Better life with steem The Diary Game |15 March, 2025
সকাল বেলা |
---|
HELLO▶
Everyone
সবাইকে জানাই , হ্যাপি হোলির শুভেচ্ছা ৷ আজকে সকাল সকাল আমাদের গ্রামে হোলির আনন্দময় মুহুর্ত গুলো শুরু হয়ে গেছে যেখানে সবাই সবাই কে আবির মাখাচ্ছে ৷
আসলে প্রতিবছরে এই দিনটি কে আমরা অনেক অনন্দ করে থাকি ৷ প্রতিটি জায়গায় বা প্রতিটি পরিবারে এই হোলির উৎসব মেতে উঠে ৷
তেমনি প্রতিবছরের মত আজকে আমরাও হোলিতে রং মাখামাখি করলাম ৷ আর এই দিনটি প্রতিবছর সবাই জীবনে ফিরে আসুক এটাই সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছি ৷
যাই হোক সবাই মিলে আনন্দ করার পর দুপুরে বাদাম রোপণ করতে চলে গেলাম ক্ষেতে ৷ এমনিতেও অনেক দেরী হয়ে গেছে তাই তারাহুরো করে বাদাম রোপণ করা কাজ সম্পন্ন করতে হবে ৷
হয়তো আরো দুই থেকে তিন দিনের মত সময় লাগবে বাদাম রোপণ করতে কি আর করার কপি গুলো বিক্রি করতে করতে সময় লেগে গেলো তার জন্য এখন বাদাম চাষ বা রোপণ ও করতে দেরী হয়ে যাচ্ছে ৷
যাই হোক আমরা বিকেল বেলা পর্যন্ত বাদাম ক্ষেতে কাজ করে বাড়িতে চলে আসলাম ৷ তারপর স্নান করে খাওয়া করে রুমে এসে বিশ্রাম নিতে লাগলাম ৷
শেষ বিকেলে শুকনো পেঁয়াজ গুলো বস্তায় ভরার জন্য পেঁয়াজ ক্ষেতে আসলাম তারপর চটের মধ্যে শুকিয়ে দেওয়া পেঁয়াজ গুলো এক জায়গায় করে বস্তায় ভরাতে লাগলাম ৷
তারপর বস্তায় ভরা শেষ হয়ে গেলে পেঁয়াজের বস্তা গুলো বাড়িতে নিয়ে চলে আসলাম ৷ আজকে আকাশের আবহাওয়া অনেক খারাপ রাতে বৃষ্টি আসতে পারে তাই শুকনো পেঁয়াজ গুলো বাড়িতে নিয়ে আসলাম ৷
বিকেলের মধ্যে সব টুকটাক কাজ শেষ করে চলে আসলাম বাড়ির কাছেই একটা ছোট্ট মেলায় ৷ আর এই মেলাটির নাম হলো ধুলিয়া হাঁটি মেলা ৷ এই মেলা অনেক পুরনো একটি মেলা অনেক আগে থেকে এই মেলা করে আসতেছে মানুষজন ৷
এখানে প্রতিবছর এই দিনটিতে মেলা বসে এবং কি প্রতিটি আশে পাশের এলাকা থেকে ঠাকুর নিয়ে আসতো এখানে নাচানাচি করার জন্য ৷ আমি যখন ছোট ছিলাম তখন অনেক ঠাকুর নিয়ে আসতো নাচানাচি করার জন্য কিন্তু বর্তমান সময়ে যতই দিন যাচ্ছে ঠাকুরের সংখ্যা অনেক কমে আসতেছে ৷
যাই হোক এখানে ছোট মেলা হলেও অনেক দোকান পাট বসেছে হরেক রকমের খাবারের দোকান পাঠ বসেছে এমন একটি মেলা গ্রামের মধে লেগেছে এটাই অনেক বিশাল কিছু আমাদের জন্য ৷
মেলাটি ঘুরে ফিরে তারপর ঠাকুর নাচানাচি দেখে সন্ধ্যায় চলে আসলাম বাড়িতে ৷ তারপর ফ্রেশ হয়ে বাজারের উদ্দেশ্য রওনা দিয়ে দিলাম ৷
সন্ধ্যা বেলা |
---|
বাজারে এসে কসমেটিক্স এর দোকানে আসলাম তারপর আমার ছোট বোনের জন্য কিছু চুরি নিলাম ৷ কয়েকদিন থেকে ছোট বোন চুরির জন্য প্রতিদিন আমাকে বলে দাদা চুরি এনে দে তাই আজকে বাজারে গিয়ে সবার আগে চুরি কিনে নিলাম ৷
তারপর চৌরাস্তায় এসে ছোট ভাইয়ের দোকানে বসে কিছুক্ষণ আড্ডা দিলাম ৷ তারপর চা নাস্তা খেয়ে সোজা চলে আসলাম বাড়িতে ৷ বাড়িতে এসে ফ্রেশ হয়ে রাতের খাবার খেয়ে রুমে এসে পোস্ট লিখতে বসে পড়লাম ৷
তো বন্ধুরা আজকে এই ছিল আমার সারাদিনের সংক্ষিপ্ত কার্যক্রম যা আপনাদের মাঝে শেয়ার করলাম ৷ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷
শুভ রাত্রি 🤍
বিষয় | ফটোগ্রাফি |
---|---|
ডিভাইস | Redmi note 13 pro + |
লোকেশন | বাংলাদেশ |
W3W | https://w3w.co/slotted.inward.quartered |
Congratulations @yoyopk, your post was upvoted by @supportive.
আপনাকেও দোল যাত্রার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন এই দিনটা আপনারা অনেক আনন্দ সহকারে কাটিয়ে থাকেন সেই সাথে আপনার বাদাম রোপন করতে অনেক বেশি দেরি হয়ে গেছে যেটা জানতে পেরে খারাপ লাগলো আসলে দেরি হয়ে গেলে যে কোন কাজ আরো বেশি সমস্যা হয়ে থাকে পেয়াজ শুকিয়ে বস্তায় ভরে নিয়েছেন বেশ ভালো কাজ করেছেন বোনের জন্য আবার চুরি কিনে নিয়েছেন আসলে মেয়েদের সবচাইতে প্রিয় জিনিস হচ্ছে চুরি যেটা তারা দেখলে অনেক বেশি খুশি হয়ে থাকে অসংখ্য ধন্যবাদ আপনার কার্যক্রম শেয়ার করার জন্য ভালো থাকবেন।