"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড # ৪৬৭ [ তারিখ : ২৪-১০-২০২৪ ]

Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @fasoniya


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

অথরের নাম-ফারজানা আক্তার সোনিয়া। জাতীয়তা- বাংলাদেশী। শখ-তিনি আর্ট করতে খুবই পছন্দ করেন। ওনার প্রিয় শখ হচ্ছে আর্ট করা।শিক্ষাগত যোগ্যতা- এইচএসসি কমপ্লিট করেছেন। স্টিমিট ব্লগিং ক্যারিয়ার-২০২১ সালের মে মাসে স্টিমিটে জয়েন করেছিলেন।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

1.PNG

2.PNG


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


চিড়া দিয়ে তৈরি মজাদার ডেজার্ট। by @fasoniya (date 24 . 10. 2024 )

আজকেও আপনাদের সাথে নতুন একটি রান্নার রেসিপি নিয়ে হাজির হয়েছি। প্রতি সপ্তাহে চেষ্টা করি আপনাদের মাঝে একটা রেসিপি পোস্ট শেয়ার করতে আমার বাংলা ব্লগে অনেকেই অনেক সুন্দর সুন্দর ইউনিক রেসিপি শেয়ার করে যেগুলো দেখতে সত্যি অনেক লোভনীয় আরো অনেক ইউনিক। আজকে আমি নতুন আরেকটি রেসিপি পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমার আজকের রেসিপি পোষ্ট টি হল চিড়া দিয়ে তৈরি মজাদার ডেজার্ট। সামনেই শীত আসছে ঠান্ডার মধ্যে এই ধরনের ডেজার্ট আইটেম খাওয়া যাবেনা। সেজন্য মাঝেমধ্যে চেষ্টা করি এ ধরনের ডেজার্ট আইটেম তৈরি করে খাওয়ার জন্য। শীতকালে আমার আর অনেক বেশি ঠান্ডা লেগে যায় জ্বর সর্দি সেগুলো লেগেই থাকে। ঠান্ডার সাথে আমার হয়তো কোন রকমে গভীর সম্পর্ক রয়েছে। শীতের মধ্যে এ ধরনের আইটেম খাওয়া যায় না সেইজন্য রেসিপিটা তৈরি। ঘরের মধ্যে অনেকগুলো চিড়া ছিল। চিড়া দিয়ে ভাবলাম কি তৈরি করা যায় তাই চিড়া দিয়ে মজাদার এই ডেজার্ট তৈরি করেছি।আশা করি আপনাদের কাছে আমার এই রেসিপিটি ভালো লাগবে।…


বাংলা ব্লগ কমিউনিটি সব সময়ই রেসিপির জন্য সেরা। বিশেষ করে কমিউনিটির মেয়ে মেম্বার গুলো দারুন দারুন সব রেসিপি শেয়ার করে থাকে। মাঝেমধ্যে সাধারণ কিছু রেসিপি এর বাইরে দারুণ সব ইউনিক রেসিপি পোস্ট দেখা যায়। তেমনি আজকে ফিচার আর্টিকেল এমন একটি পোস্ট এর স্থান দেওয়া হয়েছে যেখানে একটি সুন্দর ইউনিক সিম্পল রেসিপি শেয়ার করা হয়েছে।

সকালবেলা যারা একটুখানি হেলদি ফুড খেতে চান তাদের জন্য এটি পারফেক্ট হবে। আইসক্রিমের বদলে দুধ চিনি জ্বালিয়ে সেটি ব্যবহার করলে আমার মনে হয় আরো ভালো হতো। যাইহোক হালকা খিদা, অথবা সকালের নাস্তার টেবিলে এটি দারুন উপযোগী।

লোভনীয় এর রেসিপি দেখে প্রথমে আমি নিজেই লোভে পড়ে গেছি। মাঝে মধ্যে এই টাইপের কিছু রেসিপি দেখলে মনে হয় সোজা অথরের বাসায় চলে যাই। যাইহোক সবকিছু বিবেচনা করে আজকের এই আর্টিকেলটি ফিচার আর্টিকেল হিসেবে বাছাই করা হলো।


3.PNG

ছবিটি @fasoniya আপুর ব্লগ থেকে নেওয়া হয়েছে।

ধন্যবাদ সবাইকে।

Sort:  
 27 days ago 

এই রেসিপিটি সেদিনই আমার ভালো লেগেছিল। চিড়া দিয়ে এমন আনকমন একটি পদ আমি এর আগে দেখিনি। সেই দিক থেকে দেখতে গেলে ফিচার আর্টিকেল হিসেবে এই পোস্টটি একদম যথাযথভাবে নির্বাচিত হলো। অভিনন্দন লেখককে।

 27 days ago 

@fasoniya আপুর এই রেসিপি পোস্ট আমি দেখেছিলাম। আপুর এই রেসিপিটা আসলেই অনেক ইউনিক ছিল। আর এই রেসিপিটা অনেক বেশি হেলদি হবে। এই পোস্টটা ফিচারড আর্টিকেল হিসেবে মনোনীত করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 27 days ago 

চমৎকার একটি রেসিপি পোস্ট ফিচারড আর্টিকেলে সিলেক্ট করা হয়েছে দেখে অনেক ভালো লাগলো।চিড়া দিয়ে ইউনিক একটি রেসিপি তৈরি করেছে আপুএবং দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছিল। ধন্যবাদ পোস্টটি ফিচারড আর্টিকেলে মনোনীত করার জন্য।

 27 days ago 

চমৎকার একটি পোস্ট ফিচার হয়েছে। সেদিনই ভালো লেগেছিল যে দিন উনি পোস্ট করেছিলেন এবং আমি কমেন্টও করেছিলাম। আপুকে অভিনন্দন জানাই।

 27 days ago 

আপুকে অভিনন্দন জানাচ্ছি, এত চমৎকার একটি রেসিপি পোস্ট আমাদের সাথে শেয়ার করে, ফিচারড আর্টিকেলে মনোনীত হওয়ার জন্য। ভালোবাসা অবিরাম 🌹🌹

 27 days ago 

আজকের ফিচারড আর্টিকেলের সেরা পোস্ট হিসেবে @fasoniya আপুর রেসিপি সিলেক্ট করা হয়েছে দেখে খুব ভালো লাগলো। সত্যিই সকালের নাস্তায় এমন হেলদি খাবার হলে ভালোই হয়। এভাবে চিড়া দিয়ে ডেজার্ট কখনও তৈরি করা হয়নি। এমন লোভনীয় রেসিপি দেখলেই খেতে ইচ্ছে করে।

 27 days ago 

অনেক সুন্দর আর ইউনিক একটা রেসিপি পোস্ট আজকের ফিচারড আর্টিকেলে দেখলাম। পোস্টটা দেখেই কেমন যেন লোভ লেগে গিয়েছে। ইচ্ছে করছে এখনই নিয়ে খেয়ে ফেলি। এরকম ইউনিক রেসিপি গুলো দেখলে টেস্ট করতে বেশি ইচ্ছে করে। সোনিয়া আপুকে অনেক অনেক অভিনন্দন। পোস্টটা ফিচারড আর্টিকেল হিসেবে মনোনীত করার জন্য ধন্যবাদ।