"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৪৯৭ [ তারিখ : ২৪.১১.২০২৪ ]

গত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়েছে। ৪৯৬ তম রাউন্ড শেষে আজ ২৪ নভেম্বর ২০২৪, ৪৯৭ তম রাউন্ড এর আর্টিকেল পাবলিশ করা হবে। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।

"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।



"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার-@tanjima



অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

অথরের নাম - তানজিমা।। জাতীয়তা - বাংলাদেশী। পেশাঃ ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছে এবং বর্তমানে একজন গৃহিনী । শখঃ নতুন কিছু শিখতে, নতুন মানুষের সাথে মিশতে তার খুব ভাল লাগে। এছাড়াও তাঁর ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ। এর বাইরেও তিনি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করেন। স্টিমিটে যুক্ত হনঃ ২০২১ সালের অগস্ট মাসে।



এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি:



"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল:

ছবিটি নেওয়া হয়েছে-তানজিমা ম্যাডামের পোস্ট থেকে

নিউজ পেপার দিয়ে গরুর গাড়ি কিংবা ঠেলাগাড়ি তৈরি ( Publish: 23.11.2024 )

আমার বাংলা ব্লগের সকল বাংলাভাষী সদস্যগনকে জানাই আমার সালাম। সবাই কেমন আছেন? আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ। আজ আবারও ভিন্ন ধরনের একটি ডাই নিয়ে চলে এসেছি। আমি সবসময় চেষ্টা করি আমার পোস্টের মধ্যে ভিন্ন কিছু তোলে ধরার। ভিন্ন পোস্ট দেখতে যেমন ভালো লাগে তেমনি করতেও ভালো লাগে। কিছু কাজ থাকে যা দেখলে মনে হয় খুবই সহজ কিন্তু করতে গেলে বুঝা যায় কতটা সহজ, আবার কিছু কাজ দেখতে কঠিন মনে হলেও করতে গেলে সহজ লাগে। তারজন্য যত বেশি সময় নিয়ে কাজ করা যায় ততই দেখতে আরও বেশি সুন্দর লাগে। এই ধরনের কাজ করতে যথেষ্ট সময়ের ব্যাপার। সেজন্য সবসময় করা হয়না। তবে যখন কোনো কাজ পরিশ্রম দিয়ে করার পর আপনাদের কাছ থেকে উৎসাহ পাওয়া যায় তখন মনে হয় সত্যি আমার সেই কাজ সার্থক।...


অসাধারণ একটা ডাই প্রজেক্ট হয়েছে। আর সবথেকে বড়ো বিষয় হলো, এই ডাই প্রজেক্টটা বর্তমানে একটা হারিয়ে যাওয়া বিষয়কে কেন্দ্র করে ফুটিয়ে তোলা হয়েছে। আসলে এটা কিন্তু বাস্তব যে, বর্তমানে এই গরুর গাড়ি এখন আর দেখা যায় না। এই গাড়িটা গরু দিয়ে টানার পাশাপাশি গাধা দিয়েও টানা হতো। তবে এটি অনেক আগেই মানুষের একটা বহন গাড়ি হিসেবেও ব্যবহার হতো। কালের ফেরে পরে এই ধরণের গাড়িগুলো কিছু দিন যাবত বিভিন্ন মালামাল বহনের গাড়ি হিসেবে ব্যবহার করা হতো। এখন যদিও গ্রামের দুই-এক জায়গায় হয়তো দেখা যায়, কিন্তু তাও খুবই নগন্য, চোখে পড়ে না। এটা আসলে গ্রামের দিকের একটা ঐতিহ্যবাহী বহন করা গাড়ি ছিল। এই প্রজেক্টটার মাধ্যমে অতীতের হারিয়ে যাওয়া বিষয়টা নিয়ে অনেক কিছু ফুটে উঠছে।

যাইহোক, তবে এটি খবরের কাগজের মাধ্যমে এইভাবে তৈরি করাও একটা ধৌর্যের বিষয় আছে। এইধরণের কাজগুলো করতে আসলে অনেক সময় আর পরিশ্রম লাগে। তবে বিষয়টা একদম পারফেক্টভাবে সম্পন্ন করার পরে দেখতেও যেমন সুন্দর লাগে, তেমন শ্রমটাও সার্থক বলে মনে হয়। এই কাজটা দেখে বোঝাই যাচ্ছে, করতে অনেক সময় লেগেছে। এটা কালার করার পরে দেখতে একদম দৃষ্টি-আকর্ষিক লাগছে। তবে এটি দেখে কিন্তু মনে হচ্ছে না কাগজ দিয়ে করা হয়েছে, কোনো কাঠের মাধ্যমে করা এমন মনে হচ্ছে, কারণ চাকাগুলোও পারফেক্ট হয়েছে ডিজাইনের দিক থেকে। উপস্থাপনাটাও বেশ ভালো হয়েছে।


ধন্যবাদ সবাইকে।

Banner New.png

Sort:  
 2 months ago 

ফিচারড আর্টিকেলে আমার এই পোস্ট এসেছে বলে এখন মনে হচ্ছে আমার পরিশ্রম সার্থক হয়েছে। ঠিক বলেছেন দাদা এটা অতীতের অনেক স্মৃতি মনে করিয়ে দেয়। এই ডাই তৈরি করতে যথেষ্ট সময় লেগেছিল। তাছাড়া কালার করার পর যখন সম্পূর্ণ কাজ শেষ হলো তখন একদম বাস্তবের গরুর গাড়ির মতোই দেখিয়েছে।‌ফিচারড আর্টিকেলের জন্য আমার এই পোস্ট সিলেক্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 months ago 

আজকের এই ফিচার্ড আর্টিকেলে অনেক সুন্দর একটা পোস্ট দেখলাম। তানজিমা আপু অনেক সুন্দর একটা ঠেলাগাড়ি তৈরি করেছে নিউজ পেপার দিয়ে। আসলে বর্তমানে এই গাড়ি গুলো এখন একেবারেই দেখা যায় না। আপু অনেক ধৈর্য সহকারে সময় নিয়ে এটি তৈরি করেছে। আপুকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। অনেক ধন্যবাদ আপুর এই পোস্টটি ফিচারড হিসেবে সিলেক্ট করার জন্য।

 2 months ago 

অভিনন্দন @tanjima 🎉🥳
গতকাল আপনার চমৎকার ডাই প্রজেক্টটি দেখেছিলাম, আর এটাই দিনের সেরা পোস্ট নির্বাচন হয়েছে। আশাকরি এধরনের চমৎকার কাজগুলো জারি রাখবেন। আবারো অভিনন্দন আপনাকে।

 2 months ago 

সর্বপ্রথম তানজিমা আপুকে অভিনন্দন জানাচ্ছি অনেক বেশি। তানজিমা আপুর এত সুন্দর একটা হাতের কাজ দেখেই আমি মুগ্ধ হলাম। আসলে এটা এমন একটা জিনিস যেটা অতীতের সাথে অনেক সুন্দর ভাবে মিশে রয়েছে। এটা ছাড়া মানুষের চলাচল হত না আগে। সবকিছুই করা হতো গরুর গাড়ি দিয়ে। আর এটাই এখন বিলুপ্তের পথে। ভালো লাগলো এই পোস্টটা ফিচার্ডে দেখে।