Better life with steem The Diary Game |6 July, 2025
সকাল বেলা |
---|
HELLO▶
Everyone
কেমন আছেন সবাই ? আশাকরি সবাই ভালো আছেন ৷ প্রত্যাশা করি সবসময় যেন ভালো থাকেন ৷ চলে আসলাম আজকে আপনাদের মাঝে আমার সারাদিনের সংক্ষিপ্ত কার্যক্রম গুলো শেয়ার করার জন্য ,, তাহলে চলো শুরু করা যাক ৷
আজ রোজ রবিবার সকাল সকাল ঘুম থেকে উঠলাম তারপর চলে আসলাম বাড়ির বাইরে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য ৷ যাই হোক কিছুক্ষণ হাঁটাহাটি করে চলে আসলাম বাড়িতে তারপপ ফ্রেশ হয়ে দোকানে চলে আসলাম নাস্তা খাওয়ার জন্য ৷
দোকানে নাস্তা খাওয়ার পর স্কুল মাঠে গেলাম একটু বসে থাকার জন্য তারপর কিছুক্ষণের মধ্যেই হঠাৎ করে প্রচুর বৃষ্টি হওয়া শুরু করে দিলো তারপর আর কি করার স্কুল মাঠেই বসে থাকতে হলো বেশ কিছুক্ষণ ৷
প্রায় ১ ঘন্টার মত বৃষ্টি পড়লো তারপর আমি চলে আসলাম বাড়িতে ৷ পাশের বাড়িতে আজকে পূঁজা তাই আমার কাকাতো বোন আমাদের বাড়িতে জবা ফুল ছিড়তে এসেছে আমি দেখলাম তার হাতে জবা ফুলের ঝুড়িটি আর ফুল গুলো ঝুড়িতে এত সুন্দর দেখা যাচ্ছে যে, জবা ফুল গুলোর ছবি না তুলে পারলাম না ৷
বর্তমানে সময়ে এই জবা ফুল গুলো পাওয়া যায় না , আমাদের এদিকে নেই বললে চলে তারপরও খুজলে অনেক দুর দুরান্ত এলাকা গুলোতে যেতে হয় এই জবা ফুল সংগ্রহ করার জন্য ৷
বিকেল বেলা |
---|
বিকেল বেলা একটা প্রয়োজনীয় কাজের জন্য দেবীগন্জ শহরের উদ্দ্যেশে রওনা দিয়ে দিলাম ৷ আজকে সকাল থেকে আকাশের আবহাওয়া তেমন ভালো না চারদিকে মেঘ কখন কোন সময় বৃষ্টি নেমে যাবে তা ধারনার বাইরে ৷
যাই হোক শহরের মধ্যে যেগুলো কাজ ছিল তা যত দ্রুত সম্ভব সেরে নিলাম ৷ তারপর একটি ফাস্ট ফুডের দোকানে গেলাম আমার ভাগ্নি আসছে সে আসার সময় তার জন্য কিছু নিয়ে যেতে বলছে তাই ফাস্ট ফুডের দোকানে গিয়ে কিছু সন্দেশ কিনে নিলাম ৷
সন্দেশ অনেক ধরনের হয়ে থাকে তবে দোকানদার আমাকে মিঠাই নামে সন্দেশ টা দিলো আমি আগে এরকম কোন সন্দেশ দেখি নাই তাই দোকানদার কে বললাম প্যাকেট টা খুলে দেখাতে ৷
মিঠাই নামের সন্দেশ টি দেখতে চকলেট কালারের মত ৷ যাই হোক আমাও দেখে ভালো লাগলো এবং কি প্রতি প্যাকেট ৭৫ টাকা করে রাখলো আমি ২ প্যাকেট নিয়ে বের হয়ে আসলাম ফাস্ট ফুডের দোকান থেকে ৷
সন্ধ্যা বেলা |
---|
সারাদিন মেঘ থাকার পরও রাতের বেলা কি সুন্দর চাঁদ দেখা যাচ্ছে সাথে কালো মেঘের খন্ড গুলো চারিদেক ভেসে বেরাচ্ছে ৷ আসলে এই ধরনের প্রাকৃতিক সৌন্দর্য কার না দেখতে ভালো লাগে মাঝে মাঝে মনে হয় মেঘ গুলো যদি হাত দিয়ে ছুতে পারতাম কতই না ভালো লাগতো ৷
যাই হোক রাতের বেলা হাঁটতে গিয়ে এরকম দৃশ্য দেখে অনেক ভালো লাগছে আশা করি আপনারাও এরকম দৃশ্য মাঝে মাঝে উপভোগ করে থাকেন ৷
তো বন্ধুরা আজকে এই ছিল আমার সারাদিনের সংক্ষিপ্ত কার্যক্রম যা আপনাদের মাঝে শেয়ার করলাম ৷ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷
শুভ রাত্রি 🤍
বিষয় | ফটোগ্রাফি |
---|---|
ডিভাইস | Redmi note 13 pro + |
লোকেশন | বাংলাদেশ |
W3W | https://w3w.co/slotted.inward.quartered |
আপনার একটি দিনের কার্যক্রম আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ। আপনি সকালের নাস্তা করে স্কুল মাঠে গিয়ে বসে ছিলেন এবং তখন বৃষ্টি চলে আসে প্রায় এক ঘন্টা বৃষ্টি হয়েছে এটা শুনে সত্যি অবাক হয়েছি এবং ভালো বৃষ্টি হয়েছে বোঝা যাচ্ছে যাইহোক সুন্দর একটি লেখা ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ।