আমার বাংলা ব্লগের অফিসিয়াল চ্যারিটি একাউন্ট এর অডিট রিপোর্ট ০৩(Audit report of official charity account of Amar Bangla Blog 03)

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

audit-charity.png


বিগত ১৭ ই মার্চ ২০২২, আমাদের ট্রন ফ্যান ক্লাব এর একজন মডারেটর @veigo যিনি একজন ইউক্রেইন্ এর নাগরিক, রুশ-ইউক্রেইন্ যুদ্ধে বর্তমানে তিনি পোল্যান্ডের শরণার্থী শিবিরে আছেন । আপনারা ইতিমধ্যে রুশ-ইউক্রেন যুদ্ধের ভয়াবহতা দেখেছেন । একবিংশ শতাব্দীতে অন্যতম ভয়াবহ মানবতা বিপর্যয় এই যুদ্ধ । আমাদের শ্রদ্ধেয় মডারেটর আমাদের বিনীত অনুরোধ করেছিলেন যে তাঁর কোনো ধরনের আর্থিক সাহায্য দরকার নেই । শুধু তাঁর জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি আমরা , এটাই একমাত্র চেয়েছিলেন । তারপরেও ট্রন ফ্যান ক্লাবের আরেক জন মডারেটর এবং আমাদের কমিউনিটির সকল মডারেটরের ঐকান্তিক ইচ্ছে যে তাঁর জন্য কিছু করি । এজন্য আমাদের ট্রন ফ্যান ক্লাবের একজন মডারেটর সাইফুল ভাই @engrsayful, মডারেটর @veigo-র পক্ষে একটি ফান্ড রাইজিং ক্যাম্পেইন চালু করেন ।

@veigo র ফান্ড রাইসিং পোস্ট এর লিংক : https://steemit.com/hive-129948/@engrsayful/abb-charity


@veigo র কাঙ্খিত এমাউন্ট : N/A


ফান্ডরাইসিং থেকে সংগৃহীত ফান্ড আজ ০১ মে ২০২২ @veigo এর steemit ওয়ালেটে ট্রান্সফার করা হয় । এখন নিচে বিস্তারিত সকল রিপোর্ট তুলে ধরা হলো --

Verified Fundraising Event-03 : যুদ্ধে ক্ষতিগ্রস্ত এক বোনের @veigo পাশে দাড়ানোর আহবান । link : এখানে দেখুন


Raised Funds : ১৮ মার্চ ২০২২ থেকে ৩০ এপ্রিল ২০২২ : Total raised funds : 1,277.202 STEEM


Funds Moved From @abb-charity to @veigo

1100.000 STEEM


Untitled.png


Percentage of @abb-charity cut fund : 13.87%

একাউন্টের কর্মপদ্ধতি :

১. @abb-charity একাউন্টটি এক্সেস করার ক্ষমতা শুধুমাত্র @rme আর @blacks এর আছে ।
২. একাউন্টটির কোনো ফান্ড চ্যারিটি ছাড়া কোনো অবস্থাতেই অন্য কোনো একাউন্ট এ ট্রান্সফারেবল নয় , এমনকি কমিউনিটি'র অ্যাডমিন এর একাউন্ট ও নয় ।
৩. শুধুমাত্র verified fundraising প্রজেক্টে ছাড়া আর কোথাও ফান্ড ট্রান্সফার করা যাবে না ।
৪. যে কোনো ডোনেশন এর ৫০% steem পাওয়ার হিসাবে @abb-charity একাউন্টে ট্রান্সফার করা হবে । বাকি ৫০% steem ট্রান্সফার করা হবে @abb-charity সেভিংস একাউন্টে ।
৫. যে কোনো fundraising পোস্ট অবশ্যই ১০০% post payout beneficiary হিসাবে @abb-charity কে নির্বাচন করতে হবে । অন্যথায়, চ্যারিটি ফান্ড থেকে কোনো রকম ফান্ড ট্রান্সফার পসিবল হবে না ।
৬. চ্যারিটি ফান্ড শুধুমাত্র ডোনেশন হিসাবে steem একসেপ্ট করতে পারবে । fundraiser কেও শুধুমাত্র steem ট্রান্সফার করতে পারবে ।
৭. @abb-charity র বাড়তি ইনকামের জন্য "amarbanglablog" curation ট্রেইল কে ফলো করতে পারবে ।
৮. @abb-charity র curation reward এর ৫০% একাউন্টে পাওয়ার হিসাবে রেখে বাকি ৫০% পাওয়ার ডাউন করা হবে । লিকুইডেশনের পরে steem সেভিংস ওয়ালেটে ট্রান্সফার করা হবে ।
৯. শুধুমাত্র verified ফান্ডরাইসিং ইভেন্ট ছাড়া কোনো সাধারণ ব্যক্তিবর্গ কে কোনো অবস্থাতেই কোনো ডোনেশন দিতে পারবেন না এই চ্যারিটি একাউন্ট ।
১০. চ্যারিটি ফান্ড থেকে কাউকে কোনো অবস্থাতেই steem ধার, বা ডেলিগেশন দেয়া যাবে না ।

