Better life with steem The Diary Game |13 April, 2025
সকাল বেলা |
---|
HELLO▶
Everyone
কেমন আছেন সবাই ? আশাকরি সবাই ভালো আছেন ৷ প্রত্যাশা করি সবসময় যেন ভালো থাকেন ৷ আজ একটি ফটোগ্রাফি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করবো ৷
আমি কয়েকদিন যাবৎ ধরে পোস্ট করতে পারি নি তার মূল কারণ ছিলো রংপুরে গিয়েছিলাম মাস্টার্স ভর্তি হতে তারপর আমার শারীরিক কিছু সমস্যার কারনে ডাক্তার দেখাতে হয়েছিল তাই সবকিছু মিলিয়ে একটু ব্যস্ততার মধ্যে ছিলাম ৷
আমি আগামীকাল সন্ধ্যায় বাড়িতে আসছি তাই আজকে পোস্ট লিখতে চলে আসলাম আপনাদের মাঝে তাহলে, চলো শুরু করা যাক ৷
আজ রোজ রবিবার সকাল সকাল ঘুম থেকে উঠলাম তারপর সকালের প্রাকৃতিক সতেজ হাওয়া নেওয়ার জন্য বাইরের রাস্তায় কিছুক্ষণ হাঁটাহাটি করলাম তারপর বাড়িতে এসে ফ্রেশ হয়ে নিলাম ৷
আগামীকাল অনেক পথ জার্নি করা হয়েছে তাই আজকেও মাথা টা অনেক ব্যাথা করতেছে সেজন্য আমাদের বাড়ির পাশের দোকানে গিয়ে একটা রং চা নিয়ে খাইলাম ৷
তারপর দোকানে বেশ কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর চলে আসলাম বাড়িতে ৷ বাড়িতে এসে রুমে এসে ফোনের কিছু যাবতীয় কাজ ছিল সেগুলো আস্তে ধীরে করতে লাগলাম ৷
বাড়িতে থেকে কিছুক্ষণ পর বের হলাম আজকে আকাশে প্রচুর মেঘ ছিল এবং কি রাতে অল্প বৃষ্টিও হয়েছে ৷ যাই হোক মেঘালয় আকাশ আমার অনেক পছন্দের এই প্রাকৃতিক সৌন্দর্য টা উপভোগ করতে আমার খুব ভালো লাগে তাই আজকে আমি সকাল থেকে মেঘালয় প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেছি ৷
দুপুর বেলা |
---|
দুপুর বেলা আমাদের বাড়ির পাশে একটি বেল গাছ ছিল তাই বেল গাছে উঠে পাকা কিছু বেল পেরেছিলাম খাওয়ার জন্য আপনারা তো জানেন বেল খাওয়ায় কতটা উপকারী আমাদের শরীরের জন্য যাই হোক গাছে উঠে মাত্র ৩ টা পাকা বেল পাইছিলাম ৷
৩ টা পাকা বেলের মধ্যে আমি একটা ভেঙ্গে অর্ধেক টা খেয়েছি আসলে আমার বেল শরবত করে খেতে ভালো লাগে কিন্তু এভাবে খেতে পারি না তারপরও অর্ধেক টা খেয়ে ফেললাম ৷ তারপর বাকি দুটো বেল বাড়িতে দিলাম খাওয়ার জন্য ৷
বিকেলে একটু ভুট্টা ক্ষেতে গেলাম দেখার জন্য তারপর গিয়ে দেখি আজকের রাতের বৃষ্টি ও হালকা বাতাসে বেশ কয়েকটি ভূট্টা গাছ ভেঙ্গে পরে আছে ৷
এই গুলো ভাঙ্গা গাছ দেখে সবগাছ গুলো তুলে রশি দিয়ে বেঁধে দিলাম প্রতিটি গাছে মচকা ধরেছে আর এই ভূট্টা গাছ গুলো যদি এভাবে পরে থাকতো তাহলে ভূট্টার মচকা গুলো পঁচে নষ্ট হয়ে যেতো তাই সব গুলো গাছ তুলে রশি দিয়ে বেঁধে দিলাম যাতে করে ভূট্টার মচকা গুলো নষ্ট না হয়ে যায় ৷
সন্ধ্যা বেলা |
---|
সন্ধ্যা বেলায় চলে আসলাম চৌরাস্তা বাজারে আগামীকাল আমাদেক চৈত্র সংক্রান্তি যেটাকে আমরা আমাদের গ্রামের ভাষায় বলে থাকি বিষুয়া পূজা ৷
তাই আজকে কিছু বাজার খরচ ছিল সেগুলো করলাম তারপর চা নাস্তা খেয়ে দেয়ে খরচ গুলো বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করলাম ৷
তারপর চৌরাস্তায় এক ছোট ভাইয়ের দোকানে বেশ কিছুক্ষণ আড্ডা দিয়ে চলে আসলাম বাড়িতে ৷ তারপর বাড়িতে এসে রাতের খাবার খেয়ে সোজা রুমে এসে পোস্ট লিখতে বসে পড়লাম ৷
তো বন্ধুরা আজকে এই ছিল আমার সারাদিনের সংক্ষিপ্ত কার্যক্রম যা আপনাদের মাঝে শেয়ার করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷
শুভ রাত্রি 🤍
বিষয় | ফটোগ্রাফি |
---|---|
ডিভাইস | Redmi note 13 pro + |
লোকেশন | বাংলাদেশ |
W3W | https://w3w.co/slotted.inward.quartered |
আপনি অনেক পথ জার্নি করে এসে অসুস্থ শরীর নিয়ে আমাদের মাঝে আপনার কাটানোর দিনগুলো আমাদের মাঝে শেয়ারকরেছেন হালকা মেঘলা আকাশ বৃষ্টি বাতাসে পড়ে যাওয়া ভুট্টা গাছগুলো সেগুলোর দায়িত্ব সহকারে বেঁধে দেওয়া দায়িত্ব নিয়ে বাজার করা বাজার করে বাসায় পৌঁছে দেওয়া বন্ধুদের সঙ্গে চায়ের আড্ডায় বসে চা খাওয়া দায়িত্ব সহকারে কাজ করেছেন আপনা প্রতিটি কথা এবং লেখা গুলো অনেক ভালো লাগলো ধন্যবাদ ভালো থাকবেন ভাইয়া