"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৫৮৭ [ তারিখ : ০৩.০৩.২০২৫ ]
গত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়েছে। ৫৮৬ তম রাউন্ড শেষে আজ ৩ মার্চ ২০২৫, ৫৮৭ তম রাউন্ড এর আর্টিকেল পাবলিশ করা হবে। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার-@bdwomen
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার-@bdwomen
অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ
অথরের নাম: আকলিমা আক্তার মুনিয়া। আর ইউজার নাম @bdwomen। তিনি বাংলাদেশে বসবাস করেন। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর তিনি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত বোধ করেন। তিনি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করেন। প্রায় সময় তিনি বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকেন। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে তার খুবই ভালো লাগে। নিজে বিভিন্ন জায়গায় ভ্রমণে গিয়ে ছবি তুলতে খুবই ভালোবাসেন। তিনি চেষ্টা করেন সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলোও করার চেষ্টা করেন। স্টিমিট ব্লগিং ক্যারিয়ার-২০২১ সালের অক্টোবর মাসে স্টিমিটে জয়েন করেছিলেন।
এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি:

"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল:
আর্ট :- পোস্টার রং দিয়ে আঁকা সূর্যাস্তের দৃশ্য পেইন্টিং ( Publish: 02.03.2025 )
আজকে পোস্ট দেখতে দেখতে এই পেইন্টিংটি চোখের সামনে আসলো। এক কথায় বলা যায় চিত্রকর্মটি অনবদ্য হয়েছে। এমনিতেও তিনি প্রতিনিয়ত বেশ ভালো ভালো পেইন্টিং এর কাজগুলো করে থাকেন, যেগুলো দেখতে অনেকটা আকর্ষণীয় হয়। এই চিত্রকর্মটিও তার ব্যতিক্রম নয়, এই চিত্রটি দেখে মনে হচ্ছে যেন, প্রকৃতির এক মোহনীয় রূপ ফুটে উঠেছে। এখানে চিত্রটির মধ্যে অনেক কিছুই বিষয় ফুটে উঠেছে, যেমন- এখানে গোধূলি লগ্নের সূর্যাস্ত এর দৃশ্য, নারিকেল গাছের ছায়াময় দৃশ্যর মধ্যে একটা প্রতিবিম্ব সৃষ্টি হয়েছে, তা যেন এক স্বপ্নিল অনুভূতির ভাবমূর্তিকে পরিস্ফুটিত করে।
এই ধরণের পেইন্টিং সাধারণত বিভিন্ন কালারের কারণে এবং বিশেষ করে নারিকেল গাছে যে কালো রঙের সিলুয়েট মিশ্রণ করা হয়েছে, তাতে পেইন্টিংটির অনেক গভীরতা প্রকাশ পেয়েছে। পোস্টার রং দিয়ে আসলে এইসব পেইন্টিং এর কাজ করলে অনেক ভালো সৌন্দর্য প্রকাশ পায়। এইসব পেইন্টিংয়ের ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড এর উজ্জ্বলতা যত বেশি ভালো হয়, তত বেশি সুন্দর দেখতে লাগে, বিশেষ করে বিভিন্ন প্রাকৃতিক দৃশ্যগুলো। সবমিলিয়ে ছবিটিতে একটি প্রাণবন্ত এসেছে।
ধন্যবাদ সবাইকে।