কি ভাবে চ্যারিটি ফান্ডে ডোনেট করবেন

১. চ্যারিটি ফান্ড শুধুমাত্র steem ডোনেশন হিসাবে একসেপ্ট করে, তাই আপনারা শুধু steem-ই ডোনেট করতে পারবেন । সর্বনিম্ন ডোনেশন এর পরিমান ১ steem , সর্বোচ্চ পরিমান : আনলিমিটেড । ডোনেশনটি অবশ্যই @abb-charity একাউন্ট এ করবেন ।
২. সরাসরি steem ডোনেট না করেও আপনারা ডোনেশন করতে পারবেন । সে জন্য পোস্ট করার সময় "Reward Advanced Settings" এ ক্লিক করবেন প্রথমে , একটি পপ আপ উইন্ডো ওপেন হবে, "add account" এ ক্লিক করে স্টিমিট ID র ঘরে দেবেন @abb-charity আর beneficiary percentage এর ঘরে দেবেন যত পার্সেন্ট আপনি আপনার পোস্ট রিওয়ার্ড @abb-charity এর ওয়ালেটে দেবেন সেটা । নিচের ছবি দুটি ভালো করে লক্ষ করুন তাহলে বিষয়টি ক্লিয়ার হবে ।

Untitled2.png

Untitled.png

কি ভাবে চ্যারিটি ফান্ড থেকে ডোনেশন নেবেন

১. প্রথমে আমাদের কমিউনিটি-তে একটা fundraising পোস্ট করবেন । সেখানে যতটা সম্ভব বিস্তারিত বর্ণনা করবেন কেন আপনার ডোনেশন লাগবে, কী উদ্দেশ্যে ডোনেশনটি ব্যবহার করবেন ।
২. পোস্টটির ট্যাগ অবশ্যই "charity abb-charity amarbanglablog fundraising" এই গুলি হবে । নতুবা, পোস্টটি ভেরিফাইড fundraising পোস্ট হিসাবে গণ্য হবে না ।
৩. আপনার fundraising পোস্টে যতটা সম্ভব ডোনেশন campaign সংশ্লিষ্ট বিস্তারিত বর্ণনা, ফোটোগ্রাফস, ভিডিও শেয়ার করতে হবে । মনে রাখবেন আপনি যতটা ভালোভাবে আপনার ডোনেশন এর ব্যাপারটা আমাদের কাছে উপস্থাপন করতে পারবেন তত দ্রুত আপনার ডোনেশন approved হবে ।
৪. সর্বশেষ আপনার desired ডোনেশন এমাউন্টটা অবশ্যই উল্লেখ করবেন ।

◁ ধন্যবাদ ▷

↜ মানুষ মানুষের জন্য ↝

Sort:  
 3 years ago 

এই মহৎ কাজে একটুকু হলেও পাশে থাকতে পেরে সত্যি গর্বিত আমি। এভাবেই এগিয়ে যাক আমাদের এবিবি চেরিটি। ❤️❤️❤️

আমরা কক্সবাজারে বিভিন্ন রকমের সামাজিক কজ করে থাকি। যেমন কিছু দিন আগে ছিন্নমূল বাচ্চাদের ইফতার করালাম। আজকে আবার ১৫ জন ছিন্নমূল বাচ্চাদের ইদ বস্ত্র দিলাম। মে মাসে আবার কিছু বাচ্চাদের দুপুরে এক বেলা খাওয়ানোর প্লান আছে আল্লাহ কবুল করলে। এসব কাজের জন্য কি ফান্ড চাওয়া যাবে?

