"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৫৯৮ [ তারিখ : ১৬ - ০৩ - ২০২৫]

Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @purnima14


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

আমি পূর্ণিমা বিশ্বাস, আমার ইউজার নেম @purnima14। আমি আমার মাতা-পিতা এবং নিজের মাতৃভূমি ও মাতৃভাষাকে ভালবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে সিভিল টেকনোলজিতে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, কবিতা লিখতে ও আবৃত্তি করতে, গান শুনতে, যেকোনো ধরনের রেসিপি তৈরি করতে ও প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে কাজ করতে পেরে আমি গর্বিত।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

Screenshot_20250316_041656_Chrome.jpg


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


Screenshot_20250316_041625_Chrome.jpg

আমার জন্মদিনে কাটানো মুহূর্ত। by @purnima14 ( date 15.03 .2025 )

আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমি নিজেও ভালো আছি। আমি সবসময় চেষ্টা করি নিজেকে হাসি খুশি রাখার। আমি "আমার বাংলা ব্লগের" মাধ্যমে আপনাদের সামনে আমার ক্রিয়েটিভিটি তুলে ধরবো।আজ আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছে। জন্মদিন দিনটা আমাদের সবার কাছে স্পেশাল। তেমনি আমার কাছেও স্পেশাল। যদিও জন্মদিন আনন্দের কোন বিষয় না। জন্মদিন আশা মানে জীবন থেকে একটা বছর কমে যাওয়া। তারপরেও আমরা বেশ আনন্দ করি জন্মদিনটা পালন করি। কালকে ছিল আমার জন্মদিন। দিনটা মোটামুটি ভালোই কেটেছিল।জন্মদিনে কাটানো মুহূর্তগুলোই আজ আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক।--


শেষ রাতের দিকে যখন কমিউনিটির পোস্টগুলো চেক করছিলাম, তখন মুহূর্তেই অথরের পোস্টটা চোখে পড়েছিল, অথরকে শুরুতেই জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। বেশ আনন্দঘন মুহূর্তের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছিলাম তার পোষ্টের মাধ্যমে, তাছাড়াও নিজের জন্মদিনে কাটানো মুহূর্ত নিয়ে সাবলীল ভাবে লেখার চেষ্টা করেছে অথর।

এবার নিয়ে তার দুটো জন্মদিন রোজার মধ্যেই পালিত হলো, তারপরেও সে তার জায়গা থেকে চেষ্টা করেছে যথাসম্ভবভাবে দিনটা পালন করার জন্য। জন্মদিন নিয়েও দারুণ কিছু কথা বলেছেন, বয়স বেড়ে যায় আর জীবন থেকে একটি করে বছর কমে যায়। অনেক ভারী কথা, তবে চিরন্তন সত্য।

জন্মদিনের পরের দিন থেকে আবার তার পরীক্ষা, সেটা নিয়েও অথর বেশ চিন্তিত। যাইহোক আনন্দঘন সময়ে মানুষকে আরও আনন্দিত করতে আমি ব্যক্তিগতভাবে বেশ পছন্দ করি , তাই আজকের ফিচার্ড পোস্ট হিসেবে অথরের পোস্ট কে মনোনীত করলাম।

তার আগামী দিনগুলো আরো সুন্দর হোক, এমনটাই প্রত্যাশা ব্যক্ত করছি।


6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjnzw4n5egz55wdxTw2GEfY8y1C5cfDWfFe1uVZHC2LopoEUUJAEcfFYcMt8U5hin6YVusV3ZQoAzvorvXUz.jpeg

ছবিটি পূর্ণিমা আপুর ব্লগ থেকে নেওয়া হয়েছে।

ধন্যবাদ সবাইকে।

Sort:  

Your post is manually
rewarded by the Steem-Bingo

montasje steem-bingo 5 500 x 441.jpg

STEEM-BINGO, a new game on Steem
Good luck and have fun playing Steem-Bingo!

