Better life with steem The Diary Game |09 July, 2025
সকাল বেলা |
---|
HELLO▶
Everyone
কেমন আছেন সবাই ? আশাকরি সবাই ভালো আছেন ৷ প্রত্যাশা করি সবসময় যেন ভালো থাকেন ৷ চলে আসলাম আজকে আপনাদের মাঝে আমার সারাদিনের সংক্ষিপ্ত কার্যক্রম গুলো শেয়ার করার জন্য ,, তাহলে চলো শুরু করা যাক ৷
আজ রোজ বুধবার আমি সকাল সকাল ঘুম থেকে উঠি ৷ তারপর সকালের আবহাওয়া নেওয়ার জন্য চলে আসলাম রাস্তার এদিকে আর এখান টায় বর্তমান সময়ে সকাল বেলা একটি শীতল বাতাস বয়ে যেটা আমাদের শরীরের জন্য বেশ উপকারে আসে ৷
যাই হোক বাড়িতে এসে ফ্রেশ হয়ে নিলাম তারপর দোকানে গিয়ে নাস্তা করলাম ৷ নাস্তা খাওয়া শেষ করে চলে আসলাম বাড়িতে তারপর চলে আসলাম ধানের ক্ষেতে ৷ আমাদের এলাকায় এই পর্যন্ত তেমন বৃষ্টি হয় নি যার জন্য সব ফসলের ক্ষেত এখনো শুকনো অবস্থায় রয়েছে ৷
এদিকে ধান চাষ করতে হবে আর বৃষ্টি না আসলে ধান চাষ শুরু করতে অনেক সময় লেগে যাবে তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে প্রথমত উঁচু ক্ষেত গুলো সবার আগে মেশিন দিয়ে পানি দিয়ে দু চাষ করে রাখবো এতে করে ক্ষেতে থাকা আগাছা গুলো দমন হয়ে যাবে ৷ আর এরই মধ্যে আকাশে বৃষ্টি আসলে ধানের চারা রোপণ করে ফেলবো ৷
অনেক দিন মেশিন টা পরে ছিল সেজন্য চারদিকে অনেক আগাছা গজিয়েছে তাই সবার আগে মেশিনের চারপাশ টা পরিষ্কার করে নিলাম তারপর মেশিনের সব কিছু চেক দিয়ে মেশিন স্টার্ট করতে লাগলাম ৷ কিন্তু অনেক চেষ্টা করার পরও মেশিন স্টার্ট করতে পারলাম না , হয়তো অনেক দিন পরে ছিল তাই হয়তো মেশিনের ভিতরে কোন সমস্যা দেখা দিয়েছে ৷
যাই হোক মেশিন টা ঐ ভাবে রেখে মেশিনের মেকার কে ফোন করলাম আর তিনিও অনেক দুরে আসতে আসতে বিকেল হয়ে যাবে তাই আর দেরী না করে সব যন্ত্র পাতি মেশিনের কাছে রেখে চলে আসলাম বাড়িতে ৷
দুপুর বেলা |
---|
দুপুর বেলা ডোমার শহরের উদ্দ্যেশে রওনা দিলাম তার কারণ আমাদের বাড়ির পাশের একজন কাকু ফ্রিজ কিনতে যাবে তাই আমাকেও সাথে করে নিয়ে গেল ৷ ডোমার পৌঁছতে পৌঁছতে প্রায় ৪০ মিনিটের মত লাগলো তারপর সোজা চলে গেলাম ফ্রিজের দোকানে ৷
ফ্রিজের দোকানে এসে বেশ কয়েক টা ফ্রিজ দেখলাম তারপর একটা ফ্রিজ পছন্দও হয়ে গেল ৷ তারপর সেই ফ্রিজের দরদাম ঠিক করে একটা অটো ভ্যান ভাড়া করে ফ্রিজ টা তুলে দিলাম ভ্যানের উপর ৷
তারপর আমরা টাকা পেমেন্ট করে এবং সবাই মিলে নাস্তা খাওয়া দাওয়া করে বাড়ির উদ্দ্যেশে রওনা দিয়ে দিলাম ৷
সন্ধ্যা বেলা |
---|
রাতের বেলা বাজারে চলে আসলাম বাজার খরচ করার জন্য তারপর একে একে সব বাজার করে বাজারের ব্যাগ টি একজন আমার কাকুর কাছে দিয়ে বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করলাম ৷
তারপর আমার ব্যক্তিগত কিছু কাজ ছিল সেগুলো সেরে নিলাম ৷ তারপর বাড়ি আসার পথে গরম গরম ভাজা জিলাপি দেখতে পেলাম তাই আধা কেজি জিলাপি নিয়ে চলে আসলাম বাড়িতে ৷
তো বন্ধুরা আজকে এই ছিল আমার সারাদিনের সংক্ষিপ্ত কার্যক্রম যা আপনাদের মাঝে শেয়ার করলাম ৷ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷
শুভ রাত্রি 🤍
বিষয় | ফটোগ্রাফি |
---|---|
ডিভাইস | Redmi note 13 pro + |
লোকেশন | বাংলাদেশ |
W3W | https://w3w.co/slotted.inward.quartered |
এটা ঠিক সকালের শীতল বাতাস শরীরের জন্য অনেক উপকারিতা রাখে এবং আপনাদের ওখানে বৃষ্টি খুব বেশি হচ্ছে না এটার জন্য কিছুটা অবাক হয়েছি ছিলাম কারণ আমি আজ কয়েক দিন ধরে বাসাতে কথা বলে জানতে পারি প্রচুর পরিমাণ বৃষ্টি সেখানে হচ্ছে যাইহোক ধান ক্ষেত বৃষ্টির পানি না হওয়ার জন্য মেশিন দিয়ে পানি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তবে অনেকদিন না চালানোর জন্য মেশিনটি চলছে না মিস্ত্রিও আসে নাই দেখুন পরবর্তীতে সময় করে সে আসবে।
হ্যা ভাই আমাদের এদিকে বৃষ্টির পরিমাণ খুবই কম আর পানি না থাকার কারণে জমিতে চাষ করতে পারছি না ৷
তবে আগের তুলনা করলে এতদিনে অনেক বৃষ্টি হতো আর কৃষকেরা কৃষি কাজে লেগে পড়তো ৷
যাই হোক আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি মন্তব্য করার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷
You have been supported by the Team 02:
Thanks for your support 💖💖