Better life with steem The Diary Game |4 April, 2025

in Incredible India2 months ago

Picsart_25-04-04_12-03-15-844.jpg

সকাল বেলা

IMG_20250403_083151.jpg

HELLO.

Everyone

কেমন আছেন সবাই ? আশাকরি সবাই ভালো আছেন ৷ প্রত্যাশা করি সবসময় যেন ভালো থাকেন ৷ চলে আসলাম আজকে আপনাদের মাঝে আমার সারাদিনের সংক্ষিপ্ত কার্যক্রম গুলো শেয়ার করার জন্য ,, তাহলে চলো শুরু করা যাক ৷


সকাল সকাল ঘুম থেকে উছলাম তারপর ফ্রেশ হয়ে বাড়ির কিছু কাজ ছিল সেগুলো কাজ সেরে ফেললাম তারপর বাড়িতে এসে স্নান করে নিলাম ৷ এরপর খাওয়া দাওয়া করে কলেজে যাওয়ার জন্য রওনা দিয়ে দিলাম ৷

কলেজে যাওয়ার মূল উদ্দ্যেশে হলো কলেজে গিয়ে অনার্সের সার্টিফিকেট এবং মার্সিট টা তুলতে হবে ৷ আগামী ১০ তারিখের আগে আমার মাস্টার্স ভর্তি হওয়ার লাস্ট ডেট তাই কলেজে গিয়ে কাগজ পাতি গুলো সব ঠিকঠাক করে নিচ্ছি ৷

IMG_20250404_113817.jpg

কাগজ গুলো তুলে এনে কলেজের বন্ধু বান্ধবীদের সাথে একটু আড্ডা দিলাম তারপর দুপুর বেলা বাড়ি আসার উদ্দ্যেশে রওনা দিয়ে দিলাম ৷

আজকে রোদ ছিল আর রোদের মধ্যে কলেজে যাওয়া আসাতে অনেক ক্লান্ত হয়ে পরছি তাই রুমে এসে কিছুক্ষণ বিশ্রাম নিলাম তারপর স্নান করতে চলে গেলাম ৷

IMG_20250404_114226.jpg

বিকেল বেলা একটু বাড়ির বাইরে বের হইলাম ঘুরার জন্য তারপর দেখি আমাদের বাড়ির পাশের স্কুল মাঠে মারবেল খেলা চলতেছে তাই একটু বেশ কিছুক্ষণ মারবেল খেলা উপভোগ করলাম ৷

আমিও মারবেল খেলতাম আমার ও বেশ পছন্দের খেলা ছিল এটা কিন্তু কদিন ধরে আমি খুব চিন্তিত ছিলাম সেজন্য মনটা তেমন ভালো ছিল না তাই একটু খেলা উপভোগ করে চলে আসলাম বাড়িতে ৷

IMG_20250404_114825.jpg

সন্ধ্যা বেলা

আজকে সন্ধ্যা বেলায় চার পাঁচ জন মিলে একটি ছোট পিকনিকের আয়োজন করা হয়েছে ৷ আজকে হঠাৎ করেই হাঁসের মাংস দিয়ে পোলাও পিকনিকের আয়োজন করার উদ্দ্যেশে নেই তারপর সবাই টাকা দিয়ে চলে আসলাম বাজার খরচ করতে ৷

বাজার খরচ করা শেষ হয়ে গেলে চলে আসলাম বাড়িতে তারপর পিকনিকের আয়োজন কাজ শুরু করে দিলাম ৷ প্রায় ৩ ঘন্টা ধরে রান্না করলাম হাঁসের মাংস এবং পোলাও ৷

IMG_20250404_115215.jpg

রান্না করা শেষ হয়ে গেলে সবাই মিলে খেতে বসলাম তারপর খাওয়া শেষ করে ঠান্ডা পানি আয়োজন করা হয়েছে সবাই মিলে ঠান্ডা পানি খেলাম ৷

খাওয়া দাওয়া শেষ করে সবাই একটু বিশ্রাম নিলাম তারপর হাড়ি পাতিল গুলো সবাই মিলে পরিষ্কার করলাম তারপর সবাই যার যার মত করে বাড়িতে চলে আসলাম ৷

তো বন্ধুরা আজকে এই ছিল আমার সারাদিনের সংক্ষিপ্ত কার্যক্রম যা আপনাদের মাঝে শেয়ার করলাম ৷ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ ৷

ধন্যবাদ সবাইকে🙏🙏

বিষয়ফটোগ্রাফি
ডিভাইসRedmi note 13 pro +
লোকেশনবাংলাদেশ
W3Whttps://w3w.co/slotted.inward.quartered

54TLbcUcnRm3sWQK3HKkuAMedF1JSX7yKgEqYjnyTKPwrcsUhSBkR263BW3aGFrDJ4LY4NAcqRpChuw63auxR2oHphrAU559PgwAbnwHoQWQKzZva17V7WKMAKJvwX9UxnTbAxXty.gif

Sort:  

Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟

 2 months ago 

Thanks for your support 😊😊

Loading...