"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৪২৪ [তারিখ : ১২-০৯-২০২৪]


Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @emon42


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

লেখক: ইমন হোসেন। জাতীয়তা: বাংলাদেশী। ইমন ভাই বর্তমানে বিশ্ববিদ্যালয়ে পাঠরত। তবে তার কথায়, উনি লেখাপড়া টা সিরিয়াসলি করেন না তবে লেখালেখিটা বেশ পছন্দ করেন। সেই সাথে ফুটবল খেলা অনেক পছন্দ করেন, পছন্দের ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো 😁। ভাইয়ের প্রিয় লেখক জীবনানন্দ দাস। ইমন ভাই, ২০২০ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হন।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

Screenshot_20240912-222230.png


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


Screenshots_2024-09-12-22-20-01.png

শুভ জন্মদিন ( বিভূতিভূষণ বন্দ‍্যোপাধ‍্যায়) by @emon42 (তারিখ ১২-০৯-২০২৪ )

"মানুষের আয়ু মানুষের জীবনের ভুল মাপকাঠি। দশ বছরের জীবন সে উপভোগ করেছে দেড়'বছরে"। উপরের সংলাপ টা চাঁদের পাহাড় উপন‍্যাসের। যেখানে বাংলার ছেলে শংকর আফ্রিকা থেকে হীরের খনির সন্ধান করে হীরে নিয়ে জীবিত ফিরে আসে। ঐসময় যেন সে বেঁচে থাকার আসল স্বাদ পেয়েছিল। তার জীবনের দশ বছরের সময় টা সে উপভোগ করেছিল ঐ দেড় বছরে। বিভূতিভূষণ বন্দ‍্যোপাধ‍্যায় এমনভাবেই শংকর এর অনূভুতি প্রকাশ করেছিল চাঁদের পাহাড় উপন‍্যাসে। এই লাইনটা কেন জানি আমার কাছে খুবই ভালো লাগে। আসলেই আয়ু দিয়ে কখনোই মানুষের জীবনের হিসাব করা উচিত না। গ্রামীণ মানুষের জীবনকে অত‍্যন্ত সুন্দরভাবে উপন‍্যাসের মাধ্যমে তুলে ধরতে পারতেন বিভূতিভূষণ বন্দ‍্যোপাধ‍্যায়।......বিভূতিভূষণ বন্দ‍্যোপাধ‍্যায় তার পথের পাঁচালি উপন‍্যাসে সেরকম টাই করেছে। সাধারণ ভাবে তুলে ধরেছে অপু এবং দূর্গার জীবন। পরবর্তীতে গিয়ে অপুর বাকি জীবন নিয়ে রচনা করেছেন আরেকটা উপন‍্যাস অপরাজিত। অত‍্যন্ত সাধারণ ভাষার প্রয়োগে তিনি মানুষের জীবনকে তার লেখার মাধ্যমে এমনভাবে ফুটিয়ে তুলতেন সেটা বাংলা সাহিত্যে আর কেউ পারেনি। তার চাঁদের পাহাড় উপন‍্যাস আমার মতে বাংলা সাহিত্যের সেরা অ‍্যাডভেঞ্চার উপন‍্যাস। একজন বাঙালি হয়েও আফ্রিকার প্রকৃতি কে অসাধারণ ভাবে বিশ্লেষণ করে উপন‍্যাস টা উনি রচনা করেছিলেন। সামাজিক জীবন অ‍্যাডভেঞ্চার এর বাইরে আমার ভালোলাগা উনার আরেকটা উপন‍্যাস আরণ‍্যক। আপনি যদি প্রকৃতি ভালোবাসেন তাহলে এই উপন‍্যাস টা আপনার জন‍্য।…


কথা-সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বাবুর আজ জন্মদিন অথচ সেটাই আরেকটুর জন্য ভুলতে বসেছিলাম, যে মানুষটি আমার জীবনে পড়া অন্যতম অপূর্ব কিছু লেখা উপহার দিয়েছেন। সত্যি কথা বলতে, পথের পাঁচালী, অপরাজিত, আদর্শ হিন্দু হোটেল, ইছামতী, চাঁদের পাহাড়ের মতো কালজয়ী লেখার স্রষ্টা আজ কিছুটা হলেও বিস্তৃত। মূলত বাঙালি জনজীবন থেকে বাঙালি লেখকেরা হারিয়ে যেতে বসেছে। আমারও মনে ছিল না, ইমন ভাইয়ের পোস্টটা দেখে থমকে গেলাম। মনে ভেসে উঠল অনেক গুলো গল্প। ১৮৯৪ সালের আজকের তারিখেই পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁর এক ছোট্ট গ্রামে জন্মগ্রহণ করেন। জীবনের প্রথম বয়সে বিভূতিভূষণ বাবু ঘুরে কাটিয়েছেন। সেই জন্য তার কাছ থেকে আমরা যেসব লেখা পেয়েছি সবই মাটির সাথে মিশে আছে।

ইমন ভাই তার পোস্টে যেভাবে বিভূতিভূষণ বাবুর বিভিন্ন কালজয়ী লেখাগুলো সুন্দরভাবে কয়েক লাইনের মধ্যে ফুটিয়ে তুলেছেন সেটা সত্যিই খুব ভালো লেগেছে। ইমন ভাইয়ের কথার সাথে আমি সম্পূর্ণভাবে সহমত যে, সহজ ভাষার প্রয়োগে মানুষের জীবন বিভূতিভূষণ বাবু মতো করে কেউ এত ভালোভাবে ফুটিয়ে তুলতে পেরেছেন কিনা আমার জানা নেই। ১৩০ তম জন্মদিনে কথা-সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বাবুর প্রতি রইল শ্রদ্ধার্ঘ্য। এবং ইমন ভাইয়ের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা।


Screenshots_2024-09-12-22-20-01.png

ইমন ভাইয়ের ব্লগ থেকে নেওয়া।

ধন্যবাদ সবাইকে।

Sort:  
 17 days ago 

অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট ফিচারড পোস্ট হিসেবে সিলেক্ট করার জন্য ।

 16 days ago 

আজকের এই ফিচারড আর্টিকেলে ইমন ভাইয়ার পোস্ট দেখে অনেক বেশি ভালো লেগেছে। তিনি অনেক সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। ভাইয়ার এই পোস্টটি ফিচারড আর্টিকেল হিসেবে সিলেক্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 16 days ago 

প্রথমেই ইমন ভাইকে আমার পক্ষ থেকে জানাই অনেক অনেক অভিনন্দন। ইমন ভাই অনেক সুন্দর একটা পোস্ট নিয়ে আমাদের মাঝে হাজির হয়েছেন। আর ইমান ভাইয়ের এই পোস্টটাকে আজকের ফিচারড আর্টিকেল হিসেবে সিলেক্ট করা হয়েছে, এটা দেখে অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে। অনেক ধন্যবাদ পোস্টটি ফিচারড আর্টিকেল হিসেবে মনোনীত করার জন্য।

 15 days ago 

ফিচারড আর্টিকেলে ইমন ভাইয়ের নামটি দেখে অনেক ভালো লাগলো। ইমন ভাই বেশ দারুন একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ভাইয়ার পোস্টটি ফিচারড আর্টিকেলে সিলেক্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ ।