"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৫৪২ [ তারিখ : ১১-০১- ২০২৫ ]
বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @mdemaislam00
অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ
অথরের নামঃ ইমা ইসলাম । জাতীয়তাঃ বাংলাদেশী। বর্তমানে তিনি মেহেরপুর জেলার গাংনি থানায় জুগিরগোফা গ্রামে বসবাস করেন। । পেশাঃ গৃহিনী । শিক্ষাগত যোগ্যতা: তিনি দশম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেছেন । শখঃ- বিভিন্ন ধরণের নতুন নতুন রেসিপি এবং ক্রাফট তৈরি করতে তার খুব ভালো লাগে। স্টিমিট ক্যারিয়ারঃ অক্টোবর, ২০২১ সালে তিনি স্টিমিটে যুক্ত হন। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে যুক্ত হন ২০২১ সালের ডিসেম্বর মাসের ২৫ তারিখে।
এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :
মেচরি ভুনা রেসিপি by @mdemaislam00 (date 11.01.2024 )
আজ ফিচার আর্টিকেল নির্বাচনের সময় খুব কনফিউজড ছিলাম। দুটো দারুণ রেসিপি আর একটি লাইফস্টাইল পোস্ট প্রাথমিকভাবে বাছাই করেছিলাম। কিন্তু এই রেসিপিটি ফাইনাল করলাম৷ এটি এমন একটি রেসিপি যেটা যেমন সহজলভ্য, তেমনি স্বাস্থ্যকর। পুঁইশাকের জালনা আগে প্রায় বাড়িতেই দেখা যেত। এই ফল যখন পেকে যেত, ছোটবেলায় আমরা সেগুলো সংগ্রহ করে রঙ তৈরি করতাম। হাত রাঙ্গাইতাম। তখন যানতামই না এটা খাওয়া যায়।
এই ফল দেখলেই সেই সুন্দর শৈশবের কথা মনে পড়ে। যাইহোক, এটা কিন্তু খুবই জনপ্রিয় খাবার। এটি ভাজি খেয়েছি শুধু । এই মেচরি ফল যে ভুনা করেও খাওয়া হয় সেটা জানতাম না।
আজকের ফিচার আর্টিকেলের অথর রেসিপিটি সুন্দর ভাবে তার পোস্টের মাধ্যমে তুলে ধরেছেন। প্রতিটি স্টেপ এর বিশ্লেষণ লিখেছেন। সহজ ও সাবলীলভাবে কন্টেনটি তৈরি করেছেন। প্রতিটি বিষয় বিবেচনা করে আজকের এই পোস্টটি ফিচার আর্টিকেল হিসেবে নির্বাচন করা হলো।
আজকের ফিচারড আর্টিকেলের জন্য @mdemaislam00 আপুর রেসিপি পোস্ট সিলেক্ট করা হয়েছে দেখে খুব ভালো লাগলো। পুঁই শাকের বিচি ভাজি খেতে খুব ভালো লাগে। তবে এভাবে কখনও ভাজি করে খাওয়া হয়নি। গরম ভাতের সাথে এই রেসিপি খেতে দারুণ লাগে। আপুর এই রেসিপি খুবই ইউনিক লেগেছে।
আজকের এই ফিচার্ড আর্টিকেলে ভিন্ন রকমের একটা রেসিপি পোস্ট দেখলাম। যে রেসিপিটা ছিল একেবারে ইউনিক। এই রেসিপি পোস্ট ফিচার্ডে দেখে আমার কাছে অনেক ভালো লেগেছে। অনেক ধন্যবাদ এই পোস্টটা ফিচারড হিসেবে মনোনীত করার জন্য।
ফিচারড আর্টিকেলে ইউনিক একটি রেসিপি পোস্ট দেখে অনেক ভালো লাগলো।পুইশাকের বিচি ভাজি রেসিপিটি যদিও খাওয়া হয়নি।চেষ্টা করব রেসিপিটি তৈরি করার জন্য। অনেক ধন্যবাদ লোভনীয় একটি রেসিপি ফিচার্ড আর্টিকেলে মনোনীত করার জন্য।