How to join, read here

Prize pool: 112.5 Steem

 8 days ago 

পূর্ণিমা বোনের জন্মদিন উপলক্ষে এই পোস্ট গতকাল তার ব্লগে দেখেছিলাম। ফিচার হিসাবে নির্বাচিত হতে থেকে খুব ভালো লাগলো। তার জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা রইল। ভবিষ্যতে এমন জন্মদিন আবার ফিরে ফিরে আসুক এবং তার জীবনের শ্রীবৃদ্ধি সূচনা হোক সেই প্রার্থনাই করি।

 8 days ago 

গতকালকে পূর্ণিমা আপুর এই পোস্টটা পড়েছিলাম। আপু এই পোস্টটা ফিচারড আর্টিকেলে দেখে আমার কাছে অনেক ভালো লাগলো। তিনি নিজের জন্মদিনের অনেক সুন্দর একটা মুহূর্ত সবার মাঝে শেয়ার করেছেন। অনেক ধন্যবাদ এই পোস্টটা ফিচারড আর্টিকেল হিসেবে মনোনীত করার জন্য।

 8 days ago 

ফিচার্ড আর্টিকেলে বেশ দারুন একটি পোস্ট সিলেক্ট করা হয়েছে।পূর্ণিমা আপুর পোস্ট দেখে অনেক ভালো লাগলো। নিজের জন্মদিনে দারুন অনুভূতি আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ পোস্টি ফিচারড আর্টিকেলে মনোনীত করার জন্য।

 8 days ago 

প্রথমেই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই ভাইয়া আমার পোস্টটি ফিচারড আর্টিকেল হিসেবে মনোনীত করার জন্য। পরীক্ষার টেনশনের সঙ্গে জন্মদিনটা মোটামুটি ভালোই কেটেছিলো।জন্মদিনের পোস্টটি ফিচারড হিসেবে দেখতে পেয়ে আনন্দটা দ্বিগুণ হয়ে গেছে। আজকে পরীক্ষা ছিলো।হঠাৎ করে সকালবেলা এই পোস্টটি দেখতে পেয়ে বেশ আনন্দিত হয়েছিলাম। আনন্দ আর টেনশন একসাথে ভালোই লাগছিলো।পরীক্ষার টেনশনে তখন আর কমেন্ট করে আমার অনুভূতি জানাতে পারিনি। এখন পরীক্ষা দিয়ে এসেই আগে অনুভূতি শেয়ার করলাম।

 8 days ago 

গতকাল যখন পূর্ণিমা আপুর পোস্টটা পড়ছিলাম তখন খুবই ভালো লেগেছে। আসলে নিজের জন্মদিনের মুহূর্তগুলো যদি প্রিয় মানুষদের সাথে কাটানো যায় তখন অনেক বেশি ভালো লাগে। তার এই পোস্টটাকে ফিচার্ড আর্টিকেল হিসেবে সিলেক্ট করা হয়েছে দেখে খুবই ভালো লাগলো।

 8 days ago 

পুর্ণিমাকে জন্মদিনের শুভেচ্ছা 🎆💥💝
জন্মদিনের মুহুর্ত শেয়ার করে ফিচার্ড আর্টিকেল এ স্থান পেয়ে পূর্ণিমার আনন্দ আরো বহুগুণ বেড়ে গিয়েছে তা অনুমান করেই নিচ্ছি। আগামী জীবন আরোও সুন্দর ও আনন্দঘন হয়ে উঠুক, সেই শুভকামনা পুর্ণিমার জন্য।

 6 days ago 

প্রথমেই পূর্ণিমা আপুকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। আসলে রোজার মধ্যে জন্মদিন সেভাবে পালন করা যায় না। আমার জন্মদিন আগামী কালকে। অর্থাৎ রমজান মাসে জন্মদিন পড়ে গেলো। যাইহোক পোস্টটি দারুণ হয়েছে। এতো চমৎকার একটি পোস্ট ফিচার্ড আর্টিকেল হিসেবে বাছাই করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।