Better life with steem The Diary Game |22 March, 2025
HELLO▶
Everyone
কেমন আছেন সবাই ? আশাকরি সবাই ভালো আছেন ৷ প্রত্যাশা করি সবসময় যেন ভালো থাকেন ৷ চলে আসলাম আজকে আপনাদের আমার সারাদিনের সংক্ষিপ্ত কার্যক্রম গুলো শেয়ার করার জন্য তাহলে , চলো শুরু করা যাক ৷
আজ রোজ শনিবার সকাল সকাল ঘুম থেকে উঠলাম তারপর হাঁটতে হাঁটতে সবজী বাগান টা একটু ঘুরে দেখলাম এরপর বাড়িতে এসে ফ্রেশ হয়ে দোকানে গিয়ে চা আর নাস্তা করলাম ৷
আমার কয়েকদিন আগে জ্বর এবং কি শরীরের মধ্যে দূর্বলতা দেখা দিয়েছিল তা সাথে খাওয়ার কোন রুচি ছিলো না সেজন্য আজকে জয়েন্ডিস এর ঔষুধ নিতে যাবো ৷
যিনি জয়েন্ডিস এর কবিরাজ তার বাসা অনেক দুরে প্রায় ২০ কিলোমিটার যেতে হবে সেজন্য আগে থেকেই একটা বাইক মেনাজ করে রেখে ছিলাম যাওয়ার জন্য ৷
যাই হোক সকাল বেলা খাওয়া দাওয়া করে বের হয়ে গেলাম কবিরাজের বাড়ির উদ্দেশ্য তারপর প্রায় ১ ঘন্টা বাইক চালিয়ে যাওয়ার পর কবিরাজের বাড়িতে পৌঁছালাম তারপর কবিরাজের কাছ থেকে জয়েন্ডিস এর ২ লিটার ঔষুধ কিনে নিলাম ৷
তারপর কবিরাজ ঔষুধ খাওয়ার নিয়ম এবং কি ঔষুধ চলাকালীন সময়ে বেশ কিছু খাবার খাওয়া থেকে বিরত থাকতে বললেন ৷
বিকেল বেলা |
---|
আমার সাথে এক ছোট ভাই গিয়েছিলো সে কয়েকদিন আগে বোদা বাজার শহর থেকে প্যান্ট শার্ট কিনেছিলো সেগুলো নাকি তার ছোট বড় হয় তাই ঔষুধ নিয়ে আসার সময় বোদা বাজার শহরে গিয়ে তার প্যান্ট শার্ট গুলো পরিবর্তন করে নিয়ে আসি ৷
পেটে অনেক ক্ষুদা লেগেছিল তাই বাড়িতে ফেরার পথে একটা হোঁটেলে গিয়ে খিচুরি আর মুরগীর মাংস নিয়ে খাওয়া করলাম ৷ তারপর পানের খিলির দোকানে গিয়ে পান খেয়ে একটু বিশ্রাম নিয়ে বাড়ির পথে রওনা দিয়ে দিলাম ৷
সন্ধ্যা বেলা |
---|
আমাদের বাড়ি আসতে আসতে বিকেল ৫ টা পার হয়ে যায় তারপর বাড়িতে এসে ঔষুধ গুলো রেখে সন্ধ্যা বেলা আবার চলে আসলাম চৌরাস্তা বাজারে ৷
আমি প্রতিদিন চৌরাস্তা বাজারে আসি একটু আড্ডা দেওয়ার জন্য কারণ আমি বাড়িতে খুব অল্প সময় আড্ডা দেই আর সারাদিন বাড়িতে কম বেশী কাজ লেগেই থাকে সেজন্য রাতে আড্ডা দেওয়ার জন্য বা ছোট টুকটাক প্রয়োজন পরলে চৌরাস্তা বাজারে এসে তা সম্পন্ন করি ৷
চৌরাস্তা বাজারে থাকতে থাকতে হঠাৎ করেই আমার মাথা ঘোরা শুরু কিছুক্ষণের জন্য কোন রকম ভাবে নিজেকে কনট্রোল করে নেই ৷ তা না হলে তো মাথা ঘুরেই পরে যেতাম ৷
যাই হোক তারপর একজন বললো লেবুর শরবত খেলে কিন্তু সেই মূহুর্তে লেবুর শরবত কোথায় পাবো তাই একটা দোকান থেকে লেবুর শরবতের একটা টারবো ড্রিংক খেয়ে নিলাম ৷
তারপর কিছুক্ষণ পর নিজেকে ভালো লাগা শুরু করে ৷ যাই হোক তারপর একটু বিশ্রাম নিয়ে ভ্যানে করে বাড়িতে চলে আসলাম ৷
তো বন্ধুরা আজকে এই ছিল আমার সারাদিনের সংক্ষিপ্ত কার্যক্রম যা আপনাদের মাঝে শেয়ার করলাম ৷ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷
শুভ রাত্রি 🤍
বিষয় | ফটোগ্রাফি |
---|---|
ডিভাইস | Redmi note 13 pro + |
লোকেশন | বাংলাদেশ |
W3W | https://w3w.co/slotted.inward.quartered |
এখন বসন্তকালে দিনের বেলায় প্রচন্ড গরম আবার রাতের বেলায় তেমনি ঠান্ডা এই ঠান্ডা গরমে সকলেরই জ্বর লেগেই রয়েছে। এর সাথে আপনার জন্ডিস হয়েছে। জন্ডিস খুবই খারাপ রোগ। ছোটবেলায় আমারও জন্ডিস হয়েছিল। যাই হোক সকালবেলায় ঘুম থেকে উঠে, ফ্রেশ হয়ে সবজি বাগানে আপনি হাট ছিলেন। ওষুধ কিনতে গিয়ে কিছু জামা প্যান্ট কেনা ছিল সেগুলো চেঞ্জ করেছেন আবার খাওয়া দাওয়া করেছেন। যাইহোক আপনার দ্রুত সুস্থতা কামনা করি।
আপনি এটা অনেক ভালো কাজ করেছেন কবিরাজ এর কাছে গিয়ে আসলে আমাদের শরীর যখন খারাপ থাকে তখন কোন কিছু ভালো লাগে না তাই আমাদের আগে নিজেদের শরীর সুস্থ রাখতে হবে। এবং আমি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি আপনি খুবই দ্রুত সুস্থ হয়ে উঠুন শুভকামনা রইল আপনার জন্য আপনার একটি দিনের কার্যক্রম দেখে ভালো লাগলো।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট টি মনোযোগ সহকারে পড়ে আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন দিনটি আপনার জন্য শুভ হোক ৷ 🖤🎉
জন্ডিসের সমস্যা থাকলে আসলে অনেক বিষয়ে অনেক ধরনের সমস্যা দেখা দেয় খাওয়া দাওয়া নিয়ে সমস্যা শরীরের জ্বর ক্লান্তি সবকিছুই থাকে তবে আপনি ঠিক কাজ করেছেন কবিরাজের কাছ থেকে ওষুধ নিয়ে আছেন আশা করি সঠিকভাবে যদি আপনি ওষুধ খান অবশ্যই খুব দ্রুত সুস্থ হয়ে উঠবেন সেই সাথে আসার সময় আবার খিচুড়ি খেয়েছেন লেবুর শরবত খেয়েছেন যেটা জানতে পেরে ভালো লাগলো ধন্যবাদ ভাল থাকবেন।