্তার সনিয়া। স্টিমিট আইডি: @tasonya। জাতীয়তা - বাংলাদেশী। শিক্ষাগত যোগ্যতা - গ্রেজুয়েশন কমপ্লিট করেছেন। উনি ছবি আঁকতে ভালোবাসেন। বিশেষ করে যে কোনো ধরনের পেইন্টিং করতে পছন্দ করেন । যখনই অবসর সময় পান ছবি আঁকতে বসে পড়েন। এছাড়াও তিনি ভ্রমণ করতে পছন্দ করেন। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করা উনার পছন্দের বিষয়। এছাড়াও বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করেন, রান্না করতেও ভালোবাসেন। স্টিমিট প্লাটফর্ম এ যুক্ত হয়েছেন ২০২১ সালের ফেব্রুয়ারী মাসে। বর্তমানে স্টিমিট জার্নির বয়স প্রায় ৩ বছর চলমান।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

11.png

222.png

333.png


"আমার বাংলা ব্লগ" এর আজকের ফিচারড আর্টিকেল :


adsd.jpg

আর্ট :- অগ্রিম নতুন বছর উপলক্ষে পেইন্টিং by @tasonya (২১/১১/২০২৪)

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পেইন্টিং নিয়ে। আজকে আমি অনেক সুন্দর একটি অগ্রিম নতুন বছর উপলক্ষে পেইন্টিং করলাম। যদিও এখনো দেরি আছে, কিন্তু অগ্রিম শুভেচ্ছা জানিয়ে দিলাম আপনাদের সবাইকে। নতুন বছর আসলে আমার অনেক আনন্দ লাগে। তবে এই পুরনো বছর তার জন্য অনেক বেশি খারাপ লাগে। মনে হয় যেন পুরনো বছরে অনেক বেশি স্মৃতি থাকে। কিন্তু নতুন বছর যেন আমাদের দোরগোড়ায় চলে এসেছে। তাই জন্য ভাবলাম নতুন বছরকে কেন্দ্র করে একটি পেইন্টিং করি। তবে এই পেইন্টিংটা নতুন একটা থিমস এ করলাম। এই আইডিয়াটা আমি অন্য একটা থিমসে দেখেছিলাম। আমি ভাবলাম যদি এটা নতুন বছরকে কেন্দ্র করে করি তাহলে বেশি ভালো লাগবে। তো অন্য একটা আইডিয়াকে নতুন একটা আইডিয়াতে রূপান্তর করলাম। কেন জানিনা এই পেইন্টিংটা আমার কাছে একটু বেশি ভালো লেগেছিল। আশা করি আপনাদের ও ভালো লাগবে...


ফিচার্ড পোস্ট সিলেক্ট করার জন্য আমি আজকে সবার পোস্টগুলো দেখছিলাম। আসলে আজকে সবাই দেখলাম খুব সুন্দর সুন্দর পোস্ট করেছে। এমনিতে আমাদের কমিউনিটিতে সবাই বেশ ভালো পোস্ট করার চেষ্টা করে। তবে বেশ কিছুক্ষন পোস্ট গুলো দেখার পর একটা পোস্ট দেখে আমার চোখ আটকে গেলো সেটা হচ্ছে আমাদের সোনিয়া আপুর করা আজকের পেইন্টিং পোস্ট। আসলে সামনেই নতুন বছর আসছে। তিনি নতুন বছরকে কেন্দ্র করে একটি পেইন্টিং করেছেন। তবে এই পেইন্টিং এর থিমস আমার কাছে একদমই অন্যরকম লেগেছে। বিশেষ করে আইডিয়াটা খুবই দারুণ ছিল।

সোনিয়া আপু এই কমিউনিটির একজন অ্যাক্টিভ মেম্বার। তিনি তার অ্যাক্টিভিটিসের মাধ্যমে তার এই নিজের অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছেন। তিনি সব সময় এই কমিউনিটিতে কোয়ালিটিফুল পোস্ট করে থাকেন। তিনি আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়তই বিভিন্ন ধরনের পোস্ট করে যাচ্ছেন। এর মধ্যে ফটোগ্রাফি পোস্ট, ট্রাভেলিং, আর্ট পোস্ট এছাড়াও ডাই প্রজেক্ট অন্যতম। এছাড়াও তিনি বিভিন্ন ধরনের ইউনিক ইউনিক রেসিপি আমাদের মাঝে শেয়ার করেন। কমিউনিটির যে সমস্ত মেম্বার তাদের চমৎকার সব সৃজনশীলতা দিয়ে কমিউনিটিকে সমৃদ্ধ করে চলেছেন তিনি তাদের মধ্যে একজন।

এমনিতে সাধারণত আর্ট কিংবা পেইন্টিং পোস্টগুলো আমার একটু বেশি ভালো লাগে। কিন্তু যদি নতুন কিছু দেখি তাহলে সেটার প্রতি আগ্রহ আরো বেশি বেড়ে যায়। সোনিয়া আপু এমনিতেই অনেক সুন্দর সুন্দর পেইন্টিং করে। তবে আজকের পেইন্টিং টা একটু বেশি ভালো লেগেছে। এমনকি সবার সবগুলো পোস্ট থেকে ইউনিক লেগেছে। তাছাড়া উনার পুরো পোস্ট অনেক কোয়ালিটি পূর্ণ ভাবে শেয়ার করেছেন। এমনকি পোস্টার প্রত্যেকটা ধাপে খুব সুন্দর ভাবে দেখেছেন কিভাবে এঁকেছেন। পুরো পোস্টটা দেখে আমি আজকের ফিচার্ড পোস্ট হিসেবে সিলেক্ট করলাম।


adsd.jpg

ছবিটি @tasonya ব্লগ থেকে নেওয়া।

ধন্যবাদ সবাইকে।

Sort:  
 yesterday 

সত্যিই অসাধারণ একটি পোস্ট ফিচার হিসাবে সিলেক্ট হয়েছে। এত সুন্দর অভিনব ভাবনায় নতুন বছরকে এঁকে অসাধারণ একটি চিত্র তৈরি করেছেন আপু। তার আকার দক্ষতা ফুটে উঠেছে এই ছবিতে।

 6 hours ago 

ফুটিয়ে তুলতে পেরে তো অনেক ভালো লেগেছে।

 yesterday 

আজকের এই ফিচার্ড আর্টিকেলে অনেক সুন্দর একটা পেইন্টিং পোস্ট দেখলাম। যেটা দেখে আমি জাস্ট মুগ্ধ হয়েছি। এই ধরনের পেইন্টিং গুলো আমার কাছে দেখতে অনেক ভালো লাগে। Tasonya সব সময় অনেক সুন্দর সুন্দর পেইন্টিং করে থাকে। এই পোস্টটা ফিচারড হিসেবে মনোনীত করার জন্য অনেক ধন্যবাদ।

 23 hours ago 

ফিচারড আর্টিকেলে সোনিয়া আপুর পোস্টটি দেখে অনেক ভালো লাগলো।নতুন বছরকে এত সুন্দর ভাবে এঁকেছেন যা দেখে মুগ্ধ হয়ে গেলাম।সোনিয়া আপুর আর্ট গুলো অনেক অসাধারণ হয়। ধন্যবাদ পোস্টি ফিচারড আর্টিকেলে মনোনীত করার জন্য।

 22 hours ago 

চেষ্টা করেছি অগ্রিম নতুন বছর উপলক্ষে এই পেইন্টিংটা করার জন্য। দেখতে দেখতে আমরা আরো একটা বছর পার করে দিলাম। আর আমার এই পেইন্টিংটা আজকের ফিচার্ড হিসেবে মনোনীত করা হয়েছে দেখে আমার কাছে খুব ভালো লেগেছে। আমি আরো অনেক বেশি উৎসাহিত হলাম এটা দেখে। ধন্যবাদ আমার এই পোষ্ট ফিচারড হিসেবে মনোনীত করার জন্য।

 21 hours ago 

এবারের অগ্রিম নতুন বছরের পেইন্টিং দেখে বেশ ভালো লাগলো। দেখতে দেখতে জীবন থেকে আরও একটি বছর চলে গেল। আর সনিয়া আপুর পোস্টটি বাছাই করেছেন দেখে আরো ভালো লাগলো। দোয়া করি যাতে আগামী বছর আমরা সবাই একসাথে এভাবেই থাকতে পারি।

 6 hours ago 

সব সময় আমাদের এটাই চাওয়া। যেন আমরা সবাই একসাথে এভাবে থাকতে পারি।