"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৪১৩ [ তারিখ : ০১.০৯.২০২৪ ]

Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়েছে । এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @maria47


অথরের নামঃ মারিয়া মুক্তি । জাতীয়তা- বাংলাদেশী । বৈবাহিক অবস্থান- বিবাহিত এবং এক সন্তানের জননী । তার শখ- আর্ট করা, ছবি তোলা এবং বিভিন্ন যায়গায় ভ্রমন করা। স্টিমেট ব্লগিং ক্যারিয়ার শুরু- ২০২৩ সালের নভেম্বর মাসে। তিনি তার পরিশ্রম, মেধা এবং ঐকান্তিক প্রচেষ্টা দিয়ে আমার বাংলা ব্লগে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন।

এক নজরে তাঁর বিগত দিনের পোস্টগুলি :


IMG_20240901_214555.jpg

" আমার বাংলা ব্লগ" আজকের ফিচার্ড আর্টিকেল


IMG_20240901_214615.jpg

রেসিপি-চকলেট কেকের রেসিপি|| (তারিখ ০১.০৯.২০২৪)

আমি @maria47।আমি একজন বাংলাদেশী।আশা করছি আপনারা সকলে ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় ভালো আছি।আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিতে একজন নতুন সদস্য। আজকে আমি ভিন্ন ধরনের একটি রেসিপি আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি। আজকে আমি আপনাদের মাঝে চকলেট কেক তৈরির রেসিপি শেয়ার করতে যাচ্ছি। আশা করি সকলের কাছে অনেক ভালো লাগবে। কেক খেতে সবাই পছন্দ করে।আমারও কেক খেতে ভালো লাগে ।বিশেষ করে ছোট বাচ্চারা কেক খেতে বেশি পছন্দ করে।আর বাসার তৈরি কেক সবসময় স্বাস্থ্য সম্মত হয়।৩০ তারিখে আমার মেয়ের জন্মদিন ছিল।তাই আমি নিজের হাতে মেয়ের জন্য কেক তৈরি করেছিলাম।তাই মেয়ের জন্য এই চকলেট কেকের রেসিপিটি তৈরি করেছিলাম।আর সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। চলুন এবার দেখে নেওয়া যাক কিভাবে আমি রেসিপিটি তৈরি করেছি।


JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xzEAuxvPo7dWnNfuzdVAR7ubsykbBKhTEvXi5RiDK37puw2ZxiRVevgFD1LbhfcbvLaqiaQ7SBxibCPH1WAZhfqum6vDt.jpg



ছবিটি নেয়া হয়েছে @maria47 এর পোস্ট থেকে


আমি একজন ভোজন রসিক মানুষ। তাই আজকের ফিচার পোস্ট বাছাই করতে গিয়ে মারিয়া আপুর চকলেট কেকটি দারুন পছন্দ হয়ে গেলো। এমনিতে আমি কেক খেতে খুব পছন্দ করি। তারপরে সেই কেকটা যদি হয় এমন চমৎকার চেহারার। দেখেই মনে হচ্ছিল এটা থেকে এক টুকরো খেয়ে নেই। পোস্টটা ওপেন করে দেখতে পারলাম উনি কেক বানানোর প্রতিটা ধাপ অত্যন্ত সুন্দর করে দিয়েছেন। যে কেউ খুব সহজেই ধাপগুলো দেখে কেকটা তৈরি করতে পারবেন।

মারিয়া আপু অত্যন্ত বৈচিত্র্যময় একজন ব্লগার। তিনি দারুন সব রেসিপি পোস্ট করে থাকেন। সেই সাথে চমৎকার সব আর্ট পোস্টও করেন। তাছাড়া তিনি অসাধারণ গল্পও লিখতে পারেন। আবার জেনারেল রাইটিং পোস্টেেও তার বেশ দক্ষতা রয়েছে। সেই সাথে তিনি চমৎকার সব ফটোগ্রাফি পোস্ট শেয়ার করেন। একজন বিবাহিত মহিলা হয়েও তিনি চমৎকারভাবে তার সংসার সামলানোর পাশাপাশি ব্লগিং চালিয়ে যাচ্ছেন। কমিউনিটিতে তিনি দারুন ভাবে তার এংগেজমেন্টও ধরে রেখেছেন। আমি আশা করবো তিনি তার চমৎকার সৃজনশীলতা দিয়ে আমার বাংলা ব্লগকে আরো সমৃদ্ধ করবেন। আমি তার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি।


