"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৪৪০ [ তারিখ : ২৮-০৯-২০২৪ ]

Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @tuhin002


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

আমি আবুল বাশার খায়রুল আলম তুহিন। আমার জন্ম ১১ এপ্রিল ১৯৯৫ সালে। আমার বাসা মেহেরপুর জেলা,গাংনী থানা, জুগীর গোফা গ্রাম। আমি বিবাহিত। বর্তমানে আমার একটা পুত্র সন্তান আছে। আমি গ্রাজুয়েশন শেষ করেছি রাজশাহী নিউ গভমেন্ট ডিগ্রী কলেজ থেকে। আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি। এই ব্লগে কাজ করার মাধ্যমে আলাদা প্রশান্তি পায়। আমি ছবি আঁকতে,গান গাইতে,কবিতা লিখতে অনেক পছন্দ করি। এছাড়া আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব পছন্দ করি। আর আমি স্টিমেটে জয়েন করেছি (২৭ - ০৬ - ২০২২) সালে। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইলো।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

Screenshot_20240928_224543_Chrome.jpg


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


Screenshot_20240928_224509_Chrome.jpg

জেনারেল রাইটিং :- সুস্থতায় বড় নেয়ামত। by @tuhin002 (date 28.09.2024 )

মানুষ কখন কোন সময় কোন ব্যস্ততার মধ্যে জড়িয়ে যায় এটা বোঝা অনেক কঠিন। মানুষের ব্যস্ততার কোন শেষ নেই। তবে ব্যস্ততার মধ্যে সময় পার করলে কখন যেন সময় দিন বা মাস সপ্তাহ পার হয়ে যায় সেটা বোঝা যায় না। আরে ব্যস্ততার জন্য নিজেকে ফিরে আনতে অনেক কঠিন হয়ে যাচ্ছে। এর মধ্য দিয়েও কখনো চেষ্টা করছি ফিরে আসতে আবার কখনো গ্যাপ পড়ে যাচ্ছে। প্রত্যেকটা মানুষের জীবনে মাঝে মাঝে কোন কিছু চাহিদা বা কোন কাজ আছে। এই চাহিদাগুলো পূরণ করার জন্য নিজেকে একটু হারিয়ে ফেলতে হয়। তবে মাথায় রাখতে হয় হারিয়ে ফেলার মধ্যেও ভালোবাসার কোন জায়গা থাকে সেই জায়গাটাকে আঁকড়ে ধরে রাখার জন্য। বেশ অনেকদিন ধরেই আমি অনিয়মিত। …


লেখাটি যখন পড়ছিলাম তখন কিছুটা হলেও মনটা বেশ ভারাক্রান্ত হয়েছিল, কেননা একজন বাবার কাছে তার সন্তানের অসুস্থতা কতটা যে কষ্টদায়ক হয় তা আমি কিছুটা হলেও বুঝি। এমন পরিস্থিতি বহুবার আমার জীবনেও গিয়েছে। সত্যি বলতে গেলে কি, প্রতিটি বাবার কাছে তার সন্তানের সুস্থতা সবার আগে। আসলে সন্তান অসুস্থ থাকলে কোন কিছুই ভালো লাগে না।

শুধু সন্তানের অসুস্থতার উদাহরণ দিয়েই বলছি না বরং দেখবেন নিজে অসুস্থ থাকলেও মন-মানসিকতা ঠিক থাকে না। এটা সত্য, এখন যে আবহাওয়া চলছে, তাতে শিশু বাচ্চাদের অসুস্থতা প্রতিটি বাড়িতেই কমবেশি দেখা দিচ্ছে, আমি তো নিজেও আবহাওয়া পরিবর্তনের কারণে অসুস্থতায় ভুগছি।

দিনশেষে সুস্থ থাকা আসলেই মুখ্য বিষয়, এটা শুধুমাত্র আমরা অসুস্থ হলেই বুঝতে পারি। আমি লেখকের সন্তানের দ্রুত সুস্থতা কামনা করছি এবং লেখকের পরিবারে যেন আবারও শান্তি ফিরে আসে এমনটাই কামনা করি। তাছাড়া লেখকের মানসিক চাপ কমুক, প্রশান্তি আসুক এবং কাজে মনোনিবেশ করুক এই প্রত্যাশাই ব্যক্ত করছি।

সর্বোপরি লেখকের সন্তানের জন্য অফুরন্ত ভালোবাসা রইল এবং লেখকের এই পোস্ট কে আজকের ফিচার্ড পোস্ট মনোনীত করলাম ।


JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7yELQfRrAkf1xFQjuQu9FkR2hZV975gTQso3NRdz3sKX3PUUJsxmmc81p6HdoKCzz1sAf4oejU85NxRoUkiyguqYS8LZYS.jpeg

ছবিটি তুহিন ভাইয়ার ব্লগ থেকে নেওয়া হয়েছে।

ধন্যবাদ সবাইকে।