"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড # ৪৫৪ [ তারিখ : ১২-১০-২০২৪ ]

Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


DIY ||| এসো নিজে করি |||ভালোবাসা ও স্বপ্নের পুস - @saymaakter


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

অথরের নাম- মোছাঃ সায়মা আক্তার। স্টিমিট আইডি- @saymaakter । জাতীয়তা - বাংলাদেশী। তিনি একজন ব্লগার, উদ্যোক্তা এবং শিক্ষিকা। উন কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। সব সময় অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে তার খুব ভালো লাগে। তাই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করেন এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখতে চান। বর্তমানে স্টিমিট জার্নির বয়স ২ বছর চলমান।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

Untitled-1.png
Untitled-2.png


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


Image.jfif

DIY ||| এসো নিজে করি |||ভালোবাসা ও স্বপ্নের পুস - @saymaakter (১২/১০/২০২৪ )

আমি প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি আপনাদের মাঝে ইউনিক কিছু নিয়ে হাজির হতে। তাই আমি আজ আপনাদের মাঝে একটি ডাই পোস্ট নিয়ে হাজির হয়েছি।ডাই ইভেন্টের একটি নতুন আইডিয়া নিয়ে নতুনত্ব ভাবে পোস্টটি আপনাদের মাঝে শেয়ার করলাম।আশা করছি আপনাদের ভালো লাগবে। পুস আমাদের সকলের স্বপ্নের ভালোবাসা। পুসকে কেন্দ্র করে আমাদের সকলের হৃদয়ের টানের যেন শেষ নেই। যতই দিন যাচ্ছে পুসের প্রতি ভালোবাসা আমাদের সকলের অনেক বেড়ে যাচ্ছে।
পুসের প্রতি ভালোবাসায় আমি আজ আপনাদের মাঝে ইউনিক ডাই ইভেন্টস এর পোস্ট নিয়ে হাজির হয়েছি।নতুন কিছু করার চেষ্টা করেছি। যখন এই ডাইপোস্ট তৈরি করছিলাম তখন বারবার এলোমেলো ও ছড়িয়ে যাচ্ছিল তারপরও আমাদের পুস চিন্তা মাথায় রেখে ধৈর্যের সাথে এই পোস্টটি তৈরি করেছি এবং আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি। চলুন আর কথা না বাড়িয়ে পুস প্রাকৃতিক সবুজের সতেজতা ও সৌন্দর্যে বসে থাকার একটি ডাই কিভাবে তৈরি করেছি চলুন দেখে নেওয়া যাক। ----


সৃজনশীলতা এবং আমাদের অন্তর্দৃষ্টির চমৎকার প্রকাশ দুটো যখন একই সুতোয় বাঁধা হয় তখন দারুণ কিছু উপস্থাপন করা সহজ হয়। সৃজনশীলতার বিষয়টিকে এই জন্য আমি একটু বেশী প্রাধান্য দেয়ার চেষ্টা করি, একটু বেশী সমর্থন করার চেষ্টা করি এবং আমার দৃষ্টিতে এটা করাই উচিত। কারন এই বিষযটি সত্যি সহজসাধ্য কিছু না। দেখুন হয়তো মনে মনে আপনি আমি অনেক কিছুই কল্পনা করি কিন্তু যখন সেটা বাস্তবায়ন করতে চাই তখন দেখবেন বিষয়টি প্রকৃতপক্ষে কতটা কঠিন এবং কষ্টকর। আমি নিজেও এমন অনেক ঘটনার স্বাক্ষী, ভয়ে আর সেইদিকে যাইনি, হি হি হি।

আজকে অবশ্য অনেকগুলো ডাই পোষ্ট ছিলো এবং অনেকটা চিন্তায় পড়ে গিয়েছিলাম কোনটা রেখে কোনটাকে প্রাধন্য দিবো। কারন চেষ্টা এবং উপস্থাপন এর বিবেচনায় সবগুলোই ফিচার্ড হওয়ার যোগ্য। তবে যেহেতু $PUSS এর বিষয়টিও এখানে এখন আমরা প্রাধান্য দিচ্ছি সেহেতু আমি এই পোষ্টটিকে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। তবে এটাও খুব সহজসাধ্য কিছু ছিলো না, কালার এবং আকৃতির বিয়ষটিকে খুবই সযত্নে এখানে উপস্থাপন করা হয়েছে। যার কারনে শেষের দৃশ্যটিতে একটা পুর্ণাঙ্গতা এসেছে এবং সেটা দেখতেও অনেকটা সুন্দর হয়েছে।


