"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৪৬৯ [তারিখ : ২৭-১০-২০২৪]


Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @bdwomen


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

অথরের নাম-আকলিমা আক্তার মুনিয়া। জাতীয়তা- বাংলাদেশী। শখ-ছবি আঁকা, এছাড়াও তিনি বিভিন্ন রকমের কারুকাজ করতে পছন্দ করেন । তিনি বাড়িতে বসে বিভিন্ন রকমের রিসাইক্লিং করতে পছন্দ করেন। শিক্ষাগত যোগ্যতা- একাদশ শ্রেণিতে পড়তেন। স্টিমিট ব্লগিং ক্যারিয়ার-২০২১ সালের অক্টোবর মাসে স্টিমিটে জয়েন করেছিলেন এবং এখন মোট ব্লগিং ক্যারিয়ারের বয়স তিন বছর পূর্ণ করেছেন।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

1000048184.jpg


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


1000048173.jpg

কাঠের উপরে আঁকা ফুলের বাগানের পেইন্টিং by @bdwomen (তারিখ ২৭-১০-২০২৪)

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদেরকে সুন্দর একটা পেইন্টিং করে দেখাবো। এরকম পেইন্টিং গুলো করতে আমার কাছে অনেক ভালো লাগে। তাই আমি সবসময় ভিন্ন ধরনের আর্ট গুলো করার চেষ্টা করি। সব সময় তো খাতার উপরে সুন্দর পেইন্টিং করার চেষ্টা করি। কিন্তু মাঝেমধ্যে কিছু জিনিসের উপরে পেইন্টিং করতে আমার কাছে আরো বেশি ভালো লাগে। ঠিক তেমনি আজকে একটি কাঠের উপরে খুব সুন্দর একটি ফুলের বাগানের পেইন্টিং করলাম। সত্যি বলতে এই কাঠের উপরে রংগুলো কেন জানি মেশানো যাচ্ছে না।।…


আমার বাংলা ব্লগ, সদস্যদের তাদের শৈল্পিক দিকটা সকলের সামনে তুলে ধরার জন্য সব সময় উৎসাহ দেয়। সেই জন্য নানান সময় আমার বাংলা ব্লগের সদস্যদের থেকে খুব সুন্দর আর্ট, DIY পোস্ট আমরা দেখতে পাই। যখন কোনো ভালো কিছু দেখবেন তখন তো চোখ আটকে যাবেই। আজ তেমনিই যখন আমার বাংলা ব্লগে স্ক্রল করছিলাম তখন @bdwomen এর পোস্টটা নজর টেনে নিলো। বিশেষ করে তার আর্ট করার ভাবনা। যে জিনিসকে ক্যানভাস হিসেবে ব্যাবহার করা হয়েছে সেটা ইউনিক।

কাঠের উপরে আঁকা! ভাবনাটা সত্যিই অন্য ধরনের। আর ক্যানভাস হিসেবে যে জিনিসকে বেছে নেওয়া হয়েছে, সেটা আমার কাছে খুব মজার লেগেছে। আবার ক্যানভাসটা খুবই উপযোগী। কেউ যদি বারবার ব্যবহার করতে চায় তাও সম্ভব হবে। হয়তো ক্যানভাস টার মাপ অনুযায়ী সব আঁকা ভালো লাগবে না তবে উনি যে ধরনের প্রাকৃতিক দৃশ্য আঁকার জন্য বেছে নিয়েছেন সেটা খুবই সুন্দর হয়েছে।


1000048173.jpg

ছবিটি @bdwomen ব্লগ থেকে নেওয়া হয়েছে।

ধন্যবাদ সবাইকে।

Sort:  
 26 days ago 

আজকের ফিচার্ট আর্টিকেল হিসাবে মুনিয়া আপুর চমৎকার এই পোস্ট দেখতে পেয়ে আমি সত্যি আনন্দিত।এক কথায় বলতে কাঠের উপর আর্ট করা মুনিয়া আপুর সেই ফুল বাগানের পেইন্টিং জাস্ট অসাধারণ হয়েছে।আপুর জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 25 days ago 

আসলে আমার কাছে যে কোন জিনিসের উপরে পেইন্টিং করতে অনেক ভালো লাগে

 26 days ago 

আজকের ফিচার্ট আর্টিকেলে মুনিয়া আপুর চমৎকার জল রং দিয়ে আঁকা পেইন্টিং পোস্ট দেখে খুব ভালো লাগলো। তার পেইন্টিং বেশ দুর্দান্ত হয়েছে। কাঠের উপরে আঁকা পেইন্টিং বেশ অসাধারণ হয়েছে। তার জন্য শুভকামনা রইলো।

 25 days ago 

ঠিক বলেছেন ভাইয়া যে কোন জিনিস ভেবে চিন্তে কাজ করলে দেখতেও ভীষণ ভালো লাগে। আর আমার কাছে এমনিতে বিভিন্ন রকম জিনিসের উপরে আর্ট করতে অনেক ভালো লাগে। আজকে আমার এই কাঠের উপরে আর্ট আপনার ভালো লেগেছে দেখে আমি আরো অনেক উৎসাহ পেলাম। রাতে যখন ফিচারড আর্টিকেল দেখেছিলাম তখন ভেবেছি হয়তো অন্য কারো নাম এসেছে। কিন্তু আজকে সকালে যখন পোস্টে ঢুকলাম তখন নিজের নামটা দেখে অবাক হলাম। যাই হোক পরবর্তী থেকে আরো ভালো কিছু করার চেষ্টা করব ধন্যবাদ।

 25 days ago 

ফিচারড আর্টিকেলে মুনিয়া আপুর পোস্টটি দেখে অনেক ভালো লাগলো।আপুর জল রং দিয়ে করা পেইন্টিংটি দেখে মুগ্ধ হয়ে গেলাম।অসাধারণ পেইন্টিং করে আপু। আপুর পেইন্টিং আমার অনেক ভালো লাগে। ধন্যবাদফিচারড আর্টিকেলে পোস্টটি মনোনীত করার জন্য।

 25 days ago 

আজকের ফিচারড আর্টিকেলে অনেক সুন্দর একটা পোস্ট দেখলাম। যেটা দেখে আমার কাছে অনেক ভালো লেগেছে। মুনিয়া আপু সব সময় অনেক সুন্দর সুন্দর পেইন্টিং করে থাকে, যেটা দেখলেই চোখ জুড়িয়ে যায়। তিনি অনেক সুন্দর করে কাঠের উপর এই পেইন্টিংটা করেছেন। উনার এত সুন্দর দক্ষতা মূলক কাজ দেখেই ভালো লাগলো।