Better life with steem The Diary Game |17 March, 2025
সকাল বেলা |
---|
HELLO▶
Everyone
কেমন আছেন সবাই ? আশাকরি সবাই ভালো আছেন ৷ প্রত্যাশা করি সবসময় যেন ভালো থাকেন ৷ চলে আসলাম আজকে আপনাদের মাঝে আমার সারাদিনের সংক্ষিপ্ত কার্যক্রম গুলো শেয়ার করার জন্য , তাহলে চলো শুরু করা যাক ৷
আজকে সকাল থেকেই আমাদের ছোট্ট সবজী বাগানে কাজ করা শুরু করেছিলাম ৷ এতদিন ধরে শীতকালীন সবজী ছিল এখন সেগুলো পরিষ্কার করে গ্রাষ্মকালীন সবজী চাষ করেছি ৷
আর শাক সবজী গুলোও বেশ বড় হয়েছে আর আজকে এগুলো যত্ন করতে হবে ৷ আমি এক এক করে সব সবজী গুলোর আশে পাশে থাকা ঘাস গুলো তুলে ফেললাম তারপর ঘাস গুলো জমির এক কোণে রেখে দিলাম ৷
কচু তো প্রত্যেক গ্রামে গ্রামের মানুষেরা চাষ করে থাকে তেমনি আমরাও খাওয়ার জন্য অল্প জমিতে কয়েক লাইন কচু গাছ চাষ করেছি যেন গ্রাষ্মকালীন সময় টা কম বেশী খেতে পারি ৷
তার পাশেই কয়েক লাইন বেগুন এর গাছ লাগানো হয়েছে প্রতিটি গাছে যে দু এক টা বেগুন পাই সেটা দিয়ে আমাদের হয়ে যায় ৷
পুঁই শাক অল্প জমিতে আমি ৩০ টা পুঁই শাকের বীজ রোপণ করেছিলাম আর ৩০ টা পুঁই শাকের গাছ গুলোই অনেক বড় হয়েছে ৷
আর ১০ থেকে ১২ দিন গেলেই এই পুঁইশাক গুলো রান্না করে খাওয়ার জন্য উপযোগী হয়ে যাবে ৷ আর তখন প্রতিদিন অল্প অল্প করে যেটুকু আমাদের দরকার সেটুকু রান্না করে খেতে পারবো ৷
আসলে পুঁইশাক একটা পুষ্টিগুনগত মানের শাক যেটা রুই মাছের সাথে খেতে অনেক সুস্বাদু লাগে ৷ তবে আমি খাইতে খাইতে এখন আমার আর তেমন পছন্দ লাগে না ৷
আরো সবজী রয়েছে যেগুলো এখনো পরিপক্ক হয়ে উঠৈনি কয়েকদিন আগেই রোপণ করলাম ৷ যাই হোক আমার সবজী বাগানে আমি একটিও চালানি সার ব্যবহার করি না শুধুমাত্র গোবর সার এবং ছাই সার ব্যবহার করে থাকি ৷
সবজী বাগানে কাজ করা শেষ হয়ে গেলে আমাদের রসুন বাড়িতে স্প্রে করতে লাগলাম ৷ আসলে এই রসুন গুলো বাজারে বিক্রি করে দিবো তাই স্প্রে করতে হচ্ছে ৷
বাজারে রসুন বিক্রি করতে হলে রসুন একটা বড় সাইজের লাগবে এবং কি ফ্রেশ রসুন লাগবে তাহলে বাজারে সেই রসুন এর চাহিদা থাকে এবং মানসম্মত একটা বাজার মুল্যও পাওয়া যায় ৷
সন্ধ্যা বেলা |
---|
আজকে সন্ধ্যার আগে আগে চৌরাস্তার উদ্দ্যেশে রওনা দিলাম কেন না আজকে একটা ছোট্ট ইফতারের দাওয়াত রয়েছে সেখানে উপস্থিত থাকতে হবে আর কি ৷
যাই হোক ইফতার শুরু হবে ৬ টা ১৮ মিনিটে আমি ৬ টার দিকেই সেখানে উপস্থিত ছিলাম ৷ তারপর সবকিছু আয়োজন চলছে ৷ তারপর ইফতারের সময় হয়ে গেলে সবাই খাওয়া শুরু করলাম ৷
ইফতার খাওয়া শেষ করে প্রায় দুই ঘন্টার মত চৌরাস্তা বাজারে আড্ডা দিলাম ৷ অনেক দিন পর সুস্থ হলাম নিজেকে এখন অনেক ফ্রি ফ্রি লাগতেছে তাই আজকে খুশিতে একটু সবার সাথে আড্ডা দিলাম তারপর কিছু প্রয়োজনীয় কাজ শেষ করে চলে আসলাম বাড়িতে ৷
বাড়িতে এসে ফ্রেশ হয়ে রাতের খাবার খেয়ে নিলাম এরপর রুমে এসে সোজা পোস্ট লিখতে বসে পড়লাম ৷
তো বন্ধুরা আজকে এই ছিল আমার সারাদিনের সংক্ষিপ্ত কার্যক্রম যা আপনাদের মাঝে শেয়ার করলাম ৷ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ ৷
শুভ রাত্রি 🤍
বিষয় | ফটোগ্রাফি |
---|---|
ডিভাইস | Redmi note 13 pro + |
লোকেশন | বাংলাদেশ |
W3W | https://w3w.co/slotted.inward.quartered |
শাকসবজি বড় হলে বিক্রি করতে পারবেন খুব দ্রুত আর রসুন বড় সাইজের হলে দাম ভালো পাওয়া যায় তাই আপনি রসুনের মধ্যে স্প্রে করেছেন আবার ছোটখাটো ইফতারের মধ্যে অংশগ্রহণ করেছেন রমজান মাস যেহেতু সন্ধ্যার পরে আমরা সবাই ইফতার করি আপনি আবার দুই ঘন্টা চৌরাস্তার মধ্যে কাটিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনার একটা দিনের কার্যক্রম শেয়ার করার জন্য ভালো থাকবেন।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট টি মনোযোগ সহকারে পড়ে আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন দিনটি আপনার জন্য শুভ হোক ৷ 🖤🎉