Better life with steem The Diary Game |26 April, 2025

in Incredible Indialast month

Picsart_25-04-26_18-34-22-568.jpg

সকাল বেলা

IMG_20250426_115231.jpg

HELLO▶

Everyone

কেমন আছেন সবাই ? আশাকরি সবাই ভালো আছেন ৷ প্রত্যাশা করি সবসময় যেন ভালো থাকেন ৷ চলে আসলাম আজকে আপনাদের মাঝে আমার সারাদিনের সংক্ষিপ্ত কার্যক্রম গুলো শেয়ার করার জন্য ,, তাহলে চলো শুরু করা যাক ৷


আজ রোজ শনিবার সকাল সকাল ঘুম থেকে উঠলাম আজকে অনেক কাজ রয়েছে তাই সকালে উঠতে হয়েছে ৷ সকাল ৬ টার দিকে ঘুম থেকে উঠেছিলাম তারপর ফ্রেশ হয়ে চলে আসলাম মরিচ ক্ষেতে পাকা মরিচ ছিরতে হবে বর্তমান সময়ে অনেক রোদ এই সময়ে পাকা পাকা মরিচ গুলো শুকিয়ে রাখলে অনেক কাজে আসবে ৷

যাই হোক মরিচ ক্ষেতে গিয়ে মরিচের গাছ থেকে আস্তে আস্তে পাকা মরিচ গুলো ছিরাইতে হচ্ছে ৷ দুই থেকে তিন ঘন্টার মত কাজ করতে হবে কারণ একটু পর অনেক রোদ উঠবে আর রোদের মধ্যে কাজ করা অসম্ভব হয়ে পরবে ৷

IMG_20250426_120136.jpg

প্রায় দুই ঘন্টা ধরে পাকা মরিচ গুলো মরিচ ক্ষেত থেকে ছিরাইলাম এদিকে তখন অনেক রোদ উঠেছে তাই আর মরিচ ছিরা বাদ দিয়ে যেগুলো ছিরাইছিলাম ঐ গুলাই বালির মধ্যে এনে শুকাইতে দিলাম ৷

বালির মধ্যে শুকাইতে দিলে পাকা মরিচ গুলো খুব তারাতারি শুকিয়ে যাবে এতে করে আমাদের তেমন খাটনির প্রয়োজন পরবে না ৷

সকাল থেকে কিছুই খাওয়া হয় নি তাই ফ্রেশ হয়ে আগে সকালের খাবার খেয়ে নিলাম ৷ খাওয়া শেষ করে রুমে এসে কিছুক্ষণ বিশ্রাম নিলাম ৷

IMG_20250426_122042.jpg

দুপুর বেলা

বৈদ্যুতিক সমস্যার কারনে আগামীকাল আমাদের এলাকায় মাইকিন করেছিল আজকে কারণ আসবে না এদিকে অনেক রোদ ঘরের মধ্যে থাকা যাচ্ছে না , তাই আমাদের বাড়ির পাশে স্কুল মাঠে এসে সবাই মিলে আড্ডা দিতে লাগলাম ৷

প্রায় দুপুর ২ টা পর্যন্ত স্কুল মাঠে আড্ডা দিলাম এরপর সবাই মিলে ঠান্ডা জাতীয় শরবত খেয়ে নিজ নিজ বাড়িতে চলে আসলাম ৷

IMG_20250426_182423.jpg

বিকেল বেলা যখন রোদের তাপ একটু কমে যাচ্ছে তখন চলে আসলাম ঢেড়স সবজী গাছে নিড়ানি দিতে ৷ দু সপ্তাহ হয়ে যাচ্ছে ঢেড়স গাছ লাগিয়েছিলাম সেগুলো বেশ বড় হয়েছে কিন্তু গাছের নিচে অনেক আগাছা জন্মেছে সেগুলো নিড়ানি দিয়ে হালকা করে সার ছিটিয়ে দিলাম ৷

তারপর বাঁশের কয়েকটি খুটি তৈরি করে নিলাম আর প্রতিটি ঢেড়স গাছের সাথে বাঁশের খুটি বেঁধে দিলাম যাতে করে বৃষ্টি তে বা অতিরিক্ত বাতাসে হেলে পরে না যায় বা ভেঙ্গে না যায় ৷

IMG_20250426_182840.jpg

সন্ধ্যা বেলা

সন্ধ্যার একটু আগে আগে কারেন্ট আসলো তারপর আমি স্নান করতে চলে গেলাম ৷ তারপর রাত ৭ টার দিকে বাজারে যাওয়ার উদ্দেশ্য রওনা দিয়ে দিলাম ৷

দুদিন ধরে যে হারে গরম পরেছে বাজারে মধ্যে বেশিক্ষণ থাকা সম্ভব না , তাই আমার যেগুলো প্রয়োজনীয় কাজ ছিল তা আমি খুব তারাতারি সেরে ফেললাম ৷

রাত ৯ টা বেজে বাড়িতে চলে আসলাম ৷ তারপর ফ্রেশ হয়ে রাতের খাবার খেয়ে রুমে এসে সোজা পোস্ট লিখতে বসে পড়লাম ৷

তো বন্ধুরা আজকে এই ছিল আমার সারাদিনের সংক্ষিপ্ত কার্যক্রম যা আপনাদের মাঝে শেয়ার করলাম ৷ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

শুভ রাত্রি 🤍

ধন্যবাদ সবাইকে🙏🙏

বিষয়ফটোগ্রাফি
ডিভাইসRedmi note 13 pro +
লোকেশনবাংলাদেশ
W3Whttps://w3w.co/slotted.inward.quartered

54TLbcUcnRm3sWQK3HKkuAMedF1JSX7yKgEqYjnyTKPwrcsUhSBkR263BW3aGFrDJ4LY4NAcqRpChuw63auxR2oHphrAU559PgwAbnwHoQWQKzZva17V7WKMAKJvwX9UxnTbAxXty.gif

Sort:  
Loading...
 27 days ago 

মাঝে মধ্যে আমাদের বাংলাদেশে মাইকিং করে থাকে বিদ্যুৎ থাকবে না কারণ যখন লাইনে কাজ করে তখন তারা বিদ্যুৎ বন্ধ করে রাখে যার জন্য আগে থেকে তারা জানিয়ে দেয় যেনো মানুষ সমস্যায় না পড়ে।

তবে বর্তমান সময় কারেন্ট না থাকলে অনেকটা সমস্যা আমাদের হয়ে থাকে এটা ভালো কাজ করেছিলেন স্কুলের মাঠে গিয়ে সবাই একসাথে আড্ডা দিয়েছিলেন কিছুটা সময় তো পার হয়েছে।