Better life with steem The Diary Game |5 July, 2025
সকাল বেলা |
---|
HELLO ,,
Everyone
কেমন আছেন সবাই ? আশাকরি সবাই ভালো আছেন ৷ প্রত্যাশা করি সবসময় যেন ভালো থাকেন ৷ চলে আসলাম আজকে আপনাদের মাঝে আমার সারাদিনের সংক্ষিপ্ত কার্যক্রম গুলো শেয়ার করার জন্য ,, তাহলে চলো শুরু করা যাক ৷
আমি ঢাকায় আসছি বেশ কয়েকদিন হয়ে গেলো মুলত ঢাকায় আসছি চাকরির জন্য আর চাকরির পরিক্ষাও দিয়েছি এবং কি কদিন পরেও ভাইবাও দিয়েছিলাম ৷ সব কিছু শেষ করে রেজাল্ট এর জন্য অপেক্ষা করছিলাম ৷
তারপর হঠাৎ করেই জানতে পারি রেজাল্ট দিতে একটু সময় লাগবে তাই আর দেরী না করে আজকেই বাড়ি আসার উদ্দ্যেশে রওনা দিয়ে দিবো ভাবলাম ৷
যাই হোক সকাল সকাল টা এভাবে ভাবতে ভাবতে চলে গেলো তারপর ফ্রেশ হয়ে বের হয়ে পরলাম নাস্তা খাওয়ার জন্য ৷ তারপর একটি ছোট হোঁটেলে গিয়ে গরম গরম খিচুরি খেয়ে নিলাম ৷
আমি ঢাকায় যেখানে ছিলাম তার পাশেই ছিল সদরঘাট আর এই জায়গাটি নাকি অনেক সুন্দর ছোট ছোট স্টিমার , লঞ্চ দেখতে পাওয়া যায় তাই আমরা নাস্তা শেষ করে সদরঘাটে চলে আসলাম জায়গাটি উপভোগ করার জন্য ৷
নদীটির নাম হলো বুড়িগঙ্গা নদী আর এই নদীর একটি তীরে নাম হয়েছে সদরঘাট যেখানে প্রতিনিয়ত মানুষ এবং যানবাহান এই পার থেকে ঐ পারে পৌঁছে দিয়ে থাকে ৷
সদরঘাট জায়গাটি বেশ ভালো লাগলো ঘুরে দেখে যাই হোক আমাদের হাতে তেমন সময় নেই বাসায় আসতে হবে একটু বিশ্রাম নিতে হবে ৷ ট্রেনের টিকিট কাটা হয়েছে ৫ টার দিকে ট্রেন আর ট্রেন কোন ভাবেই মিস করা যাবে না ৷
তারপর সদরঘাট থেকে চলে আসলাম বাসায় তারপর একটু বিশ্রাম নিয়ে স্নানের কাজ সেরে নিলাম ৷
বিকেল বেলা |
---|
বিকেল তিন টার দিকে বের হয়ে পড়লাম কমলাপুর রেল স্টেশনে যাওয়ার উদ্দ্যেশে ৷ আমাদের এখান থেকে কমলাপুর স্টেশন যেতে মিনিমাম এক ঘন্টার মত সময় লেগে যাবে তাই তারাতারি করে রিকশা নিয়ে সবার আগে মেট্রো রেল স্টেশনে চলে আসলাম ৷
রেল স্টেশনের ভিতরে গিয়ে দেখলাম টিকিটের অনেক সিরিয়াল লাইন ধরে দাড়ায় আছে কি আর করার আমরাও লাইনে দাড়িয়ে পড়লাম ৷
এক এক করে সবার টিকিট নেওয়া হয়ে গেলে আমরাও টিকিট নিয়ে নিলাম ৷ তারপর মেট্রো ট্রেনে করে চলে আসলাম আসলাম কমলাপুর রেল স্টেশনে ৷
অবশেষে চলে আসলাম সঠিক সময়ে হাতে আর ১০ মিনিট ছিল এর পরেই ট্রেন ছেড়ে দিবে ৷ যাই হোক আমরা পানি কিনে নিলাম তারপর একটা করে চা খেয়ে ট্রেনে উঠে পড়লাম ৷
১০ ঘন্টার মত লম্বা জার্নি করতে হবে তারপর এদিকে বাড়িতে পৌঁছাতে ভোর ৪ টা বেজে যাবে ৷ এদিকে যে কোন যানবাহানে উঠলে ঘুমাতে পারি না , তার মানে আজকে সারারাত জেগে জেগে যাইতে হবে ৷
যাই হোক বন্ধুরা ,, আজকে এই ছিল আমার সারাদিনের সংক্ষিপ্ত কার্যক্রম যা আপনাদের মাঝে শেয়ার করলাম ৷ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷
শুভ রাত্রি 🤍
বিষয় | ফটোগ্রাফি |
---|---|
ডিভাইস | Redmi note 13 pro + |
লোকেশন | বাংলাদেশ |
W3W | https://w3w.co/slotted.inward.quartered |