"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড # ৪০৯ [ তারিখ : ২৮-০৮-২০২৪ ]

Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @samhunnahar


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

অথরের নাম-সামশুন নাহার হিরা। জাতীয়তা- বাংলাদেশী। শখ-সংসারের কাজের পাশাপাশি সময় পেলে বই পড়া আর লিখতে তাঁহার অনেক ভাল লাগে। তিনি আবসর সময়ে সেলাই কাজ করেন। বিভিন্ন হাতের নকঁশার কাজ করেন ইত্যাদি।শিক্ষাগত যোগ্যতা- তিনি ঈদ্গাঁহ মডেল উচ্চ বিদ্যালয় থেকে এস. এস. সি পাশ করেন এবং কক্সবাজার সরকারি মহিলা কলেজ থেকে এইচ.এস.সি পাশ করেন । ২০০৭-২০০৮ সেশনে তিনি কক্সবাজার সরকারি কলেজ থেকে অর্থনীতি নিয়ে চার বছর মেয়াদি স্নাতক পাস করেন । ২০১৫ সালে অর্থনীতি নিয়ে এম. এ. পাশ করেন । ২০২০ সালে Library and Information Science নিয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভারসিটি থেকে ডিপ্লোমা শেষ করেন । স্টিমিট ব্লগিং ক্যারিয়ার-২০২২ সালের এপ্রিল মাসে স্টিমিটে জয়েন করেছিলেন।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

এক.png
দুই.png


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


ফটো-2.jfif

আর্ট পোস্টঃ- একটি প্রাকৃতিক দৃশ্যের সিম্পল আর্ট || by @samhunnahar (২৭/০৮/২০২৪ )

বন্ধুরা সবার দিনকাল কেমন যাচ্ছে? আশা করি যার যার অবস্থান থেকে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ব্যস্ততম সময় পার করতেছি। যেহেতু বাচ্চাদের স্কুল খোলা এখন ভালোভাবে ক্লাস হচ্ছে। আপনারা তো জানেন নভেম্বরে সব স্কুলে বর্ষা সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হয়। এখন কিন্তু বাচ্চাদেরকে বেশ ভালোভাবে সময় দিতে হবে ঠিকমতো ক্লাস করাতে হবে বার্ষিক পরীক্ষা সামনে। সেজন্য একটু বাচ্চাদেরকে নিয়ে ব্যস্ত আছি। সারাদিন ব্যস্ত ছিলাম বাচ্চাদের নিয়ে সংসারের কাজকর্ম নিয়ে। দুপুরের খাওয়া-দাওয়া শেষ করে একটু রেস্ট নিছিলাম। তো ভাবলাম আপনাদের সাথে পোস্ট শেয়ার করে নেওয়া যাক। যেহেতু শত ব্যস্ততার মাঝে এ কাজটি অসম্পূর্ণ থেকে যায়। যতই কাজ করি না কেন যদি পোস্ট করতে না পারি মনে হয় যে সব কাজ অসম্পূর্ণ থেকে গেছে।
শত ব্যস্ততার মাঝে কমিউনিটিতে সময় দিতে পারলে অনেক ভালো লাগে। তাই চেষ্টা করি শত ব্যস্ততার মাঝেও আপনাদের মাঝে উপস্থিত হয়ে যেতে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি সিম্পল আর্ট।মাঝেমধ্যে চেষ্টা করি কিছু আর্ট করার। যদিও এত বেশি সময় পাইনা। যখন সময় পাই তখন চেষ্টা করি। মাঝেমধ্যে পেন্সিল দিয়ে আর্ট করার চেষ্টা করি।


সৃজনশীলতা যে কোন ভাবেই সেটা উপস্থাপন করা হতে পারে, খুব সাধারণ কিছুর মাঝেও যেমন মনের কল্পনা কিংবা আবেগ উপস্থাপন করা যায়। ঠিক তেমনি খুব কঠিন কিছুর মাধ্যমেও সেটাকে ফুটিয়ে তোলা যায়। আসলে বিষয়টি হলো নিজের কল্পনা এবং হৃদয়ের ভেতরে থাকা ভাবনাগুলোকে একটু ভিন্নভাবে প্রকাশ করার চেষ্টা করা। আমরা অনেক সময় বলে থাকি যে, এটা আমার দ্বারা সম্ভব না কিংবা আমি হলে এটা করতে পারতাম না, সেটা মোটেও ঠিক না। আপনি আমিও যদি একটু চেষ্টা করি ভেতরে থাকা কল্পনাশক্তিকে একটু প্রকাশ করার চেষ্টা করি, তবে অবশ্যই সেটা করতে পারবো। হতে পারে সেটা অন্যদের মতো অতো বেশী সুন্দর হবে না, সেটা শুধুমাত্রই আমার মতো হবে।

