Better life with steem The Diary Game |19 March, 2025
সকাল বেলা |
---|
HELLO▶
Everyone
কেমন আছেন সবাই ? আশাকরি সবাই ভালো আছেন ৷ প্রত্যাশা করি সবসময় যেন ভালো থাকেন ৷ চলে আসলাম আজকে আপনাদের মাঝে আমার সারাদিনের সংক্ষিপ্ত কার্যক্রম গুলো শেয়ার করার জন্য , তাহলে চলো শুরু করা যাক ৷
আজ সকাল সকাল ঘুম থেকে উঠেই ব্রাশ করতে করতে চলে গেলাম ধানের জমিতে পানি নেওয়ার জন্য ৷ আমাদের কিছু ধানের জমি মধ্য কান্দরে সেখানে গিয়ে পানি সেচ দিতে হয় ৷
ভাবলাম পানির লাইন দিয়ে এসে বাড়িতে এসে ফ্রেশ হয়ে নাস্তা খেয়ে তারপর আবার চলে যাবো তাহলে এই টুকু সময়ের মধ্যে জমিতে পানি সেচ দেওয়া হয়ে যাবে ৷
যাই হোক বাড়িতে এসে ফ্রেশ হয়ে দোকানে গিয়ে চা নাস্তা করলাম তারপর বাড়িতে এসে একটু বিশ্রাম নিয়ে চলে গেলাম ধাম ক্ষেতের জমিতে আর গিয়ে দেখি পানি সেচ দেওয়া প্রায় শেষের দিকে তারপর আধা ঘন্টার মত দেরী করলে সম্পন্ন ভাবে পানি সেচ দেওয়া হয়ে যাবে ৷
পানি সেচ দেওয়া হয়ে গেলে চলে আসলাম বাড়িতে তারপর বাড়ির কিছু কাজ ছিল সেগুলো কাজ করে স্নান টা সেরে নিলাম ৷
দুপুর বেলা |
---|
দুপুর বেলা আমাদের সুপারি গাছ থেকে সুপারি পাড়ালাম ৷ এবারে আমাদের ১০ টি সুপারি গাছে খুবই কম পরিমাণে সুপারি ধরেছে সেগুলো সব গুলো গাছ থেকে পাড়িয়ে নিলাম ৷
তারপর সুপারি গুলো গুনিয়ে নিয়ে আসলাম বাজারে ৷ বাজারে ঢুকার আগেই কয়েক টি সুপারি পাইকার আমার সুপারি গুলো দেখতে চাইলো আমি সুপারি গুলো ব্যাগ খুলে তাদের কে দেখালাম এবং তারা আমার সুপারি গুলো পছন্দ করলো ৷
পরে দাম দরে তারা কম বেশী করতেছে সেজন্য তাদেরকে সুপারি না দিয়ে চলে আসতে লাগলাম তখন ওদের মাঝে থেকে একটা মানুষ আনার ডেকে আমার দামে সুপারি গুলো কিনে নিলো ৷ তারপর আমি সোজা চলে আসলাম বাড়িতে ৷
সন্ধ্যা বেলা |
---|
সন্ধ্যা বেলা হরিনাম শুনার জন্য বাড়ির পাশেই বানুর হাঁট বাজারে চলে আসলাম ৷ আসলে বর্তমান সময় টাতে প্রত্যেক জায়গাতে হরিনাম হবে আর আমি চেষ্টা করি বাড়ির আশে পাশে যেগুলো জায়গা রয়েছে সেখানে যাওয়ার ৷
হরিনাম দুই ঘন্টার মত শুনে তারপর বাইরে এসে মেলার চারপাশ টা ঘুরে দেখে প্রসাদ খেতে আসলাম ৷ এখানে অনেক মানুষের আয়োজন করা হয়েছে যে যতগুলো প্রসাদ খেতে পারে তাকে ততগুলোই প্রসাদ দিবে ৷
আমি আবার বেশী করে প্রসাদ খেতে পারি না তাই অল্প করে প্রসাদ নিয়ে পুরো টা খেয়ে নিলাম ৷ রাত বাজে প্রায় ১০ টা তাই আর দেরী না করে চলে আসলাম বাড়িতে ৷
বাড়িতে এসে রাতের খাবার খেয়ে ঔষুধ খেয়ে সোজা রুমে এসে পোস্ট লিখতে বসে পড়লাম ৷
তো বন্ধুরা আজকে এই ছিল আমার সারাদিনের সংক্ষিপ্ত কার্যক্রম যা আপনাদের মাঝে শেয়ার করলাম ৷ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷
শুভ রাত্রি 🤍
বিষয় | ফটোগ্রাফি |
---|---|
ডিভাইস | Redmi note 13 pro + |
লোকেশন | বাংলাদেশ |
W3W | https://w3w.co/slotted.inward.quartered |
জমির মধ্যে সেচ দিবেন তাই আগে থেকেই পরিকল্পনা করে রেখেছেন বাড়ির মধ্যে এসে খাওয়া-দাওয়া করতে করতে আপনার সেচ দেয়া হয়ে যাবে বিষয়টা সত্যিই অসাধারণ। সন্ধ্যার পরে আবার হরিনাম শুনতে এসেছেন ওখান থেকে মেলায় ঘোরাঘুরি করে প্রসাদ খাওয়ার জন্য সবাই মিলে বসে পড়েছেন আপনার একটা দিনের কার্যক্রম শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
হ্যা আপু কৃষি কাজ করতে হলে অনেক সময় আগেই পরিকল্পনা করে রাখতে হয় ৷ যাই হোক আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে মতামত প্রকাশ করার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷
আপনারা গর্ব করে বলতে পারেন আপনার একজন কৃষক দেশের সবচাইতে ভালো কাজ আপনারাই করেন কৃষি কাজ করতে হলে অবশ্যই পরিকল্পনার প্রয়োজন সেই পরিকল্পনা আগে থেকে করে রাখতে ভালো হয় যেটা আপনি করে রেখেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ রিপ্লাই দেয়ার জন্য।