"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৫৬৭ [ তারিখ : ০৮ - ০২ - ২০২৫ ]

Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @nazmul01


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

আমি মোঃ নাজমুল হাসান, আমি বাংলাদেশের নাগরিক এবং ঢাকা বিভাগের ময়মনসিংহ জেলায় থাকি। আমার সবচেয়ে বড় পরিচয় আমি বাঙালি। বাঙালি হিসেবে পরিচয় দিতে আমি গর্ব বোধ করি। আমি একজন শিক্ষার্থী এবং ডিগ্রিতে অধ্যয়নরত। আমি বর্তমানে বাংলাদেশে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করছি। ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে। তাছাড়া কবিতা,আর্ট করা,ঘুরতে যাওয়া এবং রান্না করা আমার খুবই প্রিয়। প্রিয়জনদের সাথে ঘুরতে যাওয়া এবং বাহিরে খাবার খেতে আমার অনেক ভালো লাগে। নতুন রেসিপি শেখার আমার খুব আগ্রহ রয়েছে। আমি ২০২৩ সালের ডিসেম্বর মাসে স্টিমিটে জয়েন হয়েছি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটি একটি পরিবারের মতো। আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

Screenshot_20250208_222721_Chrome.jpg


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


Screenshot_20250208_222641_Chrome.jpg

এলার্জি সমস্যায় জীবন অতিষ্ঠ। by @nazmul01 ( date 08.02 .2025 )

আমি মাসের শুরুতে খুব চাপের মধ্যে থাকি। সেলারি টাইমে অফিসের কজের চাপ ১ তারিখ থেকে ১৫ তারিখ পর্যন্ত অব্যাহত থাকে। তাই আমাকে সকাল ও বিকাল দুই শিফটে ডাবল ডিউটি করতে হচ্ছে। সকালে গিয়ে রাতে বাসায় আসতে হয়। যাইহোক জীবন মানেই ব্যস্ততা এবং এটাই জীবন। এর মধ্যে আমি দীর্ঘদিন ধরে এলার্জি জনিত সমস্যায় ভুগছি। বিগত তিন মাস ধরে আমার দুই হাতের দুই আঙ্গুলে চুলকানি শুরু হয়। দিন যায় চুলকানি বেড়ে যাচ্ছে, সৃষ্টি হয় ছোট ছোট ফুসকুড়ি। ফুসকুড়ি থেকে পানি বের হয়ে প্রচন্ড জ্বালাপড়া শুরু করে। এই এলার্জি সমস্যায় জীবন অতিষ্ঠ। বাহিরের ফার্মেসি থেকে দেখিয়ে বিভিন্ন ওষুধ খাওয়া হয়েছে কিন্তু কোনো ফলাফল পাইনি।--


মানুষের অসুখ-বিসুখের কথা শুনলে এমনিতেই খারাপ লাগে, অথরের পোস্টটা যখন পড়ছিলাম তখন কিছুটা হলেও যেন অথরের মনের অবস্থা বুঝতে পারছিলাম। এলার্জি এমনিতেই খুব কষ্টদায়ক একটা চর্ম রোগ। যা আসলে পুরোপুরি কখনোই ভালো হয় না, তবে জীবনযাত্রা যদি নিয়মমাফিক করা যায় এবং এলার্জি জাতীয় খাবার গুলো যদি পরিহার করা যায় কিংবা নিয়ম মেনে যদি ওষুধ সেবন করা যায়, তাহলে কিছুটা হলেও এলার্জি নিয়ন্ত্রণে আসে।

অথর যে বেশ কষ্ট পাচ্ছে এলার্জি জনিত সমস্যায় তা আসলে তার লেখাতেই প্রকাশ পেয়েছে। সরকারি হাসপাতালে গিয়ে ডাক্তার দেখাতেও বেশ ভোগান্তির শিকার হতে হয়েছে। যদিও ওষুধ সেবনে কিছুটা উপকার পেয়েছে, তবে আমি অথরকে পরিষ্কার বলতে চাই, ডাক্তারের উপদেশ গুলো মেনে চলুন এবং গোছানো নিয়ম মাফিক জীবন যাপন করুন , তাহলে অবশ্যই এই সমস্যা থেকে কিছুটা হলেও রেহাই পাবেন।

