"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৫৪৩ [ তারিখ : ১২-০১- ২০২৫ ]
বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @purnima14
অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ
আমি পূর্ণিমা বিশ্বাস, আমার ইউজার নেম @purnima14। আমি আমার মাতা-পিতা এবং নিজের মাতৃভূমি ও মাতৃভাষাকে ভালবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে সিভিল টেকনোলজিতে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, কবিতা লিখতে ও আবৃত্তি করতে, গান শুনতে, যেকোনো ধরনের রেসিপি তৈরি করতে ও প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে কাজ করতে পেরে আমি গর্বিত। ২০২৩ সালের ডিসেম্বর মাসে স্টিমিটে যুক্ত হই।
এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :
ফটোগ্রাফি পোস্ট:শীতের সকালের শিশির ভেজা ফটোগ্রাফি। by @purnima14 (date 11.01.2024 )
এ রাত্রিবেলা যখন কমিউনিটির পোস্ট গুলো চেক করছিলাম, তখন মুহূর্তেই অথরের পোস্ট নজরে এসেছিল, দারুণ সব ফটোগ্রাফি দেখলাম পুরো পোস্টটা ভিজিট করে। একদম যেন শীতের সকালকে যথা সাধ্যমত চেষ্টা করেছে অথর ক্যামেরাবন্দী করার জন্য।
অথরের ফটোগ্রাফি গুলো যে প্রশংসা পাওয়ার যোগ্য তা যেন ফটো গুলোই বলে দিচ্ছে। একদম প্রাণবন্ত সতেজ ও সজীব ছবিগুলো যেন নিজের ভাষা নিজেই জানান দিচ্ছে। কি দারুণ কুয়াশা ভেজা শীতের সকাল।
ব্যক্তিগতভাবে যদি ছবিগুলোর সম্পর্কে বলতেই হয়, তাহলে এক কথায় বলবো অসাধারণ। বিশেষ ভালোলাগার মতো কোন ছবির সুযোগ নেই। প্রত্যেকটা ছবিই অর্থবহুল।
ফটোগ্রাফি কিন্তু সৃজনশীল কর্মকাণ্ডের ভিতরে পড়ে। তাছাড়া সৃজনশীল মানুষকে আমি এমনিতেই ভীষণ পছন্দ করি, তাই আমার বিবেচনায় অথরের পোস্ট কে অবশ্যই সম্মান জানাতে পারলে, নিজেই কৃতজ্ঞ থাকব।
অসাধারণ কিছু শীতের ফটোগ্রাফি আমরা বোনের ক্যামেরার মাধ্যমে দেখতে পেলাম। আর একেবারে যোগ্য পোস্ট হিসেবে সেটিকে টিচার পোস্ট করে নেওয়া হলো দেখে ভালো লাগলো। অসাধারণ সবকটি ছবি এই অ্যালবামটিকে দারুন সুন্দর করে তুলেছে।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেলের সেরা পোস্ট হিসেবে- @purnima14 আপু ফটোগ্রাফি পোস্ট সিলেক্ট করা হয়েছে দেখে খুব ভালো লাগলো। আপুর ফটোগ্রাফি গুলো দেখেছিলাম খুবই সুন্দর ছিল। একদম যেন শীতের সকাল তুলে ধরেছেন ফটোগ্রাফির মধ্যে। আমার কাছে প্রতিটা ফটোগ্রাফি অনেক ভালো লেগেছে। কুয়াশা মাখা শীতের সকাল দেখতে খুব ভালো লাগে।
আজকের ফিচারড আর্টিকেল পোস্ট দেখে অনেক ভালো লাগলো। শীতের সকালে প্রকৃতি দেখতে অনেক ভালো লাগে। শীতের সকালের সৌন্দর্য দেখে অনেক ভালো লাগলো। ফটোগ্রাফি গুলো দারুন হয়েছে।
পূর্ণিমা বোনের ফটোগ্রাফির ফ্যান আমি। প্রতি সপ্তাহেই দেখি খুব যত্ন করে উনি ছবিগুলো পোস্ট করেন। সব থেকে বড় কথা একেবারেই কালার এডিট করেন না। ছবির উজ্জ্বলতা বাড়ানোর জন্য অনেকেই কালার এডিট করে থাকেন৷ কিন্তু ওনার ছবি আমার খুবই প্রাকৃতিক লাগে। দারুণ একটি পোস্ট কে ফিচার করার জন্য ধন্যবাদ জানাই। আর পূর্ণিমা বোনকে অনেক অনেক অভিনন্দন।
শীতের সকালের শিশির ভেজা ফটোগ্রাফি গুলো সত্যিই হৃদয় কেড়ে নিয়েছে। প্রত্যেকটি ফটোগ্রাফি শীতের প্রকৃতির নিদর্শন। আজকে পূর্ণিমার শেয়ার করা ফটোগ্রাফি পোস্ট ফিচারড আর্টিকেল হয়েছে দেখে খুব ভালো লাগছে।
আমার পোস্টটি ফিচারড আর্টিকেল নির্বাচন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আমি ফটোগ্রাফি গুলোর মাধ্যমে শীতের সকালের সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করেছি। ছবিগুলো পোস্ট করার সময় ভাবেনি এটা ফিচারড হতে পারে। আমার এই পোস্টটি ফিচারড আর্টিকেল নির্বাচিত করায় আমি অনেক খুশি হয়েছি।
আজকে পূর্ণিমা আপুর অসাধারণ একটি ফটোগ্রাফি পোস্ট ফিচারড আর্টিকেল হিসেবে নির্বাচন করা হয়েছে দেখে খুবই ভালো লাগলো। শীতের সকালে শিশির ভেজা অসম্ভব সুন্দর কিছু মুহূর্তের ফটোগ্রাফি আপু শেয়ার করেছেন।ব্যক্তিগতভাবে প্রত্যেকটা ফটোগ্রাফি আমার অনেক ভালো লেগেছে। আপুর জন্য অনেক অনেক শুভকামনা রইল।
শীতের সকালে শিশির ভেজা বিভিন্ন দৃশ্যের ফটোগ্রাফি গুলো দেখে সত্যি আমার অনেক বেশি ভালো লেগেছিল। যাহোক এত সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট ফিচার্ড আর্টিকেলে প্রকাশ করার জন্য আমি কর্তৃপক্ষকে জানাই অসংখ্য ধন্যবাদ।
ফিচার্ড আর্টিকেলে পূর্ণিমা আপুর ফটোগ্রাফি পোস্টটি দেখে অনেক ভালো লাগলো। বেশ দারুন একটি পোস্ট সিলেক্ট করা হয়েছে। ফটোগ্রাফি গুলোতে শীতের সৌন্দর্য তুলে ধরা হয়েছে। প্রত্যেকটি ফটোগ্রাফি অসাধারণ ছিল। ধন্যবাদ পোস্টটি ফিচারড আর্টিকেলে মনোনীত করার জন্য।