"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড # ৬০৬ [ তারিখ : ২৫ - ০৩ - ২০২৫ ]
বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @saymaakter
অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ
অথরের নাম- মোছাঃ সায়মা আক্তার। জাতীয়তা - বাংলাদেশী। তিনি একজন ব্লগার, উদ্যোক্তা এবং শিক্ষিকা। উন কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। সব সময় অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে তার খুব ভালো লাগে। তাই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করেন এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখতে চান। বর্তমানে স্টিমিট জার্নির বয়স ৩ বছর চলমান।
এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :
মজাদার ভেজিটেবল চিকেন কোন স্ন্যাকস। by @saymaakter( date 24.03.2025 )
আজকের ফিচার্ড আর্টিকেলে আরও একটি রেসিপি পোস্ট জায়গা করে নিচ্ছে। মার্কেট প্রাইস ডাউনের কারণে কমিউনিটির বেশিরভাগ কন্টেন্টের কোয়ালিটি খুবই নিম্নমানের হয়ে গেছে। কিন্তু সবকিছুর মাঝেও রেসিপি কন্টেন্ট গুলো তার মান ধরে রেখেছে।
কমিউনিটির সকলের পরিচিত সাইমা আক্তার ম্যাডামের একটি রেসিপি আমার খুবই ভালো লেগেছে। রেসিপিটির নাম হল: মজাদার ভেজিটেবল চিকেন কোন স্ন্যাকস।- যা তিনি কনটেস্টে অংশগ্রহণের জন্য প্রকাশ করেছেন।
মুরগির মাংস,আলু, গাজর,পাউরুটি এবং ডিম সহ আরো বিভিন্ন রকম উপকরণ দিয়ে রেসিপিটি তৈরি করেছে। প্রত্যেকটি উপাদান এবং প্রত্যেকটি স্টেপ সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। সবকিছু বিবেচনা করে এই পোস্টটি আজকের ফিচার পোস্ট হিসেবে নির্বাচন করা হলো।
ফিচার আর্টিকেলে আমার এই পোস্টটি নির্বাচন করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই। এই রেসিপিটি তৈরি করতে অনেক সময় লেগেছে। তবে ফিচার আর্টিকেলে নিজের নামটি দেখতে পেয়ে এখন আর সেই সময় এবং শ্রমের কথা ভুলে গেছি।
আজকের এই ফিচার্ড আর্টিকেলে অনেক সুন্দর একটা পোস্ট দেখলাম। পোস্টটা দেখে আমার কাছে সত্যি খুব ভালো লাগলো। অনেক সুন্দর করে এই রেসিপিটা তৈরি করা হয়েছে। রেসিপি টা দেখে তো মনে হচ্ছে অনেক বেশি সুস্বাদু ছিল। অনেক ধন্যবাদ এই পোস্টটি ফিচারড আর্টিকেল হিসেবে মনোনীত করার জন্য।