স্কুল জীবনে আমিও এমন অনেক কিছু ড্রযিং করার চেষ্টা করেছি, তখন কিন্তু আমিও অনেক ক্ষেত্রে প্রশংসার পাত্র হয়েছি কিন্তু এখন দেখেন একদমই কিছু পারি না। না না না পারি না বললে ভুল হবে বরং চেষ্টা করি না। ঐ যে কল্পনাশক্তি ভিন্ন দিকে ধাবিত হয়ে গেছে হি হি হি। তবে হ্যা, চেষ্টা নেই তাই একটা ভয় তৈরী হয়ে গেছে যে হয়তো কিছুই পারবো না, আবার সময়েরও একটা বিষয় আছে, সেই দিক হতে কোন কিছুই হয়ে উঠে না। তবে এটা অস্বীকার করার উপায় নেই যে, সৃজনশীলতার বিষয়টি তখনই সুন্দরভাবে প্রস্ফুটিত হয়ে থাকে যখন চেষ্টাটা ধারাবাহিক গতিশীল ভূমিকায় চলে আসে। প্রতিটি ক্ষেত্রে এটা বাস্তব সত্য।


ফটো.jfif

ছবিটি @samhunnahar আপুর ব্লগ থেকে নেওয়া।

আজকের ফিচার্ড পোষ্ট বাছাই করতে গিয়ে আমার কাছে এই আর্ট পোস্টটি ভালো লেগেছে কারন খুব সিম্পলভাবে দারুণ একটা প্রাকৃতিক দৃশ্য উপস্থাপন করেছেন। দেখুন যারা চেষ্টা করতে চায় কিংবা কিছু আর্ট করতে গিয়ে দ্বিধাবোধ করেন, তাদের জন্য এই ধরনের আর্টগুলো দারুণ কিছু হতে পারে। এই জাতীয় কিছু আর্ট করার মাধ্যমে নিজের দক্ষতা বাড়ানোর চেষ্টা করতে পারে, তাহলে অন্তত কিছু একটা তৈরীর ক্ষেত্রে নতুনভাবে সাহস ফিরে পাবেন। আমার কাছে এটা দারুণ লেগেছে এবং আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে।

ধন্যবাদ সবাইকে।

Banner 3 years.png

Banner PUSS.png

Sort:  
 5 months ago 

আপনি সব সময় বলে থাকেন ভাইয়া আপনার এই যুক্তিভিত্তিক কথাগুলো আমার কাছে সব সময় ভালো লাগে। আমি আপনার সাথে একমত, পানি না বলতে কিছু নেই। যদি চেষ্টা করি আমরা সবকিছুতে সফল হতে পারি। হয়তো অন্যদের মতো সুন্দর কিছু পারবো না। নিজের ভিতর লুকিয়ে থাকা প্রতিভাগুলোকে আমরা নিজের মতো করে সাজিয়ে নিতে পারি। নিজের মতো করে মনের ভাবগুলোকে প্রকাশ করতে পারি। হয়তো কঠিন কিছু্র মাধ্যমেও সেটা প্রকাশ করতে পারি। আবার আবার সহজ ভাবেও সুন্দর করে অনেক কিছু শেয়ার করা যায়। আমি মনে করি সৃজনশীলতার কোন বিকল্প নেই। আমরা যে কোনভাবেই সেই সৃজনশীলতাকে সবার সাথে শেয়ার করে নিতে পারি। অনেক ভালো লাগলো আমার এই পোস্ট ফিচারড আর্টিকেলে নির্বাচন করার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

 5 months ago 

@samhunnahar আপুর এই পেইন্টিং আমার কাছে অনেক ভালো লেগেছিল। আপু খুব সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং শেয়ার করেছেন। এই ধরনের দৃশ্য দেখতে সবার কাছেই অনেক ভালো লাগে। আপুর এই পেইন্টিং আজকের ফিচারড আর্টিকেলের সেরা পোস্ট হিসেবে সিলেক্ট করা হয়েছে দেখে খুব ভালো লাগলো।

