"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৫৭৫ [ তারিখ : ১৭ - ০২ - ২০২৫ ]
বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @kausikchak123
অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ
কৌশিক চক্রবর্ত্তী। নিবাস পশ্চিমবঙ্গের হুগলি জেলায়। পেশায় কারিগরি বিভাগের প্রশিক্ষক। নেশায় অক্ষরকর্মী। কলকাতায় লিটল ম্যাগাজিন আন্দোলনের সাথে দীর্ঘদিন যুক্ত৷ কলকাতা থেকে প্রকাশিত কবিতার আলো পত্রিকার প্রধান সম্পাদক। দুই বাংলার বিভিন্ন প্রথম সারির পত্রিকা ও দৈনিকে নিয়মিত প্রকাশ হয় কবিতা ও প্রবন্ধ। প্রকাশিত বই সাতটি৷ তার মধ্যে গবেষণামূলক বই 'ফ্রেডরিক্স নগরের অলিতে গলিতে', 'সাহেবি কলকাতা ও তৎকালীন ছড়া' জনপ্রিয়তা অর্জন করেছে। সাহিত্যকর্মের জন্য আছে একাধিক পুরস্কার ও স্বীকৃতি। তার মধ্যে সুরজিত ও কবিতা ক্লাব সেরা কলমকার সম্মান,(২০১৮), কাব্যলোক ঋতুভিত্তিক কবিতায় প্রথম পুরস্কার (বাংলাদেশ), যুগসাগ্নিক সেরা কবি ১৪২৬, স্রোত তরুণ বঙ্গ প্রতিভা সম্মান (২০১৯), স্টোরিমিরর অথর অব দ্যা ইয়ার, ২০২১, কচিপাতা সাহিত্য সম্মান, ২০২১ তার মধ্যে উল্লেখযোগ্য। ২০২৪ সালের মে মাসে স্টিমিটে যুক্ত হই।
এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :
কলকাতায় আয়োজিত হস্তশিল্প মেলায় কিছুক্ষণ সময় কাটানোর অনুভূতি। by @kausikchak123 ( date 16.02 .2025 )
যেমন ফটোগ্রাফি তেমন বর্ণনা, মনে হচ্ছিল যেন আমি নিজেই মেলায় ঘুরছি। এজন্য অবশ্য অথরকে ধন্যবাদ, কেননা আমাকে ভার্চুয়ালি মেলায় ঘোরার সুযোগ করে দেওয়ার জন্য।
এমনিতেই শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না, তার ভিতরে যখন এই রাত্রিবেলা কমিউনিটির পোস্ট গুলো চেক করছিলাম তখন অথরের পোস্টটা নজরে এসেছিল, ইচ্ছে করেই ঢুকে পড়লাম পোস্টের ভিতরে, বেশ দারুণ উপভোগ করলাম কলকাতার হস্তশিল্প মেলা।
প্রত্যেকটা স্টলের ছবিগুলো দারুণভাবে ক্যামেরাবন্দি করেছে অথর এবং চেষ্টা করেছে নিজের মতো করে বিভিন্ন পণ্যের বর্ণনা দেওয়ার। হয়তো এখানে আমরা একত্রে যুক্ত আছি বিধায়, সুযোগ হয়ে গেল ওপার বাংলার হস্তশিল্প মেলা দেখার। অথর যে বেশ আনন্দঘন মুহূর্ত কাটিয়েছে মেলায়, তার প্রমাণ হয়তো তার তোলা ছবিগুলো। আমার কাছে বেশি ভালো লেগেছে দেশীয় বাদ্যযন্ত্র গুলো দেখে, কেননা বাদ্যযন্ত্রের প্রতি দুর্বলতা আমার বহু আগে থেকেই। বলতে গেলে পুরো মেলাতেই ছিল চমকপ্রদ সব হাতের তৈরি বানানো পণ্য। তাই আমার জায়গা থেকে চেষ্টা করলাম, অথরকে একটু সম্মানিত করতে। তার চেষ্টাকে সাধুবাদ জানাই, কেননা হারিয়ে যাওয়া দেশীয় ঐতিহ্যগুলো সে বেশ ভালোভাবেই তার পোস্টের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছে। এটা সত্যিই প্রশংসনীয় ব্যাপার।
আমার পোস্টকে ফিচার আর্টিক্যাল হিসেবে নির্বাচিত করার জন্য অনেক ধন্যবাদ জানাই। আমি নিজের মতো চেষ্টা করেছি অভিজ্ঞতাটুকু আপনাদের সকলের সঙ্গে শেয়ার করতে। এই পোস্টটি যে আপনাদের পছন্দ হয়েছে সেটাই আমার কাছে অনেক বড় প্রাপ্তি। ফিচার আর্টিকেল হিসেবে নিজের পোস্টকে দেখতে পেয়ে ভীষণ ভালো লাগছে।
ফিচারড আর্টিকেলে কৌশিক দাদার পোস্টটি দেখে অনেক ভালো লাগলো । বেশ দারুন একটি পোষ্ট সিলেক্ট করা হয়েছে।দাদাকে অনেক অভিনন্দন। ধন্যবাদ পোস্টটি ফিচারড আর্টিকেলে মনোনীত করার জন্য।
আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেলে @kausikchak123 দাদাকে দেখে খুব ভালো লাগলো। আমি মনে করি এটি চমৎকার একটি উদ্যোগ। এই উদ্যোগের মাধ্যমে প্রতিদিন একটি করে ফিচারড আর্টিকেল আমরা দেখতে পাই। অনেক অনেক ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য ।
প্রথমেই আমাদের সবার প্রিয় কৌশিক দাদাকে জানাই অনেক অনেক অভিনন্দন। আজকের ফিচার্ড আর্টিকেল হিসেবে উনার এত সুন্দর একটা পোস্ট সিলেক্ট হয়েছে দেখে অনেক ভালো লাগলো। তিনি খুবই সুন্দর অনুভূতিমূলক একটা পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। অনেক ধন্যবাদ এই পোস্টটা ফিচার্ড হিসেবে মনোনীত করার জন্য।
কৌশিক দাদার পোস্ট ফিচার্ডে দেখে আমার অনেক ভালো লাগলো। খুব সুন্দর একটা মুহূর্ত আমাদের মাঝে তিনি শেয়ার করেছেন। উনার পোস্টটা দারুন ছিল। অনেক ধন্যবাদ এই পোস্টটি ফিচারড হিসেবে সিলেক্ট করার জন্য। আর উনাকে আমার পক্ষ থেকে জানাই অনেক অনেক অভিনন্দন।