Better life with steem The Diary Game |13 March, 2025
সকাল বেলা |
---|
HELLO▶
Everyone
কেমন আছেন সবাই ? আশাকরি সবাই ভালো আছেন ৷ প্রত্যাশা করি সবসময় যেন ভালো থাকেন ৷ চলে আসলাম আজকে আপনাদের মাঝে আমার সারাদিনের সংক্ষিপ্ত কার্যক্রম গুলো শেয়ার করার জন্য , তাহলে চলো শুরু করা যাক ৷
সকাল সকাল পাখির কিচির মিচির আওয়াজে ঘুম ভাঙলো তারপর আর কি বিছানা ছারতেই হলো ৷ বাইরে এসে কিছুক্ষণ হাঁটাহাটি করলাম এরপর ফ্রেশ হয়ে রুমে এসে আবার শুয়ে পড়লাম ৷
কদিন থেকে জ্বর মাথা ব্যথা এবং কি ভাত খেলেই বমি বমি লাগতো সব মিলিয়ে শরীর টা খুব একটা ভালো ছিলো না তাই আর কোন কাজই করতে মন বসে না ৷
যাই হোক তারপর মা বললো সবজী বাগান থেকে গাজর নিয়ে আসতে তারপর আমি সবজী বাগানে গিয়ে বেশ কয়েক টা গাজর তুলে এনে মায়ের হাতে দিলাম ৷
তারপর রান্না হলো অল্প করে খাওয়া দাওয়া করে ঔষুধ খেলাম তারপর বাজারের উদ্দেশ্য রওনা দিয়ে দিলাম চুল কাটার জন্য ৷
বাজার গিয়েই চুল কাটাতে বসলাম তারপর চুলে কাটা হয়ে গেলে বাজারের আর দেরী করলাম না সোজা চলে আসলাম বাড়িতে ৷ তারপর বাড়িতে এসে স্নান করতে চলে গেলাম তারপর দুপুরের খাবার খেয়ে আবার ঔষুধ খেয়ে নিলাম এভাবেই পুরো দুপুর টা কেটে যায় ৷
সন্ধ্যা বেলা |
---|
সন্ধ্যা বেলা চলে আসলাম হরিনাম শুনতে আসলে আমাদের বাড়ির কাছেই হরিনাম হচ্ছে সেজন্য সন্ধ্যা বেলা শুনার জন্য চলে আসলাম ৷
এইখানে টানা দুই দিন ব্যাপী হরিনাম চলবে অনেক দুরের মানুষ আসে শুনার জন্য আজকে একটু মানুষ কম দেখা যাচ্ছে কিন্তু দ্বিতীয় দিনে অনেক মানুষের সমাগম হয় যেটা প্রতিবছরে হয় ৷
কিছুক্ষণ হরিনাম শুনার পর মেলাটা একটু ঘুরে দেখলাম আসলে মেলা টা ছোট করে হচ্ছে কারণ এখানে জায়গা খুবই কম বড় মেলা লাগার কোন ব্যবস্থায় নেই তারপরও টুকটাক দোকান পাট বসেছে সেগুলো ঘুরে টুরে দেখলাম ৷
মেলাটা বেশ কিছুক্ষণ ঘুরে দেখলাম তারপর আর ভালো লাগছে না শরীর টাও খারাপ সেজন্য আর দেরী না করে চলে আসলাম চৌরাস্তা বাজারে ৷
সেখানে কিছু ঔষুধ নেওয়ার বাকি ছিলো তারপর সেখান থেকে ঔষুধ গুলো নিয়ে সোজা চলে আসলাম বাড়িতে ৷
বাড়িতে এসে অল্প করে খাওয়া দাওয়া করে ঔষুধ খেয়ে নিলাম তারপর রুমে এসে পোস্ট লিখতে বসে পড়লাম ৷
তো বন্ধুরা আজকে এই ছিল আমার সারাদিনের সংক্ষিপ্ত কার্যক্রম যা আপনাদের মাঝে শেয়ার করলাম ৷ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷
শুভ রাত্রি 🤍
বিষয় | ফটোগ্রাফি |
---|---|
ডিভাইস | Redmi note 13 pro + |
লোকেশন | বাংলাদেশ |
W3W | https://w3w.co/slotted.inward.quartered |
যেহেতু মাঠে কাজ করছেন তাই জ্বর মাথাব্যথা থাকবে এটাই স্বাভাবিক আর ঋতু পরিবর্তন হচ্ছে যার কারণে আরো একটু সমস্যা হচ্ছে একটু সাবধানতা অবলম্বন করবেন আপনি হরিনাম শুনতে এসেছেন সেখানে আবার মেলা বসেছে যেটা আপনার পোস্ট পরিদর্শন করে বুঝতে পারলাম অসংখ্য ধন্যবাদ আপনার ব্যস্তময় দিনের খানিকটা অংশ আমাদের সাথে শেয়ার করার জন্য ভালো থাকবেন।