"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৫৪৮[ তারিখ : ১৮.০১.২০২৫ ]
বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @kazi-raihan
অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ
অথরের নাম - কাজী রায়হান,স্টিমিট আইডি - @kazi-raihan।তিনি একজন ছাত্র। বাংলাদেশে বাস করেন। কুষ্টিয়া সরকারি কলেজে লেখাপড়া করছেন। ফটোগ্রাফি করতে, গল্প লিখতে ও বাইক নিয়ে ঘুরতে খুবই ভালোবাসেন। মনের অনুভূতির ডাকে সাড়া দিয়ে কবিতা লিখতে পছন্দ করেন। সেই সাথে যে কোনো নতুন বিষয় সম্পর্কে জানতে পছন্দ করেন।স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছেন ২০২১ সালের অগাস্ট মাস এ।বর্তমানে স্টিমিট জার্নির বয়স প্রায় ৩ বছর ৫ মাস চলমান।
এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :
এবারে বান্দরবান (পর্ব-১২)। ||১৭-০১-২০২৫ ... @kazi-raihan (17.01.2025 )
প্রাকৃতিক সৌন্দর্য বরাবরই আমাদেরকে মুগ্ধ করে। আর বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের কথা যখন আসে। তখন বান্দরবান নামটি উঠে আসে একেবারে সর্বপ্রথম দিককার সারিতে। কারণ বান্দরবানের এই অপরূপ সৌন্দর্য বরাবরই পর্যটকদের মুগ্ধ করে। তো তা নিয়ে একটি পোস্ট দেখতে পাওয়াতে ভাবলাম এই পোস্টটি আজকে ফিচার্ড আর্টিকেল হিসেবে মনোনীত করা যাক এবং এর মাধ্যমে আমরা উনার এই ভ্রমণ সম্পর্কে আরো অনেক তথ্য জানতে পারবো।
উনার পোস্ট সম্পর্কে যদি বলতে চাই। তাহলে যেটা প্রথমে না বললেই নয়। সেটা হলো নাফাখুম জলপ্রপাত এর ছবিগুলোর কথা। কারণ ছবিগুলোর দিকে তাকালেই বুঝা যাচ্ছে যে প্রকৃতির সত্যিই কতোটা অপরূপ হতে পারে! আর আমি মূলত এই জলপ্রপাতের পানির স্বচ্ছতার বর্ণনা অনেকবার শুনেছি এবং উনার ছবির মাধ্যমে আসলে আরো ভালো করে দেখার সুযোগ হয়েছে। যেটা সত্যিই খুব ভালো লেগেছে। কারণ পানির স্রোত এবং ঝর্ণার মতোন এতো সুন্দর ভাবে পানি আসছে এই দৃশ্যটি দেখতেও অপরূপ। অর্থাৎ এতো কষ্ট করে যখন এই দৃশ্য এর দেখা পাওয়া যায়। তখন সত্যিই নিজেকে ভাগ্যবান বলেই মনে হয়। তবে এটাও ঠিক যে, সেখানকার মানুষদের জীবন মোটেও আমাদের মতোন সহজ নয় এবং সেটা ওই দুই বাচ্চা গুলোর ছবি দেখে বুঝা যাচ্ছে। কারণ তাদের এতো দূর থেকে পানি টেনে নিয়ে যেতে হয়। যেটা সত্যিই অনেক বেশি কষ্টের। তবে সব মিলিয়ে যদি প্রাকৃতিক সৌন্দর্যের দিকে তাকাই। তাহলে বান্দরবান এর প্রাকৃতিক সৌন্দর্যের তুলনাই হয় না।
ছবিগুলো @kazi-raihan এর ব্লগ থেকে নেওয়া
উনার পোস্ট এর বানান, মার্কডাউন এবং কভার ফটো সব কিছুই বেশ সুন্দর। আশা করছি ভবিষ্যতেও তিনি আমার বাংলা ব্লগের সাথে যুক্ত থাকবেন এবং কাজের এ ধারা অব্যাহত রাখবেন।ধন্যবাদ সবাইকে।
কাজী রায়হান ভাই বরাবরই আমাদের মাঝে কোয়ালিটি সম্পূর্ণ পোস্টগুলি করে থাকেন। সকল কোয়ালিটি সম্পূর্ণ পোস্ট গুলির মধ্য হতে তার বান্দরবান ভবনের পোস্টগুলি অত্যন্ত উৎকৃষ্ট মানের। সেই বান্দরবান ভ্রমণের ১২ তম পর্বটি ফিচার পোস্ট হিসেবে দেখতে পেরে বেশ ভালো লাগলো। সর্বোপরি এটাই বলব তার পোস্টটিতে ফিচার পোস্ট হিসেবে মনোনীত করার জন্য ধন্যবাদ।
সত্যি অনেক ভালো লাগছে, নিজের পোস্ট ফিচারড পোস্ট হিসেবে সিলেক্ট হওয়া এটা প্রতিটা ইউজারের কাছে ভালোলাগার অনেক বড় অনুভূতি। নোটিফিকেশন দেখেই মন ভরে গিয়েছে।