Better life with steem The Diary Game |27 March, 2025
সকাল বেলা |
---|
HELLO▶
Everyone
কেমন আছেন সবাই ? আশাকরি সবাই ভালো আছেন ৷ প্রত্যাশা করি সবসময় যেন ভালো থাকেন ৷ চলে আসলাম আজকে আপনাদের মাঝে আমার সারাদিনের সংক্ষিপ্ত কার্যক্রম গুলো শেয়ার করার জন্য ,, তাহলে চলো শুরু করা যাক ৷
সকাল সকাল ঘুম থেকে উঠেই সবজী বাগানে গেলাম সবজী তোলার জন্য , আমাদের বাগানে কম বেশী সব সবজী রয়েছে যেদিন যেটা খেতে মন চায় সেদিন সেটা তুলে নিয়ে এসে রান্না করা হয় ৷
তাই আজকে ভাবলাম পাট শাক ঝোল করে খাবো আসলে পাট শাক কচি অবস্থায় প্রথম প্রথম ঝোল খেতে ভালোই লাগে আর আমাদের সবজী বাগানে পাট শাক গুলো কচি অবস্থায় রয়েছে তাই কিছু পাট শাক তুলে নিয়ে আসলাম বাড়িতে এবং মাকে বললাম রান্না করার জন্য ৷
সকালের খাওয়া দাওয়া করে তারপর চলে গেলাম ভূট্টা ক্ষেতে ভূট্টার পাতা নিয়ে আসতে আমার নিজের কিছু ছাগল আছে সেগুলোর জন্য ভূট্টা পাতা নিয়ে এসে কেটে টুকরা করে ছাগলের খাবারের জন্য দিয়ে থাকি ৷
আমার দুটি ছাগল রয়েছে প্রতিদিন তাদের জন্য খাবার নিয়ে আসতে হয় এখন ভুট্টা গাছ অনেক রয়েছে বাড়ির আশে পাশে তাই আপাতত ভূট্টা গাছের পাতা গুলো ছিরে এনে ছাগল কে দিয়ে থাকি খাবারের জন্য ৷
দুপুর বেলা |
---|
দুপুর বেলা আমাদের রসুন ক্ষেতে গিয়ে রসুন গুলো তুলতে লাগলাম ৷ রসুন গুলো তিন মাস আগে রোপণ করেছিলাম এখন রসুন গুলো তোলার উপযোগী হয়েছে তাই আমি গিয়ে রসুন গুলো তুলতে লাগলাম ৷
রসুন গুলো তোলা শেষ হয়ে গেলে সব রসুন গুলো রোদের মধ্যে শুকোতে দিলাম আসলে রসুন গুলো রোদের মধ্যে ভালো ভাবে শুকোতে হবে তা না হলে কাঁচা অবস্থায় রেখে দিলে খুব অল্প সময়ের মধ্যে রসুন গুলো পঁচে নষ্ট হয়ে যাবে ৷ তাই ১ সপ্তাহের মত রসুন গুলো রোদের মধ্যে শুকোতে দিতে হবে তাহলে দীর্ঘদিন পর্যন্ত রসুন গুলো সংরক্ষণ করা যাবে ৷
সকাল বেলা |
---|
বিকেলের মধ্যে সব কাজ শেষ করে চলে আসলাম আমাদের লক্ষিরহাঁট বাজারে ৷ তারপর বাজারে এসেই আগে ঝালমুড়ির দোকানে গিয়ে ২০ টাকার ঝালমুড়ির নিয়ে খাইলাম ৷
এরপর বাজারে কিছু খরচ ছিল সেগুলো ঠিকভাবে করে নিলাম ৷ তারপর খরচ গুলো বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করলাম তারপর আমি চৌরাস্তা বাজারে এসে কিছুক্ষণ আড্ডা দিলাম ৷
চৌরাস্তা বাজারে প্রায় ১ ঘন্টার মত আড্ডা দিলাম তারপর বাড়িতে আসার সময় ছোট ভাইয়ের দোকান থেকে কিছু বিস্কুট কিনে নিয়ে চলে আসলাম বাড়িতে ৷
বাড়িতে এসে রাতের খাবার খেয়ে রুমে এসে সোজা পোস্ট লিখতে বসে পড়লাম ৷
তো বন্ধুরা আজকে এই ছিল আমার সারাদিনের সংক্ষিপ্ত কার্যক্রম যা আপনাদের মাঝে শেয়ার করলাম ৷ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷
শুভ রাত্রি 🤍
বিষয় | ফটোগ্রাফি |
---|---|
ডিভাইস | Redmi note 13 pro + |
লোকেশন | বাংলাদেশ |
W3W | https://w3w.co/slotted.inward.quartered |
Thanks for your support ❤
পাট শাকের ঝোল রান্না করা হয় এটা আসলে আমি শুনেছি তবে কখনো খাওয়া হয়নি আমার কাছে মনে হয় শুকনো মরিচ দিয়ে পাছাক এমনিতে রান্না করলে খেতে অনেক বেশি মজা লাগে সেই সাথে আপনি আপনার ছাগলের জন্য খাবার এর ব্যবস্থা করেছেন আবার বাজারে গিয়ে ঝাল মুড়ি খেয়েছেন এটা জানতে পেরে একটু জিভে জল এসে গেল যাইহোক অসংখ্য ধন্যবাদ আপনার আরো একটা দিনের কার্যক্রম আমাদের সাথে তুলে ধরার জন্য ভালো থাকবেন।