 5 months ago 

আজকের এই ফিচারড আর্টিকেল পোস্টে শামসুন্নাহার আপুর পোস্ট দেখে অনেক বেশি ভালো লাগলো। আসলে চেষ্টা করলে সব কিছুই সম্ভব। পারিনা বলতে কোনো কিছুই নেই। আমরা যদি চেষ্টা করি তাহলে অসম্ভবকেও অসম্ভব করতে পারবো। তাই চেষ্টা করা থেকে বিরত থাকলে আমাদেরকে চলবে না। অবশ্যই প্রতিনিয়ত চেষ্টা করতে হবে। ধন্যবাদ এই পোস্টটি সিলেক্ট করার জন্য।

 5 months ago 

সামসুন্নাহার আপু খুব ভালো একজন ব্লগার। আপুর অনেক ক্রেয়েটিভিিট রয়েছে যা প্রশংসা করলে শেষ হবে না। আপু খুব দক্ষতার সাথে তার প্রতিটি পোস্ট শেয়ার করে। গতকাল আপুর এই পেইন্টিংটি আমার ভীষণ ভালো লেগেছে। আজ যখন দেখলাম আপুর এই পোইন্টিংটি ফিচারড অব আর্টিকেলে গেছে তখন আরও ভালো লাগলো। সিম্পল এর মধ্যে পেইন্টিংটি রংতুলির ক্যানভাসে চমৎকার ফুটিয়ে তুলেছে। আসলে পারি না বলে থেমে থাকলে হবে না।চেষ্টা করলে সবাই তার কল্পনা দিয়ে ভালো কিছু করতে পারে। তবে তার জন্য প্রয়োজন চেষ্টা আর ইচ্ছা। ধন্যবাদ আপুর এই পেইন্টিংটি ফিচারড অব আর্টিকেলের জন্য সিলক্ট করায়।

 5 months ago 

প্রথমেই শামসুন্নাহার আপুকে জানাই অনেক অনেক অভিনন্দন। প্রত্যেকটা কাজে আমাদেরকে অবশ্যই চেষ্টা করতে হবে। চেষ্টা করার ফলে সবকিছুই সম্ভব হবে। তিনি যদি প্রতিনিয়ত আর্ট করার জন্য চেষ্টা করে যান, তাহলে অনেক সুন্দর সুন্দর আর্ট করতে পারবেন পরবর্তীতেও। আপুর এই পোস্টটি ফিচারড আর্টিকেল হিসেবে বাছাই করার জন্য ধন্যবাদ।

 5 months ago 

ফিচারড আর্টিকেলে শামসুন্নাহার আপুর নামটি দেখে অনেক ভালো লাগলো। চেষ্টা করলে সেই ব্যক্তি সফলতার দ্বারপ্রান্তে যেতে পারে।যেকোনো কাজ প্রথম দিকে নাও ভালো হতে পারে কিন্তু চেষ্টার মাধ্যমে সেই কঠিন কাজটিও অনেক সুন্দরভাবে করা সম্ভব। আপুর পেইন্টিং টি অনেক সুন্দর ছিল। খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন।অনেক ধন্যবাদ পোস্টটি ফিচারড আর্টিকেলে সিলেক্ট করার জন্য।

 5 months ago 

শামসুন্নাহার আপুর এই আর্টটি সিম্পল কিন্তু বেশ সুন্দর। আর চেস্টার দ্বারা সব কিছুই সম্ভব। চেস্টার মাধ্যমে মানুষ অসম্ভবকেও সম্ভব করে তুলতে পারে। তাই সবার চেস্টা চালিয়ে যেতে হবে। একদিন ঠিক তার লক্ষ্যে পৌঁছাতে পারবেই। অনেক অভিনন্দন শামসুন্নাহার আপুকে।

 5 months ago 

শামসুন্নাহার ম্যাম এর আর্ট পোস্টটি খুবই সুন্দর ছিল।কালার কম্বিনেশন সবকিছুর সাথে বেশ ফুটে উঠেছে।আর্টটি ফিচার্ড পোস্টে দেখতে পেয়ে ভালো লাগলো,ধন্যবাদ।