"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৪২৮ [ তারিখ : ১৬.০৯.২০২৪ ]

গত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়েছে। ৪২৭ তম রাউন্ড শেষে আজ ১৬ সেপ্টেম্বর ২০২৪, ৪২৮ তম রাউন্ড এর আর্টিকেল পাবলিশ করা হবে। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।

"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।



"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার-@mohinahmed



অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

অথরের নামঃমহিন আহমেদ । জাতীয়তা- বাংলাদেশী । বৈবাহিক অবস্থান- বিবাহিত । তার শখ- ভ্রমণ করা এবং গান গাইতে খুব পছন্দ করেন। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করেন। স্টিমেট ব্লগিং ক্যারিয়ার শুরু- ২০২২ সালের জুন মাসে। তিনি তার পরিশ্রম, মেধা এবং ঐকান্তিক প্রচেষ্টা দিয়ে আমার বাংলা ব্লগে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন।



এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি:



"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল:

ছবিটি নেওয়া হয়েছে-মহিন ভাইয়ের পোস্ট থেকে

রেসিপি পোস্ট || 🍲বেগুন এবং আলু দিয়ে পাঁচ মিশালি মাছের ঝোল রেসিপি🍲 ( Publish: 14.09.2024 )


আজকে কিছু পোস্ট দেখতে দেখতে এই রেসিপিটা আমার কাছে বেশ ভালো লাগে। আসলে রেসিপিটা সিম্পিল হলেও কিন্তু খেতে দারুন টেস্ট। আমার নিজেরই কিন্তু সত্যি বলতে লিখতে গিয়ে জিভে জল আসছে। এই মাছগুলো আসলে খেতে অনেক মজাদার লাগে। আর তারপর তো এতে বেগুন দেওয়া, বেগুন দিলে আসলে তরকারিটা আরো বেশি মজাদার হয়ে থাকে। এটা কিন্তু ঠিক যে গরমের সময়ে ঝোল জাতীয় তরকারি ভালো লাগে, তাছাড়াও বেগুনের কম্বিনেশনে তরকারি একটু ঝোল ঝোল হলে বরং ভালোই লাগে।

আমি কিন্তু সত্যি বলতে নিজেও এইধরণের রেসিপি ঝোল ঝোল করেই খেতে পছন্দ করি। আর এই রেসিপিতে যে কয়টা মাছ দেওয়া হয়েছে, তা সবগুলোই খেতে অনেক মজাদার। আর এই রেসিপিগুলো একটু ঝাল মতো হলে তো আরো ভালো লাগে, যদিও আমি ঝাল তেমন বেশি একটা খেতে পারিনা। কিন্তু ঝাল হলে খেতেই বেশি মজাদার লাগে। যাইহোক, রেসিপিটা সর্বোপরি বেশ ভালো ছিল, সবকিছুই ধাপে ধাপে তুলে ধরেছেন এবং পরিবেশনটা দারুন হয়েছে।


ধন্যবাদ সবাইকে।

Banner New.png

Sort:  
 13 days ago 

মহিন ভাইকে প্রথমেই অভিনন্দন জানাই।আসলে তিনি সব সময় সেরাটা দিয়ে চলেছেন আমাদের কমিউনিটিতে।তার পোস্ট টা অনেক সুন্দর ছিলো বেগুন দিয়ে রান্না মাছের তরকারি অনেক দারুন হয়।

 13 days ago 

আমার এই রেসিপিটা ফিচার্ড আর্টিকেল হিসেবে বাছাই করা হয়েছে, এটা দেখে ভীষণ ভালো লাগলো। এই রেসিপিটা ঝাল ঝাল করে তৈরি করেছিলাম বলে খেতে সত্যিই দারুণ লেগেছিল। বিশেষ করে মাছগুলোর স্বাদ এখনো মুখের মধ্যে লেগে আছে। যাইহোক আমার এই রেসিপিটা ফিচার্ড আর্টিকেল হিসেবে নির্বাচিত করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।

 13 days ago 

মহিন ভাইয়ার রেসিপি পোস্টটি ফিচার্ড আর্টিকেল হিসেবে দেখতে পেয়ে অনেক ভালো লাগলো।ভাইয়া সবজি দিয়ে কয়েক রকমের মাছ রান্না করেছেন।ধন্যবাদ সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 13 days ago 

সমস্ত সবজি দিয়ে মাছ দিয়ে ঝোলটা খুব পাতলা হলেও খুব টেস্টি হয়। চমৎকার একটি পোস্টকে ফিচার করে সবার মাঝে আনলেন বলে আপনাকে ধন্যবাদ জানাই। সবজি দিয়ে মাছের ঝোল আমারও খুব প্রিয়। আর সেটা যদি পানমৌরি দিয়ে হয় তবে তো কথাই নেই।

 13 days ago 

এই রেসিপিটা আমার নিজেরও অনেক বেশি পছন্দের। আজকের ফিচারড আর্টিকেল পোস্টে মহিন আহমেদ ভাইয়ার নাম দেখে অনেক ভালো লাগলো। তিনি অনেক বেশি সুন্দর করে এই মজাদার রেসিপিটা তৈরি করেছেন। রেসিপিটা দেখেই তো বুঝা যাচ্ছে কতটা লোভনীয় এবং সুস্বাদু হয়েছে। ভাইয়ার এই পোস্টটা ফিচারড আর্টিকেল হিসেবে সিলেক্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ

 13 days ago 

ফিচারড আর্টিকেলে মহিন ভাইয়ের নামটি দেখে বেশ ভালো লাগলো।বেগুনও আলু দিয়ে যে কোন মাছের ঝোল রান্না করলে খেতে অনেক টেস্টি হয়। মহিন ভাইয়ের রেসিপিটি দেখেই অনেক লোভনীয় লাগছে। ধন্যবাদ পোস্টি ফিচারড আর্টিকেলে মনোনীত করার জন্য ।

 13 days ago 

এই রেসিপিটা তো আমার অনেক বেশি পছন্দের। আর আমার পছন্দের রেসিপি পোস্ট আজকের ফিচারড আর্টিকেলে দেখেই তো অনেক ভালো লাগলো। এটা আমার পছন্দের রেসিপি হলেও দুঃখের বিষয় হচ্ছে, এলার্জির কারণে বেগুন এখন একেবারেই খাওয়া হয় না। তবে এমনিতে বেগুন ছাড়া এটা তৈরি করা হয় যার কারণে খাওয়া হয়। এই পোস্টটি ফিচারড আর্টিকেল হিসেবে মনোনীত করার জন্য ধন্যবাদ।