Image-2.jfif

ছবিটি @saymaakter আপুর ব্লগ থেকে নেওয়া।

আমার কাছে আসলে চেষ্টা এবং উপস্থাপন করার ভঙ্গিটি বেশী ভালো লাগে। দেখুন কথার মার প্যাঁচে হয়তো আমরা অনেক কথাই বলতে পারি এবং অনেক কিছুই উপস্থাপন করতে পারি কিন্তু সেটা ভিউয়ারদের কাছে কতটা ভালো লাগবে সেটা দেখার বিষয় আছে। আজকের ফিচার্ড পোষ্টের জন্য এটা অবশ্যই উপযুক্ত এবং আইডিয়াটি যথেষ্ট ভালো ছিলো। হ্যা, এটা হতে পারতো যে বিয়ষটিকে আরো বেশী আকৃষ্ট করার যথেষ্ট সুযোগ ছিলো, তবুও বেশ ভালো হয়েছে। তাই আশা করছি আজকের ফিচার্ড পোষ্ট আপনাদের কাছেও ভালো লাগবে।

ধন্যবাদ সবাইকে।

Banner 3 years.png

Banner PUSS0.png

Sort:  
 3 months ago 

সায়মা আপুর জন্য শুভকামনা রইলো। আজকের ফিচারড আর্টিকেলে আপুর এই চমৎকার পোস্ট নির্বাচিত করা হয়েছে দেখে ভালো লাগলো।

 3 months ago 

আপনার মন্তব্যটি পড়ে অনেক ভালো লাগলো ভাই। অসংখ্য ধন্যবাদ।

 3 months ago 

সায়মা আক্তার আপু নিজের সৃজনশীলতাকে কাজে লাগিয়ে অনেক সুন্দর একটা ডাই তৈরি করেছেন। আপুর তৈরি করা এই ডাই আমার তো অনেক বেশি পছন্দ হয়েছে। সবকিছু ভালোভাবে বিবেচনা করে এই পোস্টটি ফিচারড আর্টিকেল হিসেবে সিলেক্ট করার জন্য অনেক বেশি ধন্যবাদ।

 3 months ago 

চেষ্টা করেছি আপু ব্যতিক্রম কিছু করার এবং সবার যাতে নজরে আসে এই বিষয়টি মাথায় রেখে কাজ করার।

 3 months ago 

ডাইটি তৈরি করার সময় পুঁথি গুলো বারবার এলোমেলো হয়ে যাচ্ছিল এবং বারবার এই জিনিসগুলো সেট করতে খুব বিরক্তই হচ্ছিল। তবে সম্পূর্ণ কাজটি ধৈর্য ধারণ করে করাটা সার্থক। যে আমার এই পোস্টটি আজকে ফিচার আর্টিকেল স্থান পেয়েছে। ভাই আপনার কাছে যে আমার এই ডাই পোস্টটি ভালো লেগেছে এজন্য আপনাকে জানায় অনেক অনেক ধন্যবাদ।

 3 months ago 

সায়মা আপুর এই পোস্ট দেখেছিলাম তিনি পুস নিয়ে খুবই ইউনিক একটি পোস্ট শেয়ার করেছেন। আপুর আইডিয়া খুবই ইউনিক ছিল। পুঁতির সাহায্য খুব সুন্দর ভাবে পুস এর ডাই তৈরি করেছেন। এই ধরনের কাজ করা খুবই সময়সাপেক্ষ। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট ফিচারড আর্টিকেলের সেরা পোস্ট হিসেবে সিলেক্ট করার জন্য।

 3 months ago 

এভাবে সুন্দর মন্তব্য করে উৎসাহ দিয়ে পাশে থাকবেন আপু সব সময়।

 3 months ago 

সায়মা আপুর জন্য শুভকামনা রইল, আজকের ফিচারড আর্টিকেলে আপু পোস্ট দেখে ভীষণ ভালো লেগেছে। তিনি ইউনিক একটি পোস্ট শেয়ার করেছেন৷ পুঁতির সাহায্য খুব সুন্দর ভাবে পুশ তৈরি করেছেন দেখে মুগ্ধ হয়েছি।

 3 months ago 

চেষ্টা করেছি একটু ব্যতিক্রম কিছু করার ভাই।আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 months ago 

আসলে আপুর দক্ষতার প্রশংসা করতে হয়। দক্ষতা আর হাতে সময় থাকলে অনেক কিছু করা সম্ভব। ভালোবাসা ও স্বপ্নের পুস দেখে খুব ভালো লাগলো। এই ডাই পোস্টটি খুব দুর্দান্ত হয়েছে। আজকের ফিচারড আর্টিকেলে আপুর এই চমৎকার পোস্ট নির্বাচিত করা হয়েছে দেখে ভালো লাগলো।

 3 months ago 

ঠিক বলেছেন ভাই। এই ধরনের ডাই তৈরি করতে গেলে পর্যাপ্ত সময় হাতে না থাকলে আসলে সম্ভব না।