বিডি ওমেন আপু বরাবরই আমাদের মাঝে এরকম চমৎকার ধরনের আর্ট গুলি শেয়ার করে থাকেন। তারই ধারাবাহিকতায় গতকালকেও চমৎকার একটি সূর্যাস্তের দৃশ্য পেইন্টিং করে শেয়ার করেছিলেন। যথেষ্ট সুন্দর একটি পোস্টকে ফিচার পোস্ট হিসেবে মনোনীত করা হয়েছে। অভিনন্দন জানাচ্ছি বিডি ওমেন আপুকে।
আজকের এই ফিচারড আর্টিকেলে অনেক সুন্দর একটা পেইন্টিং পোস্ট দেখলাম। এই পেইন্টিং টা কিন্তু খুবই সুন্দর ছিল। কালার কম্বিনেশন টা ছিল জাস্ট মনোমুগ্ধকর। অনেক অনেক ধন্যবাদ এই পোস্টটি আজকের ফিচার্ড হিসেবে মনোনীত করার জন্য।
অসাধারণ একটি আর্ট আজকের ফিচারড এ মনোনীত হয়েছে দেখে খুব ভালো লাগলো। আর্টটি আসলেই ভালো লাগার মত।আর আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেলে দেখে ভালো লাগলো।ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আজকের ফিচারড আর্টিকেলে যে পেইন্টিংটি দেখা গেল, সেটা সত্যিই মনোলোভা ছিল। কালার কম্বিনেশনটা এত সুন্দরভাবে মিলানো ছিল, যেন পুরো পেইন্টিংটা প্রাণবন্ত হয়ে উঠেছে। এই পেইন্টিংটি ফিচারড আর্টিকেলের অংশ হিসেবে তুলে ধরা হয়েছে, সত্যিই তার প্রশংসা করা উচিত। এমন দুর্দান্ত কাজের জন্য অনেক ধন্যবাদ @bdwomen আপুকে ।
এই ধরনের আর্ট আমার অনেক পছন্দের। তবে আর্ট করতে সময় লাগে এবং সাথে প্রয়োজন হয় ধৈর্য । যাই হোক উনি খুব সুন্দরভাবে এই আর্টটি উপস্থাপন করেছেন এবং এই পোস্টটি আজকের ফিচারড এ দেখে ভালো লাগলো। ধন্যবাদ রিপোর্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
এরকম সুন্দর সুন্দর পেইন্টিং গুলো দেখলেই খুব ভালো লাগে। আর এই পেইন্টিং টা ও খুব সুন্দর ছিল। পোস্টটি ফিচারড আর্টিকেল হিসেবে সিলেক্ট করা হয়েছে দেখেই তো খুব ভালো লেগেছে আমার কাছে। @bdwomen সব সময় অনেক সুন্দর পেইন্টিং করে থাকে। তার এই পেইন্টিং পোস্ট সিলেক্ট করার জন্য অনেক ধন্যবাদ।
ফিচারড আর্টিকেলে বেশ দারুন একটি পোস্ট সিলেক্ট করা হয়েছে।মুনিয়া আপু বরাবরই অসাধারণ পেইন্টিং করেন। আপুর পেইন্টিং গুলো আমার অনেক ভালো লাগে। আজকের পেইন্টিংটি দেখে মুগ্ধ হয়ে গেলাম। ধন্যবাদ পোস্টটি ফিচার্ড আর্টিকেলে মনোনীত করার জন্য।
বেশ সুন্দর একটি পোস্ট আজ ফিচার্ড আর্টিকেল হিসাবে মনোনীত করা হয়েছে। বেশ সুন্দর একেছেন আপু। আর কালার কম্বিনেশনও পার্ফেক্ট হয়েছে। সুন্দর একটি আর্ট আজ ফিচার্ড আর্টিকেল হিসাবে মনোনিত হতে দেখে বেশ ভালো লাগছে।
ফিচার্ড আর্টিকেলে আছে নিজের নামটা দেখে ভীষণ ভালো লাগলো। যখন নিজের ভালো পোস্টগুলো সিলেক্ট করা হয় তখন আমার কাছে একটু বেশি ভালো লাগে। তাছাড়া এমনিতেও আমি সব সময় ভালো পেইন্টিং করার চেষ্টা করি। আজকে আমার এই পেইন্টিং আপনাদের সবার ভালো লেগেছে দেখে খুশি হলাম। আমার পোস্টটি সিলেক্ট করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।