You are viewing a single comment's thread from:
RE: "[CONTEST] My Skill is My Power || Season-17 by @shiftitamanna".
ধন্যবাদ আপনাকে দারুন একটি ড্রয়িং আমাদের সাথে শেয়ার করার জন্য। এই পোস্টটি করার জন্য আপনাকে পর্যাপ্ত সময় ব্যয় করতে হয়েছে সেটি বোঝাই যাচ্ছে। যেহেতু আমি প্রায়শই ড্রয়িং পোস্ট করে থাকি তাই আমি জানি এখানে ড্রইং করতে এবং লিখে পাবলিশ করতে আলাদা সময় লাগে। আপনার ড্রয়িং স্কিল যে দারুন তা বলার অপেক্ষা রাখে না। আপনার জন্য শুভকামনা রইল।
আমিও আপনার সাথে একমত। এ ধরনের পোস্ট করাটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তারপরও অনেক ড্রয়িং শখের বশে আঁকি তবে কাজের মাঝে ছবি ক্যাপচার করতে ভুলে যাই বিধায় পাবলিশ করা হয় না।
আপনার প্রশংসার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।