"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৪৩৩ [তারিখ : ২১-০৯-২০২৩]
বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @kausikchak123
অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ
লেখকের নাম: কৌশিক চক্রবর্ত্তী। জাতীয়তা: ভারতীয়। পশ্চিমবঙ্গের হুগলি জেলার বাসিন্দা। পেশায় কারিগরি বিভাগের প্রশিক্ষক। তার ভাষায় উনি, অক্ষরকর্মী। কলকাতায় লিটল ম্যাগাজিন আন্দোলনের সাথে দীর্ঘদিন যুক্ত আছেন৷ কলকাতা থেকে প্রকাশিত কবিতার আলো পত্রিকার প্রধান সম্পাদক। দুই বাংলার বিভিন্ন প্রথম সারির পত্রিকা ও দৈনিকে নিয়মিত প্রকাশ হয় কবিতা ও প্রবন্ধ। প্রকাশিত বই সাতটি৷ তার মধ্যে গবেষণামূলক বই 'ফ্রেডরিক্স নগরের অলিতে গলিতে', 'সাহেবি কলকাতা ও তৎকালীন ছড়া' জনপ্রিয়তা অর্জন করেছে। সাহিত্যকর্মের জন্য আছে একাধিক পুরস্কার ও স্বীকৃতি। তার মধ্যে সুরজিত ও কবিতা ক্লাব সেরা কলমকার সম্মান,(২০১৮), কাব্যলোক ঋতুভিত্তিক কবিতায় প্রথম পুরস্কার (বাংলাদেশ), যুগসাগ্নিক সেরা কবি ১৪২৬, স্রোত তরুণ বঙ্গ প্রতিভা সম্মান (২০১৯), স্টোরিমিরর অথর অব দ্যা ইয়ার, ২০২১, কচিপাতা সাহিত্য সম্মান, ২০২১ তার মধ্যে উল্লেখযোগ্য।
এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :
আজকের সামাজিক পরিস্থিতির জন্য দায়ী কে? একটি সার্বিক আলোচনা। by @kausikchak123 (তারিখ: 20.09.2024)
বর্মানে আমাদের সমাজ আসলেই কোথায় চলেছে সেটা বোঝা মুশকিল। ধীরে ধীরে মানুষ কেমন যেন অমানুষ হওয়ার জন্য প্রবল প্রচেষ্টা করছেন। হয়তো আমরা আসলেই এমন স্বভাবের ছিলাম, যেটা আগে লুকিয়ে রাখতাম এখন সেটা ফুটে বেরিয়ে আসছে। কারণ যেটাই হোক আমাদের সার্বিক বিবেক বুদ্ধি যে নিম্নগতি সেটা প্রতিনিয়ত বুঝতে পারা যায়। শহর থেকে গ্রামাঞ্চল যেখানেই যান মানুষের মধ্যে অদ্ভুত ধরনের হিংস্রতা এবং অন্য মানুষের প্রতি কোন ধরনের দয়াবোধ না থাকার প্রবনতা দিন দিন বেড়ে চলেছে। আমি জানিনা তবে আমার মনে হয়, এটা অশিক্ষা নয় মূলত সামাজিক প্রাণী হিসেবে মানুষের মৌলিক অবক্ষয় হয়েছে। আমি শিক্ষিতদের কেই সবচেয়ে বাজে ব্যবহার করতে দেখেছি। কলকাতার পথ চলতি রাস্তাঘাটে যত ধরনের আজেবাজে আচরণ দেখতে পাওয়া যায় সবই তথাকথিত পুঁথিগত বিদ্যায় বিদ্বান মানুষরা করে।
আজকে কৌশিক বাবু তার লেখায় আমাদের সামাজিক অবক্ষয় নিয়ে আলোকপাত করেছেন এবং আমাদের বর্তমান সমাজকে তিনি আয়নার সামনে তুলে ধরেছেন। প্রগতিশীল হওয়ার নামে আমাদের সমাজের যে অবক্ষয় ঘটেছে সেটা সত্যিই চোখে পড়ছে। আমার মনে হয়েছে এর দায় আমাদের সবার। এবং যার আশু পরিবর্তন না হলে আসলেই ভবিষ্যতে আরো খারাপ দিন আসবে।
আমার এই পোস্টটিকে ফিচার হিসেবে বিবেচনা করার জন্য অনেক ধন্যবাদ। কাল ভীষণ এক ধরনের অবসাদ চেপে বসে ছিল মাথায়। দিকে দিকে শুধু মৃত্যু আর অসুস্থ মানসিকতার মিছিল। যেন সহ্য ক্ষমতার বাইরে চলে যাচ্ছে সবকিছু। মনের সেই অবস্থা থেকে ব্লগে লিখে ফেলেছিলাম এই পোস্টটি। অনেক ধন্যবাদ ও ভালোলাগা জানালাম এবিপি ফিচারকে, আমার এই পোস্টটিকে ফিচার্ড পোস্ট করবার জন্য।
আজকের ফিচারড আর্টিকেল পোস্ট দেখে অনেক ভালো লাগলো। কৌশিক ভাইয়ের লেখাগুলো পড়েও অনেক ভালো লাগলো। মাঝে মাঝে পরিস্থিতি এমন হয়ে দাঁড়ায় সে পরিস্থিতি থেকে আমরা নিজেরাও বের হয়ে আসতে পারি না। তবে এই পরিস্থিতি আমাদের নিজেদের দ্বারাই সৃষ্টি হয়।
ফিচারড আর্টিকেলে কৌশিক দাদার নামটি দেখে অনেক ভালো লাগলো। বেশ দারুণ একটি পোস্ট সিলেক্ট করা হয়েছে।দাদার লেখাটি পড়ে অনেক ভালো লাগল।কিছু পরিস্থিতি আমাদের নিজের দ্বারাই হয় আর সেই পরিস্থিতি সামলে নেওয়া অনেক কঠিন হয়। পোস্টটি ফিচারড আর্টিকেলে মনোনীত করার জন্য অসংখ্য ধন্যবাদ।
কৌশিক দাদা অনেক সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। উনার এই পোস্ট ফিচারড আর্টিকেল হিসেবে সিলেক্ট করা হয়েছে দেখে অনেক ভালো লাগলো। পরিস্থিতি সবসময় একরকম থাকে না। আমাদের নিজেদের জন্যও পরিস্থিতি অনেক সময় অনেক দিকে চলে যায়। যাই হোক পোস্টটা সিলেক্ট করার জন্য অনেক বেশি ধন্যবাদ।
আজকের ফিচারড আর্টিকেলে কৌশিক দাদার সুন্দর একটা পোস্ট দেখে অসম্ভব ভালো লাগলো। কৌশিক দাদা প্রতিনিয়ত আমাদের মাঝে সুন্দর সুন্দর পোস্টগুলো শেয়ার করে থাকেন। আসলেই এরকম পরিস্থিতির জন্য আমরাই দায়ী। তবে আমরাই চাইলে সবকিছু সুন্দরভাবে করতে পারব। তবে অনেক পরিস্থিতি থেকে আমরা নিজেরাও বের হতে পারি না।এই পোস্টটা ফিচারড আর্টিকেল হিসেবে সিলেক্ট করার জন্য ধন্যবাদ।