ধন্যবাদ

Sort:  
 3 months ago 

মারিয়া আপুর শেয়ার করা চকলেট কেক রেসিপি খুবই ভালো লেগেছে। বিশেষ করে ডেকোরেশন অনেক বেশি ভালো লেগেছে। আজকের ফিচারড আর্টিকেল পোস্টে মারিয়া আপুর এই পোস্ট সিলেক্ট করা হয়েছে দেখে ভালো লাগলো।

 3 months ago 

@maria47 আপু রেসিপি পোস্ট এই সপ্তাহে ফিচারড আর্টিকেলের সেরা পোস্ট হিসেবে সিলেক্ট করা হয়েছে দেখে খুব ভালো লাগলো। তিনি খুবই সুস্বাদু রেসিপি শেয়ার করেছেন। বিশেষ করে ডেকোরেশন খুব সুন্দর হয়েছে। চকলেট কেক খেতে খুব ভালো লাগে। আমার তো দেখেই খেতে ইচ্ছে করছে।

 3 months ago 

এমন লোভনীয় চকলেট কেক রেসিপি ফিচার্ড আর্টিকেলে যুক্ত হবে স্বাভাবিক। রেসিপিটা দেখতেই অনেক লোভনীয় লাগছে তাই উপযুক্ত সাপোর্ট পাবে।

 3 months ago 

আজকের ফিচারড আর্টিকেলে নিজের নাম দেখে খুবই ভালো লাগছে।এই চকলেট কেকের রেসিপি দেখতে যেমন লোভনীয় লাগছে খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল।আমার পোস্ট টি সিলেক্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 months ago 

গতকালকে মারিয়া আপুর এই পোস্টে আমার কমেন্ট করা হয়েছিল। আপুর পোস্টটি দেখে আমার নিজের কাছেও খুব ভালো লেগেছিল। মারিয়া আপু অনেক সুন্দর করে চকলেট কেক তৈরি করেছিলেন। আপুর তৈরি করা কেকটা দেখেই তো আমার ইচ্ছে করছিল নিয়ে খেয়ে ফেলতে। আজকের ফিচারড আর্টিকেল হিসেবে আপুর এই পোস্ট সিলেক্ট করা হয়েছে দেখে খুব ভালো লাগলো। অনেক অনেক ধন্যবাদ এই পোস্টটি সিলেক্ট করার জন্য।

 3 months ago 

মারিয়া আপু লোভনীয় একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন।আপুর চকলেট কেক টা দেখতে যেমন লোভনীয় লাগছে তেমনি খেতেও নিশ্চয়ই অনেক সুস্বাদু হয়েছিল।ডেকোরেশনটা অনেক সুন্দর ছিল।অনেক ধন্যবাদ পোস্টটি ফিচারড আর্টিকেলে সিলেক্ট করার জন্য ।

 3 months ago 

ফিচারড আর্টিকেল - রাউন্ড এ মারিয়া আপুর চকলেট কেক পোস্টটি স্থান পাওয়ার আপুকে অভিনন্দন। কেকের ডেকোরেশনটি কিন্তু দারুণ করেছেন আপু। বেশ লোভনীয় 👌।

 3 months ago 

আজকের এই ফিচারড আর্টিকেলে বেশ দারুণ একটা পোস্ট দেখলাম। মারিয়া আপুর এই পোস্টটি ফিচারড আর্টিকেল হিসেবে সিলেক্ট করা হয়েছে দেখেই তো, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তিনি অনেক বেশি সুন্দর ভাবে এই চকলেট কেক তৈরি করেছেন। চকলেট কেক দেখেই কিন্তু অনেক মজাদার বলে মনে হচ্ছে। আপুকে অনেক অনেক অভিনন্দন জানাই। আর এই পোস্টটা সিলেক্ট করার জন্য ও ধন্যবাদ।

"ধন্যবাদ! 🙏 আপুর কেক রেসিপির জন্য চমৎকার অভিনয়, গল্প ও ফটোগ্রাফিতে! 😊 আমি খুব সহজেই ধাপগুলো দেখে কেকটা তৈরি করতে পারব! 🍰

আমি আশা করবো এংগেজমেন্টটা আরো বৃদ্ধি পেয়ে চলে! 🤩

আপনার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি! 💖"