 3 years ago 

সত্যিই এটি একটি মহৎ উদ্যোগ দাদা, এই উদ্যোগটি চালু করার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং আমার বাংলা ব্লগ কমিউনিটির সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা যারা যারা প্রতিনিয়ত এই @abb-charity তে ডোনেট করে যাচ্ছে। আসলে এরকম একটি ফান্ড থাকা দরকার। তাহলে বিপদে সবাই সবার পাশে দাঁড়াতে পারবে, ধন্যবাদ।

চমৎকার একটি উদ্যোগ। মানুষের পাশে দাঁড়ানোর যে ইচ্ছা দাদার ভিতরে সেটার প্রতিফলন ঘটেছে এই একাউন্টের মাধ্যমে। যেকোনো সত্তিকারের সাহায্যপ্রার্থীর ডাকে এবিবি চারিটি থেকে সাড়া দেয়া হয়। সমস্ত কিছুর জন্য দাদাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

যুদ্ধে ক্ষতিগ্রস্ত আমাদের এক বোনের পাশে দাঁড়াতে পেরে নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে। প্রত্যেকের উচিত এভাবে নিজের দেশের মানুষের প্রতি, বাংলা ভাষাভাষী তথা সারা বিশ্বের বিপদগ্রস্ত মানুষের জন্য সহায়তার হাত বাড়িয়ে দেয়া। নিঃসন্দেহে এবিবি চ্যারিটি একটি জনকল্যাণমূলক কাজ। আমরা সব সময় পাশে আছি, পাশে থাকবো। ধন্যবাদ দাদা

 3 years ago 

সত্যি মাঝে মাঝে হৃদয়টা অনেক বড় হয়ে যায়, মাঝে মাঝে অনুভূতিগুলো অনেক বেশী উজ্জ্বল হয়ে উঠে, আমার বাংলা ব্লগের মহতি এই উদ্যোগের সাথে নিজেকে সংযুক্ত করতে পেরে। মানুষ মানুষের জন্য, মানবতার এই দাবীকে সামনে রেখে আমার বাংলা ব্লগের এই উদ্যোগকে সাধুবাদ জানাই।

যারা স্বতঃস্ফূর্তভাবে এই উদ্যোগের সাথে সংযুক্ত হয়ে আমাদের আরো বেশী উৎসাহ দিয়েছেন তাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতাকে উদ্যোগটি গ্রহণ করার জন্য।

 3 years ago 

যদিও আমরা প্রতি সপ্তাহের বুধবার কে @abb-charity দিন হিসাবে ঘোষণা করি এবং চেষ্টা করি সকলের কাছে স্বতঃস্ফূর্তভাবে আহবান জানানোর জন্য প্রজেক্ট কে এগিয়ে নিয়ে যেতে । তবে বাস্তব প্রেক্ষাপট খুবই দুঃখজনক । আশা করি ভবিষ্যতে আমাদের ইউজাররা এই ব্যাপারগুলো নিয়ে আরো সচেতন হবে । আপুর ব্যাপারটা জানতাম , ব্যাপারটা আসলেই খুবই দুঃখজনক। যাইহোক তার কঠিন সময়ে আপনি এবং আমরা সকলে মিলে পাশে থাকতে পেরেছি , এটাই আমাদের কাছে অনেকটাই বেশি । ধন্যবাদ দাদা সবকিছুর জন্য ।

 3 years ago 

Abb charity একটি সফল মহৎ উদ্যোগ। আমাদের কমিউনিটির যেকোনো সদস্য বিভিন্ন সমস্যায় পড়লে সবার আগে abb charity এগিয়ে আসে । এরকম মহৎ উদ্যোগের সাথে আমাদের সব সময় একাত্মতা পোষণ করা উচিত।

মানবিকতার বাতি এমন ভাবেই নক্ষত্রের মতো কার না কার মাধ্যমে প্রকাশ পাবে যুগের পরে যুগ। সাধ্যমতো চেষ্ট করব ইনশাআল্লাহ ❤️@abb-charity মহৎ একটি উদ্যোগের নাম যার মাঝে বাস্তবায়নের দৃষ্টান্ত শতভাগ।

 3 years ago 

চমৎকার একটি উদ্যোগ @abb-charity. এটা সত্যিই আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি দিক। মানুষ মানুষের জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাকে দাদা এই উদ্যোগ চালু করার জন্য। @veigo আপুর জন্য মন থেকে দোয়া করি। সবার উচিৎ আমাদের প্রত্যকের জন্য @abb-charity ডোনেশন করা। কখন কার বিপদ হবে বলা মুশকিল। সবার জন্য শুভ কামনা রইলো।