শুধু এলার্জি নয়, সবাই সব রকম রোগ থেকে মুক্ত থাকুক, এই কামনাই করছি। সকলের মঙ্গল হোক।


JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7yMMw5xXLBgBk3xNrEj6P87W5sV5Tpz8FLokE6ERhaVSYcF7AzurPipFWr9d1z9A1zAdseiApovK3u8tPSzHQXNa37rD42.jpeg

ছবিটি নাজমুল ভাইয়ের ব্লগ থেকে নেওয়া হয়েছে।

ধন্যবাদ সবাইকে।

Sort:  
 last month 

আমার পোস্ট ফিচারড পোস্ট হিসাবে মনোনীত করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই। সত্যি বলতে এলার্জি সমস্যা জীবনকে অতিষ্ঠ করে দিচ্ছে। কষ্টদায়ক এই চর্ম রোগ হতে মুক্তি পেতে হলে অবশ্যই আপনার কথা অনুযায়ী ডক্টরের উপদেশ গুলো মেনে চলতে হবে এবং নিয়ম মাফিক ওষুধ সেবন করলে হয়তো কিছুটা মুক্তি পাব। সকলের জন্য শুভকামনা রইল ভালো থাকবেন।

 last month 

এলার্জি খুব ভয়ঙ্কর একটা রোগ। যাদের আছে একমাত্র তারাই ভুক্তভোগী। নাই পার্মানেন্টলি কখনো ছাড়ে না পিছন ছাড়ে।

নাজমুল ভাইয়াকে অভিনন্দন ওনার পোস্ট ফিচার হয়েছে বলে। তবে উনি এলার্জি থেকে দ্রুত মুক্ত পান ওষুধ খেয়ে ভালো থাকুন যে বিষয়ে এলার্জি তা এভয়েড করে চলুন সেটাই কামনা করি।

 last month 

নাজমুল ভাইয়ের পোস্ট ফিচারড হিসেবে মনোনীত হয়েছে ওনাকে অভিনন্দন। আসলে অনেক গবেষকরা গবেষণা করে দেখেছে যে করোনার টিকে দেওয়ার কারণে এলার্জি হয়েছে। আসলে এলার্জি রোগ অনেক বিরক্তিকর লাগে।@nazmul01 ভাইয়ের পোস্ট ফিচারড হিসেবে মনোনীত করেছে এজন্য ধন্যবাদ জানাই।

 last month 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই গুরুত্বপূর্ণ মতামত শেয়ার করার জন্য।

 last month 

ফিচার্ড আর্টিকেলে নাজমুল ভাইয়ের নামটা দেখে অনেক ভালো লাগলো। আসলে এলার্জি বিভিন্ন রকমের হয়ে থাকে এটি যে শুধু স্ক্রিনে ইফেক্ট করে তা না।দোয়া করি এলার্জির ওষুধ গুলো খেয়ে সে সুস্থ হোক। এবং ভালো থাকুক সবসময়। ধন্যবাদ পোস্টটি ফিচারড আর্টিকেলে মনোনীত করার জন্য।

 last month 

এলার্জির কথা আর কি বলবো। এলার্জি যেন পিছুই ছাড়ছে না। এলার্জির কারণে জীবনটা আসলেই অতিষ্ঠ হয়ে গিয়েছে। এখন বেশিরভাগ মানুষেরই এলার্জির সমস্যাটা রয়েছে। কয়েকদিন পর পরই ডাক্তারের কাছে যাওয়া হয়। নাজমুল ভাইয়ের জন্য দোয়া করি যেন উনার অসুস্থতা ঠিক হয়। ধন্যবাদ এই পোস্টটা ফিচারড আর্টিকেল হিসেবে সিলেক্ট করার জন্য।